প্রিয় ব্লগাঙ্গনের প্রিয়জনের প্রিয় অনুভূতি
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ২৫ মে, ২০১৫, ০৮:১৬:৪০ রাত
প্রিয়জনের ডাকে সাড়া না দিয়ে থাকা আসলেই অনেক যাতনাময়, কষ্টের। কঠিন সংগ্রামী জীবনের মায়াজালে আটকে পরে সবকিছুকেই উপেক্ষা করে থাকা যায় কিন্তু প্রিয় মানুষদের নিঃস্বার্থ নির্মল, নিখাদ, অকৃত্রিম শ্রদ্ধা, ভালোবাসা, অনুভূতি এবং আকুতিকে কিছুতেই দূরে ঠেলে রাখা যায় না। তাইতো ভীষণ ব্যস্ততা ও পারিপার্শ্বিক প্রতিকূলতা সত্ত্বেও হাজির হতে হল প্রিয়জনের রেখে যাওয়া প্রিয় মুহূর্তের প্রিয় কিছু অনুভূতি নিয়ে।
প্রিয় ব্লগে আমার সাময়িক অনুপস্থিতিতে প্রাণপ্রিয় দুই পুত্র হ্যারি-আওনের ম্যাসেজ, মন্তব্য, প্রতিমন্তব্য তথা ব্লগিং জগতে শুরু থেকে আজ অবধি তাদের নিরবচ্ছিন্ন প্রেরণাময় উৎসাহ ও আন্তরিকতাপূর্ণ সহযোগিতা সত্যিই আমার জন্য এক বিশেষ প্রাপ্তি। যা আমার লিখার জগতকে বিপুলভাবে প্রভাবিত করেছে। তাদের দু’জনের দেয়া পবিত্রতম শ্রদ্ধামাখা প্রিয় মুহূর্তগুলোর জন্য শুধুই অন্তরের অন্তঃস্থল থেকে আমার দোয়া ও মঙ্গল কামনা। পরম করুণাময় তাদের মহতী বাসনা ও সদিচ্ছাগুলোকে পূর্ণতা দিয়ে সুখী ও শান্তিময় জীবন দান করুন।
পরবর্তীতে আমার শ্রদ্ধেয় আবু জান্নাত আংকেলজ্বীর হারানো বিজ্ঞপ্তি শিরোনামে আমাকে নিয়ে লিখা পড়ে অশ্রুসজল হয়ে উঠেছি। উনি আমাকে যেভাবে উপস্থাপন করেছেন তার বিন্দু পরিমাণ যোগ্যতাও আমার মধ্যে নেই। তারপরও শ্রদ্ধা ও পবিত্র ভালোবাসা মিশ্রিত এই আবেগ আমার কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ এবং মূল্যবান। শ্রদ্ধেয় আংকেলজ্বী আপনি, জান্নাতমণিসহ সকলের জন্য আমার ঐকান্তিক দোয়া ও অনিঃশেষ শুভকামনা।
এরপরে আমার অনেক প্রিয় ছোট আদরের আপুজ্বি মাহবুবা সুলতানা লায়লার ছন্দময় অনুভূতির যে আবেগময় প্রকাশ আমাকে ঘিরে তা পড়ে সত্যিই বিমোহিত হয়েছি। দু’ নয়নে নেমেছিল মমতার আনন্দময়ী ঢল। সত্যিই তুমি ছোট বোনের বাঁধনকে আরও অনেক মজবুত করে বেঁধে দিলে যা কোনদিন ছিন্ন হবার নয়। তোমার জন্য নিরন্তর দোয়া ও মঙ্গল কামনা। এই বোনটির দুয়ার তোমার জন্য উন্মুক্ত রইলো চিরদিনের জন্য।
উল্লিখিত লিখা দু’টির আবেগমথিত প্রিয় মুহূর্তের প্রিয় অনুভূতির সাথে একাত্ম হয়ে যারা মন্তব্যের মাধ্যমে আনন্দটুকুর গভীর পরশ আমাকে ছুঁয়ে দিয়েছেন সকলকেই আমার প্রাণঢালা উষ্ণ শুভেচ্ছা, অনিঃশেষ দোয়া ও দুনো জগতের জন্য শুভকামনা রাখছি। এমন সব মহৎপ্রাণ ভাই বোনের নির্মল ভালোবাসাময় সান্নিধ্য ব্লগ জীবনের এক দুর্লভ প্রাপ্তি। আসলে আপনারা সবাই বিশাল মনের অধিকারী। আপনাদের প্রতি রইলো অসীম কৃতজ্ঞতা।
আবু জান্নাত আংকেলজ্বী ও আপুজ্বি মাহবুবা সুলতানা লায়লার লিখায় ভাইদের মধ্যে যারা মন্তব্য দিয়ে অনুভূতি রেখেছেন তাঁদের মধ্যে রয়েছেন; আমার পরম শ্রদ্ধেয় ও সম্মানীত বড়ভাই শেখের পোলা, কাহাফ ভাইয়া, চাটিগাঁ থেকে বাহার, মোহাম্মদ লোকমান, রিদওয়ান কবির সবুজ, আব্দুল গাফফার, তোমার হৃদয় জুড়ে আমি, দুষ্টু পোলা, আবু তাহের মিয়াজী, দিল মোহাম্মদ মামুন, Egypt12, নুর আয়েশা আব্দুর রহিম (ভাইয়া ও ভাবী) আপনাদের প্রেরণাপূর্ণ সুন্দর মন্তব্য, আন্তরিক দোয়া ও শুভকামনা আমার প্রতি মুহূর্তের পাথেয় হয়ে থাকুক আমৃত্যু এটাই কামনা।
প্রাণপ্রিয় বোনদের তালিকায় রয়েছেন সাদিয়াপু, স্নেহশীলা বৃত্তাপু, ছোট্টমণি আফরা সাইয়ারা। যাদের মায়াময় আন্তরিক অনুভূতি সবসময়ই আমার মন ছুঁয়ে যায়, হৃদয়ে এনে দেয় প্রেরণার নতুন মাত্রা। তাদের আন্তরিক অভিব্যক্তি ও বিগলিত করা হৃদয়ের আকুতি আমার জন্য অনেক সৌভাগ্যের একটি বিষয়। আমার অনেক আদরের বোনগুলোকে মহান রাব্বুল আলামিন কবুল করে তাঁর প্রিয় বান্দা/ বান্দির তালিকায় অন্তর্ভুক্ত করে নিন এটাই প্রার্থনা।
ভিন্ন রকম আরেকটি প্রিয় অনুভূতির কথা না বললেই নয়! গাজী সালাউদ্দিন আমার প্রিয় একজন ব্লগার। ছোট ভাইয়ের দেয়া অধিকারসুলভ মন্তব্যটি পড়ে অনেক আবেগাপ্লুত হয়েছি, কেমন অনুভূতি হয়েছে ঠিক বলতে পারবো না, শুধু এটুকুই বলবো ভীষণ ভীষণ আনন্দ হয়েছে, খুব ভালো লেগেছে আমার।
তিনি লিখেছেন, আপনি কোথায়? ছোট ভাইটা আপনাকে খুঁজে বেড়াচ্ছে!!!!! আমার দুঃসময়ে আপনি শুধু পাশে নেই! কিন্তু কেন?
অধিকার বটে.........
অদেখা অজানা প্রিয় মানুষগুলো দূর থেকে মনে হয় কতো জনমের পরিচিত, চিরচেনা এবং শুভাকাঙ্ক্ষী। তাঁদের অনেক লিখায় দুর্বিষহ যন্ত্রণাকাতর দুঃসহ মুহূর্তের প্রতিচ্ছবি, প্রিয়জনের প্রিয় মূহূর্তের পবিত্রতম আবেগময় সান্নিধ্য, প্রিয় লিখা, কথা, অভিজ্ঞতা, মন্তব্য, প্রতি মন্তব্য ও প্রিয় অনুভূতিগুলো কতটা মূল্যবান তা বর্ণনাতীত। তাদের ভাল মন্দ কতটা প্রভাব ফেলে নিজের ভাবনায় তা অবিশ্বাস্যকর। অনেক সময় সেগুলো আজীবনের জন্য অব্যক্তই থেকে যায় সময়াভাবে।
আজ এখানে কয়েকজন লেখকের লিখার কিয়দংশ উল্লেখ করছি। যা আমাকে অনেক কাঁদিয়েছে এবং নির্ঘুম রেখেছে। ছোট বোন আফরার লিখায় যখন পড়েছি তার জীবনে বাবার সোহাগ আদর বঞ্চিত বিভীষিকাময় শৈশব জীবন, মাহবুবা সুলতানা লায়লা আপুনির সন্তান হারানোর বেদনাময় কষ্ট, কাহাফ ভাইয়ার ব্যক্তি জীবনের অসহ্য দহনের চিত্র, ছোট ভাই গাজী সালাউদ্দিনের পারিবারিক কষ্টময় মর্মস্পর্শী অভিজ্ঞতা ও লোকমান ভাইয়ার মাতৃত্বহীন জীবনযাপন। যা ভীষণভাবে নাড়িয়ে দিয়েছে আমাকে, কষ্ট দিয়েছে অনেক ও দাগ কেটেছে মনে চিরস্থায়ীভাবে। শ্রেণী বিশেষে হৃদয়ের গভীরে পাথরে অঙ্কিত হয়ে আছে তাদের প্রতি আমার স্নেহাদর, শ্রদ্ধা, সন্মান আর দোয়া।
পরিশেষে ব্লগের সুপ্রিয় সকল লেখক/লেখিকা, পাঠক/ পাঠিকা, হারিয়ে যাওয়া প্রিয় ব্লগারবৃন্দ ও শ্রদ্ধেয় মডারেটরবৃন্দের প্রতি আমার আন্তরিক সালাম এবং আগাম মাহে রমযানের শুভেচ্ছা ও অভিনন্দন রইলো। আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, শান্তিতে থাকুন আর এই মাসে বেশী বেশী ইবাদত বন্দেগী করার সৌভাগ্য অর্জন করুন। কারণ আমরা জানিনা আগামী বছরের রমযান আমাদের ভাগ্যে আছে কিনা! এই পবিত্র মহান মাস আমাদের সকলের জন্য হয়ে উঠুক রহমতের, বরকতের এবং মাগফেরাতের এই প্রার্থনা। আমার জন্য আপনাদের সকলের কাছে দোয়ার আবেদন রইলো। প্রিয় ব্লগাঙ্গনের প্রিয়জনের প্রিয় অনুভূতি বহতা নদীর মত অবারিত থাকুক সকলের জন্য। আল্লাহ্ মহান।
বিষয়: বিবিধ
৩৪৭৪ বার পঠিত, ৬৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপু কতদিন পর আপনার পোষ্ট পেলাম । আপু কেমন আছেন ?
মায়া মমতা জড়ানো লেখা ভাল হয়েছে অনেক ধন্যবাদ আপু ।
তোমাদের সকলের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ্। তুমি কেমন আছো?
তোমার সাথে সংশ্লিষ্ট অনুভূতির ব্যাপারে কিছুই বললে না যে?!
আপু এইভাবে চলে যাবেন না ।
যে কয়েক জন ব্লগারের ভালবাসার টানে ফিরে আসি বারবার তাদের মধ্যে আপনি অন্যতম ।
আপনার স্বতঃস্ফূর্ত আন্তরিক উপস্থিতি ও সুন্দর অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর। আপনার জন্য আমার অনিঃশেষ দোয়া, শুভেচ্ছা ও শুভকামনা রইলো।
আমি আজকে অনেক অনেক কাজ করেছি, তাই ভীষণ ভীষণ ক্লান্ত এখন। আমি গেলুম।
মঙ্গলময় তোমার দিলের খাছ নিয়্যত কবুল করুণ আমীন। তোমার জন্য আমার অনিঃশেষ দোয়া, শুভেচ্ছা ও শুভকামনা সবসময় থাকবে ইনশাল্লাহ।
মানুষ জন্ম থেকে মান সম্মান বা ঘৃণা নিয়ে আসে না, বরং মানুষের কর্মই তাকে এসব বিশেষণে বিশেষায়িত করে। আপনার আবেগ ও অনুভূতি মাখা পোষ্টটির জন্য জাযাকিল্লাহ খাইরান হে শ্রদ্ধেয়া।
আর অন্যান্য গুণাবলীর অধিকাংশই আমিও শিখেছি এবং এখনো শিখছি ব্লগিং জগতে আপনাদের মত আলোকময় বাগানের মহতী মানুষগুলো কাছ থেকেই।
খালাম্নির লিখায় স্বতঃস্ফূর্ত আন্তরিক উপস্থিতি ও সুন্দর অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
প্রিয়তে রাথলাম এই পোষ্ট।
তোমার উপস্থিতি দেখে মনে হল আমার কল্পনাই তোমাকে এখানে টেনে এনেছে। তুমি সবসময়ই লিখবে এটাই ছোট বোনের কাছে আমার একমাত্র চাওয়া।
তোমার স্বতঃস্ফূর্ত আন্তরিক উপস্থিতি ও সুন্দর অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
আর হ্যাঁ সাদিয়া আপুনির সম্পর্কে খুব সুন্দর করে আমার মনের কথাটিই বলেছো তুমি। ছোট আপীটা অনেক অনেক গুণী, বুদ্ধিমতী আর দয়াশীলা। ওকে আমি ভীষণ ভালোবাসি। এরকম একজন মেধাবী দ্বীনি বোন পাওয়া আসলেই অনেক সৌভাগ্যের ব্যাপার। এরকম আরও অনেক ছোট বোন আছে যারা অসাধারণ, তুলনাহীনা। এদের একজন হলেন আমার অনেক আদরের বৃত্তাপু। তুমিও কিন্তু খুব অল্প সময়ে তোমার যোগ্যতা, দক্ষতা, মেধা ও গুণ দিয়ে আমার একেবারে হৃদয়ের গভীরে জায়গা করে নিয়েছো ছোট বোনটি আমার। তোমার সার্বিক কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধির জন্য সবসময় আমার দোয়া ও শুভ কামনা থাকবে ইনশাল্লাহ। বোনের জন্যও তুমি দোয়া করতে ভুলিও না যেন।
অযোগ্য মনে একটু শান্তির পরশ পেলাম হূদয়ের গহিনে আপনার ভালবাসাটুকু যত্নে রেখে দিলাম।
আর কিছুই দেবার নেই ফুলের শুভেচ্ছা ছাড়া.....
আপনার এই ফিরে আশা আনন্দ দিয়েছে আমাদেরকে। আপনার ফেরার এই মুহুর্ত স্বরনীয় হয়ে থাকবে। শুভ ব্লগিং.....!
তবে খুবিই কষ্ট পেলাম অযোগ্য বলে নিজেদেরকে ধিক্কৃত করেছেন বলে!
ব্যস্ততা সত্ত্বেও প্রতিটি শব্দ মন দিয়া পড়েছেন নিজেদের আবেগঘন ভালোলাগা উপলব্ধি ব্যক্ত করেছেন এবং সেইসাথে ফুল দিয়ে অনুভূতি জানিয়েছেন যা সত্যিই অতুলনীয়। ভীষণ ভালো লাগলো আমারও। আপনাদের এই মায়াময় অনুভূতি আমিও আমার হৃদয়ে তুলে রাখলাম। অন্নেক সুন্দর একটি মন্তব্যের জন্য জাজাকাল্লাহু খাইর।
চমৎকার প্রিয় পোস্টটি মনের মাঝে আরো প্রিয় হয়ে রইলো আপুনি! আসলেই আপনি কিন্তু আমাদের ব্লগবাড়ির মধ্যমনি, ব্লগাকাশের উজ্জল নক্ষত্র! আল্লাহ আপনাকে সদা ভালো রাখুন, কল্যানের পথে রাখুন! এভাবেই ভাই বোনদের পরম মমতায় আগলে রেখে সন্ধা তারা হয়ে সকলের মনে ভালোবাসার আলো জ্বেলে দিন!
আপনার দোআয় আমাদের শরীক করতে ভুলবেন না জেনো আপু! আপনার আন্তরিক সফলতা কামনা করছি!
জাযাকিল্লাহু খাইর!
একজন মানুষ দিয়ে একটি বাড়ীর সৌন্দর্যবর্ধন হয় না ছোটআপী যেমনিভাবে উদ্ভাসিত হয়ে উঠে না ঊর্ধ্বাকাশের উজ্জলতা একটি তারার উপস্থিতিতে। তোমাদের মত গুণী, মেধাবী, মহতী ও দরদী মনের মানুষগুলো ব্লগে আছে বলেই এই অঙ্গনটি এতো মায়াময় এতো আপন!
তাইতো আমরা সকল ভাই বোন মিলে একে অপরকে দুঃখে সুখে পরম মমতায় আগলে রেখে আল্লাহ্র সন্তুষ্টির জন্য সকলের মনে ভালোবাসার দ্বীনি আলো জ্বেলে দিতে চাই! মহান রাব্বূল আলামীন আমাদের সকলকেই কবুল করুণ। আমীন।
সংকোচ আর অস্বস্তি নিয়ে পরবর্তী সময়গুলো কেমন কাটলো এবং কী সিদ্ধান্ত হল তা আমাদের জানাতে ভুলবেন না যেন। আর্লি মেরেজ ক্যাম্পেনের প্রচার ও প্রসারে এই ডিসিশন হেল্পফুল হবে সেটা ঠিক আছে তবে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ তা হল দু’নো জিন্দেগীতে আমার ছোট ভাই ও হবু ভাবী অন্তর্যামীর শান্তি আর কল্যাণের ধারায় সিক্ত হয়ে সকল ভালো মন্দ, সুখ দুঃখসহ সব মুহূর্তকে জয় করবে এটাই কামনা ও প্রার্থনা।
আপনার জন্য আমার অনিঃশেষ দোয়া, শুভেচ্ছা ও শুভকামনা সবসময় থাকবে ইনশাল্লাহ।
ব্লগ জগতে আসার পর থেকেই শ্রদ্ধেয়-প্রিয় কয়েক জনের স্নেহময় সান্নিধ্য-উৎসাহ ব্লগে থেকে কল্যাণকর বিষয়ে কিছু শিখতে অনুপ্রণিত করে সব সময়! তাদের অন্যতম শ্রদ্ধেয়া আপুজ্বী আপনি!
শুধুই মহান রবের জন্যে ভালবাসা-স্নেহের নির্মল উপমা আপনি!
আল্লাহর কাছে বিনীত দোয়া- তাঁর খাস রহমতের ছায়ায় আপনি সহ আমাদের সবাই কে আশ্রয় দান করুন!আমিন ছুম্মা আমিন!
আপনি ফিরে আসায় 'আলহামদুলিল্লাহ ওয়া শুকরান লাহু'
জাযাকুমুল্লাহু খারাল জাযা-ই ফিদ্ দুনিয়া ওয়াল আখিরাহ!!
অন্নেক সুন্দর একটি মন্তব্যের জন্য জাজাকাল্লাহু খাইর।
চমৎকার লিখেছেন আপা। ধন্যবাদ
দীর্ঘদিন পর আপনার প্রেরণাপূর্ণ সুন্দর অনুভূতি আমারও ভীষণ ভালো লাগলো। আপনার স্বতঃস্ফূর্ত মূল্যবান উপস্থিতি, হৃদয়গ্রাহী অভিব্যক্তি রেখে যাওয়ার জন্য জাজাকাল্লাহূ খাইর।
ভালো থাকুন খুব ভালো। অনিঃশেষ দোয়া ও শুভ কামনা রইলো আপনার জন্য।
ভালো থাকুন খুব ভালো। অনিঃশেষ দোয়া ও শুভ কামনা রইলো আপনার জন্য। বোনের জন্যও দোয়ার আবেদন রইলো।
আপুরে... তোমাদের মায়াজালের বন্ধন এতোটাই সুদৃঢ় আর মজবুত যে শত ব্যস্ততা ডিঙিয়েও তোমাদের সান্নিধ্য পেতে উতলা হয়ে উঠি। সুতীব্র এই পবিত্র কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণে তোমাদের দেয়া ভালোবাসার কাছে এই আমি সবসময়ই ঋণী।
তোমাদের জন্য আর কী বা করতে পারি বলো?!! শুধুমাত্র মঙ্গল কামনা করা ছাড়া। তাইতো তুমি আর তোমাদের জন্য আমার হৃদয় নিংড়ানো অনিঃশেষ দোয়া...।
ভালো থাকো খুব ভালো এই প্রত্যাশা।
শত ব্যস্ততার মধ্যেও প্রত্যেকের নাম ধরে ধরে এভাবে অনুভূতি প্রকাশ- সত্যিই অসাধারণ। আল্লাহ আপনার সময়ের বরকত দান করুন, সুস্থ রাখুন এবং রাখুন সরল সঠিক পথের উপর।
ভালো থাকুন খুব ভালো। অনিঃশেষ দোয়া ও শুভ কামনা রইলো আপনার জন্য। বোনের জন্যও দোয়ার আবেদন রইলো।
সেই উল্লেখিত লিখা দু’টিতে আপনার মন্তব্য না থাকায় নামটি অনুপস্থিত ছিল। আপনি সহ আমার অন্নেক অন্নেক প্রিয় ব্লগার আছেন যাদের নামও সেই তালিকায় ছিল না শুধুমাত্র ঐ একই কারণে। আপনাকে কষ্ট দেয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি আপনার কষ্টের অনুভূতি কিছুটা হলেও আঁচ করতে পারি। এজন্য যে আমার গত ষ্টিকি পোষ্টটিতে মন্তব্য কলামে ছোট ভাইটির জন্য একটু অনুভূতি রেখেছিলাম। কিন্তু আপনার অনুপস্থিতি সেদিন আমাকে কেন জানি বেদনাহত করেছিলো।
আপনার অধিকারসুলভ প্রেরণাপূর্ণ সুন্দর অনুভূতি ভীষণ ভালো লাগলো। আপনার স্বতঃস্ফূর্ত মূল্যবান উপস্থিতি, হৃদয়গ্রাহী দোয়া এবং যথাযথ অভিব্যক্তি রেখে যাওয়ার জন্য জাজাকাল্লাহূ খাইর।
ভালো থাকুন খুব ভালো। অনিঃশেষ দোয়া ও শুভ কামনা রইলো আপনার জন্য বড় বোনের পক্ষ থেকে।
সবাই ভালো আছেন তো?
এত সুন্দর লিখাতে আমাদের স্থান পাওয়া অনেক অনেক বড় অর্জন। জাজাকাল্লাহু খাইরান।
আমরাও নিয়মিত থাকার চেষ্ঠা করবো। ওমা তাওফিকী ইল্রা বিল্লাহ।
মন্তব্য করতে লগইন করুন