অতঃপ যুগে যুগে যাহা ঘটিয়াছে, হয়তো,জাতি তেমনি একটা কিছুর অপেক্ষায়,,,?

লিখেছেন লিখেছেন নূর আল আমিন ১৯ নভেম্বর, ২০১৫, ১১:৫৩:০৭ রাত

"ফেরাউনও-মুসা আঃ এর যুগঃ

.

গণক--হুজুর আপনার রাজ্যে এমন এক শিশুর জন্ম হইবে, সেই শিশুর হাতে আপনার মৃত্যু হইবে,

.

ফেরাউন- কি? এত্ত বড় কথা! সেনাপতি এইরাজ্যে যত পুত্ৰ সন্তান জন্মাইবে সবাইকে হত্যা করিবে!?

.

পরের ইতিহাস সবারই জানাঃ

.

বঙ্গবন্ধু শেখ মুজিবের যুগঃ ১৪৭৪-১৯৭৫ সাল,

.

-স্যার, স্যার, দেশের সব পত্ৰ-পত্ৰিকায় শুধু আপনার বিরুদ্ধেই সংবাদ প্ৰচার করিতেছে,

.

-কি? আমার দেশে, আমার বিরুদ্ধে সংবাদ!? দেশের সকল সংবাদপত্ৰ বন্ধ করে দাও,,

.

"অতঃপর সেই ইতিহাসও সবার জানা!!

.

শেখ হাসিনার যুগ, ২০০৯-২০১৩ সাল,,,

.

-ম্যাডাম, ম্যাডাম, কিছু টিভি চ্যানেল, আর সংবাদ পত্ৰ সব সত্য সংবাদ প্ৰচার করতেছে।

.

-হুহ, আমার রাজ্যে এহেন কাণ্ড? ঐসব টিভি চ্যানেল পত্ৰ পত্ৰিকা বন্ধ করো!!

.

-সময়কাল ২০১৩-এখন পৰ্যন্ত,

.

-ম্যাডাম, ম্যাডাম, মানুষ এখন সংবাদ পত্ৰ টিভি চ্যানেল দেখেনা, সবার চোখ ফেসবুক, টুইটার সহ সোশ্যাল নেটওয়ার্কগুলো,

.

-হুহ, এখনো বন্ধ হয়নাই? এক্কুনি বিটিআরসিতে বলে দাও, সব ডাটা কেবল অপারেটর কোম্পানীগুলো যেনো তাদের সার্ভার থেকে সকল সোশ্যাল নেট ওয়ার্ক সার্ভিস অফ করে দেয়!!

.

,অতঃপর জাতি একটা কিছুর অপেক্ষায়,,,??

বিষয়: বিবিধ

২০৬২ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

350476
২০ নভেম্বর ২০১৫ রাত ১২:০৫
অপি বাইদান লিখেছেন : আল্লা এত কিছু পারে তো, রাজাকার মুজাহিদের ফাঁসি থামাতে পারে না কেন?

আর এই মুক্ত তথ্য প্রবাহের যুগে শিশুকামি নবী মোহাম্মদের বিকৃত যৌন জীবন নিয়ে কিছু জানা যাবে কি??
২০ নভেম্বর ২০১৫ রাত ১২:১৭
290911
স্ব.ঘোষিত.নাস্তিক লিখেছেন : হেঃহেঃ তোর মতো ছাগী যে নাস্তিক না এই আমি সিউর মালাউনের বাচ্চা মালাউন। আরে নবী মোঃ এর জীবনী নিয়া অনেক বড় বড় নাস্তিকরাই কোন খারাপ মন্তব্য করেনাই। কিছু পাইলে তো মন্তব্য করবো, আর তুই প্ৰসঙ্গ ছাড়াই ব্লগে নেড়ী কুত্তার মতো অযথা ঘেউ ঘেউ করোস,
২০ নভেম্বর ২০১৫ রাত ১২:২৫
290912
নূর আল আমিন লিখেছেন : অপি, আক্ৰমান্তক ভাষা পরিহার করে যুক্তি দিয়ে প্ৰাসঙ্গিক মন্তব্য করুন, অযথা ঘেউ ঘেউ থেকে বিরত থাকুন,
350477
২০ নভেম্বর ২০১৫ রাত ১২:৪১
অরণ্যে রোদন লিখেছেন : আরে কুকুরের কাজ ই ঘেউ ঘেউ করা তাকে ঘেউ ঘেউ করতে দিন,
350481
২০ নভেম্বর ২০১৫ রাত ০২:১৫
শেখের পোলা লিখেছেন : জাতি অপেক্ষা করছে কখন ঘোষণা আসে ৫৬ হাজার বর্গমাইলের দেশটাকে কা্রাগারে রূপান্তরিত করা হল৷ অতএব সকলকে কয়দীর মত জেল কোড মেনে চলতে হবে৷
350487
২০ নভেম্বর ২০১৫ রাত ০২:৫৬
রফিক ফয়েজী লিখেছেন : সবকিছুরই শেষ আছে।শেষ ভাল যার সব ভাল তার।শেখ হাসিনার শেষটা কেমন যায় সেটাই দেখার পালা। পাপে বাপেরেও ছাড়ে না।
২০ নভেম্বর ২০১৫ রাত ০৩:০৯
290930
অপি বাইদান লিখেছেন : আল্লার পেয়ারা মুজাহিদের পরিনিতি সেটাই প্রমান করে- পাপে বাপেরেও ছাড়ে না।
350488
২০ নভেম্বর ২০১৫ রাত ০৩:২৬
রফিক ফয়েজী লিখেছেন : মুজাহিদ সাহেবের একটা পাপের ঘটনার প্রমাণ দিতে পারে নাই বর্তমান সরকার।গায়ের জোড় আর ক্ষমতার দাপট বেশীদিন চলে না।
২০ নভেম্বর ২০১৫ সকাল ০৮:১৬
290935
অপি বাইদান লিখেছেন : পাপ ছাড়ে না বাপকেও।
350514
২০ নভেম্বর ২০১৫ দুপুর ০২:১৮
আফরা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
350525
২০ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:১৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : প্রত্যেক ফিরআউন এর জন্যই একজন মুসা আসে!
350552
২০ নভেম্বর ২০১৫ রাত ০৮:১৭
মোঃ আবু তাহের লিখেছেন : আমরা শেষ দেখার অপেক্ষায় রইলাম।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File