মোহরাঙ্কিত মহিমাময় মাতাফ
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ১৯ নভেম্বর, ২০১৫, ১১:৪১:৪৪ রাত
সোবহানয়াল্লাহ্! কী অপূর্ব মনোহরী
তাওয়াফের দৃশ্য।
অভিভূত করা মহব্বতের উৎসারিত ঝর্ণা
জানে শুধু অদৃশ্য।।
ঈমানী চেতনার তেজস্বী ঘোড়া
ছুটছে দলে দলে।
অন্ধ, অক্ষম, অসহায় হাজির
অবিশ্বাস্য শক্তি বলে।।
হৃদয়ের উদ্বেলিত ঢেউ মাতিয়ে রাখে
মাতাফ প্রাঙ্গন।
উচ্ছ্বসিত উন্মুখ জনতার ক্রন্দন ভারে
জীবন্ত অঙ্গন।।
লক্ষ লক্ষ জনতার আকুতিতে
উথলে উঠে মাতাফের প্রাণ।
যে ভূমি একদা ছিল প্রাণীহীন
মরু শ্মশান।।
উতলা মন পাগল প্রায় ডাকে শুধু
প্রভূ আমি হাজির।
মহব্বতের দরিয়ায় সদা বর্ষিত
মায়ামমতার ছায়া সুনিবিড়।।
এরূপ ভালোবাসার অনন্য নজীর এ আঁখি
কভূ দেখে নিকো!
শুভ্র সফেদ বসনায় মুমিনের দল
বেঁধেছে ঐক্যের সাঁকো।।
নয়ন জুড়িয়ে যায়, হৃদয় কাঁপিয়ে দেয়
অনুভবের তরঙ্গমালায়।
বায়তুল্লাহর পবিত্রতম মাতাফ প্রাঙ্গন
মোহরাঙ্কিত বিস্ময়কর মহিমায়।।
বিষয়: বিবিধ
১৪৬৭ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আবেগ দিয়ে লিখা খুব ভাল লেগেছে আপু ।
অনেক ধন্যবাদ আপু ।
স্রদ্ধেয়া খালামনিসহ তোমরা সবাই ভালো আছো তো আপু? পড়াশুনা কেমন চলছে?
মন্তব্যের জন্য জাজাকাল্লাহু খাইর। @};
সুন্দর পোষ্টটির জন্য শুকরিয়া। জাযাকিল্লাহ খাইর
এ কটি ছন্দ দিয়ে,
উতলা করেছে জেনো
এ মোর ক্ষুদ্র হিয়ে৷
চমৎকার অনুভূতি ছন্দের দোলায় ফুটে উঠেছে৷ ধন্যবাদ৷
প্রেম বাগিচায় ফুটছে সেথা
হরেক রকম ফুল,
মহিমাময়ের মহব্বতে
প্লাবিত দু’কূল।
জাজাকাল্লাহু খাইর।
বলে মহান রবের দরবারে হাজিরা দিয়ে ক্বাবা শরীফ তাওয়াত করার মুহুর্তটা সত্যিই প্রকাশ করা কঠিন! চমৎকার সুন্দর ছন্দময়তায় তাই-ই করেছেন শ্রদ্ধেয়া আপুজ্বী!
গাফেল কেও উদ্বুদ্ধ করবে মাতাফের প্রতি!
জাযাকিল্লাহু ওয়া কুল্লাল মুসলিমিন খাইরান ফিদ্ দারাইন!
জাজাকাল্লাহু খাইর।
চমৎকার লিখাটির জন্য অনেক ধন্যবাদ।
http://www.bdfirst.net/blog/blogdetail/detail/11098/MinhazMasum/70810#.VlBaiV48Cjc
আপনার চমৎকার আবেড়পূর্ণ লেখা পড়ে আবেগতাড়িত হয়ে পড়লাম। বারবার ওখােনে ছুটে যেতে মন চায়। কী যে এক যাদুকরী চুম্বক সেখানে আছে মাশুকের তা জানা নেই।
মন্তব্য করতে লগইন করুন