Thumbs Up প্রিয় ব্লগাঙ্গনের প্রিয়জনের প্রিয় অনুভূতি Thumbs Up

লিখেছেন লিখেছেন সন্ধাতারা ২৫ মে, ২০১৫, ০৮:১৬:৪০ রাত



প্রিয়জনের ডাকে সাড়া না দিয়ে থাকা আসলেই অনেক যাতনাময়, কষ্টের। কঠিন সংগ্রামী জীবনের মায়াজালে আটকে পরে সবকিছুকেই উপেক্ষা করে থাকা যায় কিন্তু প্রিয় মানুষদের নিঃস্বার্থ নির্মল, নিখাদ, অকৃত্রিম শ্রদ্ধা, ভালোবাসা, অনুভূতি এবং আকুতিকে কিছুতেই দূরে ঠেলে রাখা যায় না। তাইতো ভীষণ ব্যস্ততা ও পারিপার্শ্বিক প্রতিকূলতা সত্ত্বেও হাজির হতে হল প্রিয়জনের রেখে যাওয়া প্রিয় মুহূর্তের প্রিয় কিছু অনুভূতি নিয়ে।

প্রিয় ব্লগে আমার সাময়িক অনুপস্থিতিতে প্রাণপ্রিয় দুই পুত্র হ্যারি-আওনের ম্যাসেজ, মন্তব্য, প্রতিমন্তব্য তথা ব্লগিং জগতে শুরু থেকে আজ অবধি তাদের নিরবচ্ছিন্ন প্রেরণাময় উৎসাহ ও আন্তরিকতাপূর্ণ সহযোগিতা সত্যিই আমার জন্য এক বিশেষ প্রাপ্তি। যা আমার লিখার জগতকে বিপুলভাবে প্রভাবিত করেছে। তাদের দু’জনের দেয়া পবিত্রতম শ্রদ্ধামাখা প্রিয় মুহূর্তগুলোর জন্য শুধুই অন্তরের অন্তঃস্থল থেকে আমার দোয়া ও মঙ্গল কামনা। পরম করুণাময় তাদের মহতী বাসনা ও সদিচ্ছাগুলোকে পূর্ণতা দিয়ে সুখী ও শান্তিময় জীবন দান করুন।

পরবর্তীতে আমার শ্রদ্ধেয় আবু জান্নাত আংকেলজ্বীর হারানো বিজ্ঞপ্তি শিরোনামে আমাকে নিয়ে লিখা পড়ে অশ্রুসজল হয়ে উঠেছি। উনি আমাকে যেভাবে উপস্থাপন করেছেন তার বিন্দু পরিমাণ যোগ্যতাও আমার মধ্যে নেই। তারপরও শ্রদ্ধা ও পবিত্র ভালোবাসা মিশ্রিত এই আবেগ আমার কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ এবং মূল্যবান। শ্রদ্ধেয় আংকেলজ্বী আপনি, জান্নাতমণিসহ সকলের জন্য আমার ঐকান্তিক দোয়া ও অনিঃশেষ শুভকামনা।

এরপরে আমার অনেক প্রিয় ছোট আদরের আপুজ্বি মাহবুবা সুলতানা লায়লার ছন্দময় অনুভূতির যে আবেগময় প্রকাশ আমাকে ঘিরে তা পড়ে সত্যিই বিমোহিত হয়েছি। দু’ নয়নে নেমেছিল মমতার আনন্দময়ী ঢল। সত্যিই তুমি ছোট বোনের বাঁধনকে আরও অনেক মজবুত করে বেঁধে দিলে যা কোনদিন ছিন্ন হবার নয়। তোমার জন্য নিরন্তর দোয়া ও মঙ্গল কামনা। এই বোনটির দুয়ার তোমার জন্য উন্মুক্ত রইলো চিরদিনের জন্য।

উল্লিখিত লিখা দু’টির আবেগমথিত প্রিয় মুহূর্তের প্রিয় অনুভূতির সাথে একাত্ম হয়ে যারা মন্তব্যের মাধ্যমে আনন্দটুকুর গভীর পরশ আমাকে ছুঁয়ে দিয়েছেন সকলকেই আমার প্রাণঢালা উষ্ণ শুভেচ্ছা, অনিঃশেষ দোয়া ও দুনো জগতের জন্য শুভকামনা রাখছি। এমন সব মহৎপ্রাণ ভাই বোনের নির্মল ভালোবাসাময় সান্নিধ্য ব্লগ জীবনের এক দুর্লভ প্রাপ্তি। আসলে আপনারা সবাই বিশাল মনের অধিকারী। আপনাদের প্রতি রইলো অসীম কৃতজ্ঞতা।

আবু জান্নাত আংকেলজ্বী ও আপুজ্বি মাহবুবা সুলতানা লায়লার লিখায় ভাইদের মধ্যে যারা মন্তব্য দিয়ে অনুভূতি রেখেছেন তাঁদের মধ্যে রয়েছেন; আমার পরম শ্রদ্ধেয় ও সম্মানীত বড়ভাই শেখের পোলা, কাহাফ ভাইয়া, চাটিগাঁ থেকে বাহার, মোহাম্মদ লোকমান, রিদওয়ান কবির সবুজ, আব্দুল গাফফার, তোমার হৃদয় জুড়ে আমি, দুষ্টু পোলা, আবু তাহের মিয়াজী, দিল মোহাম্মদ মামুন, Egypt12, নুর আয়েশা আব্দুর রহিম (ভাইয়া ও ভাবী) আপনাদের প্রেরণাপূর্ণ সুন্দর মন্তব্য, আন্তরিক দোয়া ও শুভকামনা আমার প্রতি মুহূর্তের পাথেয় হয়ে থাকুক আমৃত্যু এটাই কামনা।

প্রাণপ্রিয় বোনদের তালিকায় রয়েছেন সাদিয়াপু, স্নেহশীলা বৃত্তাপু, ছোট্টমণি আফরা সাইয়ারা। যাদের মায়াময় আন্তরিক অনুভূতি সবসময়ই আমার মন ছুঁয়ে যায়, হৃদয়ে এনে দেয় প্রেরণার নতুন মাত্রা। তাদের আন্তরিক অভিব্যক্তি ও বিগলিত করা হৃদয়ের আকুতি আমার জন্য অনেক সৌভাগ্যের একটি বিষয়। আমার অনেক আদরের বোনগুলোকে মহান রাব্বুল আলামিন কবুল করে তাঁর প্রিয় বান্দা/ বান্দির তালিকায় অন্তর্ভুক্ত করে নিন এটাই প্রার্থনা।

ভিন্ন রকম আরেকটি প্রিয় অনুভূতির কথা না বললেই নয়! গাজী সালাউদ্দিন আমার প্রিয় একজন ব্লগার। ছোট ভাইয়ের দেয়া অধিকারসুলভ মন্তব্যটি পড়ে অনেক আবেগাপ্লুত হয়েছি, কেমন অনুভূতি হয়েছে ঠিক বলতে পারবো না, শুধু এটুকুই বলবো ভীষণ ভীষণ আনন্দ হয়েছে, খুব ভালো লেগেছে আমার।

তিনি লিখেছেন, আপনি কোথায়? ছোট ভাইটা আপনাকে খুঁজে বেড়াচ্ছে!!!!! আমার দুঃসময়ে আপনি শুধু পাশে নেই! কিন্তু কেন?

অধিকার বটে.........

অদেখা অজানা প্রিয় মানুষগুলো দূর থেকে মনে হয় কতো জনমের পরিচিত, চিরচেনা এবং শুভাকাঙ্ক্ষী। তাঁদের অনেক লিখায় দুর্বিষহ যন্ত্রণাকাতর দুঃসহ মুহূর্তের প্রতিচ্ছবি, প্রিয়জনের প্রিয় মূহূর্তের পবিত্রতম আবেগময় সান্নিধ্য, প্রিয় লিখা, কথা, অভিজ্ঞতা, মন্তব্য, প্রতি মন্তব্য ও প্রিয় অনুভূতিগুলো কতটা মূল্যবান তা বর্ণনাতীত। তাদের ভাল মন্দ কতটা প্রভাব ফেলে নিজের ভাবনায় তা অবিশ্বাস্যকর। অনেক সময় সেগুলো আজীবনের জন্য অব্যক্তই থেকে যায় সময়াভাবে।

আজ এখানে কয়েকজন লেখকের লিখার কিয়দংশ উল্লেখ করছি। যা আমাকে অনেক কাঁদিয়েছে এবং নির্ঘুম রেখেছে। ছোট বোন আফরার লিখায় যখন পড়েছি তার জীবনে বাবার সোহাগ আদর বঞ্চিত বিভীষিকাময় শৈশব জীবন, মাহবুবা সুলতানা লায়লা আপুনির সন্তান হারানোর বেদনাময় কষ্ট, কাহাফ ভাইয়ার ব্যক্তি জীবনের অসহ্য দহনের চিত্র, ছোট ভাই গাজী সালাউদ্দিনের পারিবারিক কষ্টময় মর্মস্পর্শী অভিজ্ঞতা ও লোকমান ভাইয়ার মাতৃত্বহীন জীবনযাপন। যা ভীষণভাবে নাড়িয়ে দিয়েছে আমাকে, কষ্ট দিয়েছে অনেক ও দাগ কেটেছে মনে চিরস্থায়ীভাবে। শ্রেণী বিশেষে হৃদয়ের গভীরে পাথরে অঙ্কিত হয়ে আছে তাদের প্রতি আমার স্নেহাদর, শ্রদ্ধা, সন্মান আর দোয়া।

পরিশেষে ব্লগের সুপ্রিয় সকল লেখক/লেখিকা, পাঠক/ পাঠিকা, হারিয়ে যাওয়া প্রিয় ব্লগারবৃন্দ ও শ্রদ্ধেয় মডারেটরবৃন্দের প্রতি আমার আন্তরিক সালাম এবং আগাম মাহে রমযানের শুভেচ্ছা ও অভিনন্দন রইলো। আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, শান্তিতে থাকুন আর এই মাসে বেশী বেশী ইবাদত বন্দেগী করার সৌভাগ্য অর্জন করুন। কারণ আমরা জানিনা আগামী বছরের রমযান আমাদের ভাগ্যে আছে কিনা! এই পবিত্র মহান মাস আমাদের সকলের জন্য হয়ে উঠুক রহমতের, বরকতের এবং মাগফেরাতের এই প্রার্থনা। আমার জন্য আপনাদের সকলের কাছে দোয়ার আবেদন রইলো। প্রিয় ব্লগাঙ্গনের প্রিয়জনের প্রিয় অনুভূতি বহতা নদীর মত অবারিত থাকুক সকলের জন্য। আল্লাহ্‌ মহান।



বিষয়: বিবিধ

৩৪৭৪ বার পঠিত, ৬৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

322472
২৫ মে ২০১৫ রাত ০৮:২৭
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হে শ্রদ্ধেয়া, বহুদিন পর আপনার পোষ্ট। যাই পড়ে আসি।
২৫ মে ২০১৫ রাত ০৮:৪০
263602
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় আংকেলজ্বী। অনেকদিন পর আমার লিখায় আপনার প্রথম উপস্থিতি দেখে আমারও অনেক অনেক আনন্দ হচ্ছে। Good Luck Good Luck Good Luck Good Luck
322474
২৫ মে ২০১৫ রাত ০৮:৩৫
আফরা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপু ।

আপু কতদিন পর আপনার পোষ্ট পেলাম । আপু কেমন আছেন ?

মায়া মমতা জড়ানো লেখা ভাল হয়েছে অনেক ধন্যবাদ আপু ।
২৫ মে ২০১৫ রাত ০৮:৪৪
263603
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অনেক আদরের ছোট বোনটি আমার। জ্বী অনেক পর লিখা নিয়ে উপস্থিত হলাম তোমাদের মাঝে।
তোমাদের সকলের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ্‌। তুমি কেমন আছো?
তোমার সাথে সংশ্লিষ্ট অনুভূতির ব্যাপারে কিছুই বললে না যে?!
Good Luck Good Luck Love Struck Love Struck Good Luck Good Luck
322478
২৫ মে ২০১৫ রাত ০৮:৪৩
লজিকাল ভাইছা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপু । এই ছোট ছোট ভাইবোনদের ছেঁড়ে কোথায় চলে গিয়েছিলেন ??
আপু এইভাবে চলে যাবেন না ।
যে কয়েক জন ব্লগারের ভালবাসার টানে ফিরে আসি বারবার তাদের মধ্যে আপনি অন্যতম ।
২৫ মে ২০১৫ রাত ০৯:৪৭
263625
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Crying Crying Crying Crying
২৫ মে ২০১৫ রাত ১১:৫১
263640
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ছোট ভাই। আপনাদেরকে ছেড়ে কোথাও চলে যাইনি তো। কঠিন বাস্তবতা ব্লগে অনিয়মিত হতে বাধ্য করছে। আপনার মন্তব্য পড়ে ভীষণ ভালো লাগলো। সেইসাথে অনুরোধ থাকলো সম্ভব হলে ব্লগে নিয়মিত থাকবেন। এখানে অনেক ভালো মানসিকতার সৃজনশীল লেখক লেখিকা আছেন যাদের মূল্যবান লিখনী ও মায়াময় সান্নিধ্যে ভালই থাকবেন আশাকরি। যদিও আমাকে এখন থেকে কিছুটা অনিয়মিত থাকতেই হবে পূর্বনির্ধারিত কিছু কর্ম পরিকল্পনার কারণে।

আপনার স্বতঃস্ফূর্ত আন্তরিক উপস্থিতি ও সুন্দর অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর। আপনার জন্য আমার অনিঃশেষ দোয়া, শুভেচ্ছা ও শুভকামনা রইলো।
Good Luck Good Luck Good Luck
322481
২৫ মে ২০১৫ রাত ০৮:৪৬
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ....... খালাম্মুণির অনেক সুন্দর দোআ পেয়ে অন্যরকম খুশি লাগতেছ। আল্লাহ সুবহানাহু ওয়াতা’আলা যেন কবুল করেন। আমীন। Praying

আমি আজকে অনেক অনেক কাজ করেছি, তাই ভীষণ ভীষণ ক্লান্ত এখন। Sad Sad আমি গেলুম। Crying Crying
২৫ মে ২০১৫ রাত ০৮:৫৫
263610
আবু জান্নাত লিখেছেন : <:-P <:-P <:-P <:-P <:-P
২৫ মে ২০১৫ রাত ১১:৫৫
263641
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাই সান। শত ব্যস্ততার পাহাড় ডিঙিয়ে খালাম্নির লিখায় স্বতঃস্ফূর্ত আন্তরিক উপস্থিতি ও সুন্দর অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।

মঙ্গলময় তোমার দিলের খাছ নিয়্যত কবুল করুণ আমীন। তোমার জন্য আমার অনিঃশেষ দোয়া, শুভেচ্ছা ও শুভকামনা সবসময় থাকবে ইনশাল্লাহ।
২৭ মে ২০১৫ রাত ১২:২৫
263929
সন্ধাতারা লিখেছেন : P এর অর্থ কী আংকেল?
322482
২৫ মে ২০১৫ রাত ০৮:৫০
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৫ মে ২০১৫ রাত ০৮:৫৩
263607
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Crying Crying Crying Crying
২৫ মে ২০১৫ রাত ০৮:৫৫
263609
আবু জান্নাত লিখেছেন : হ্যারি মিয়া কান্নার কি আছে?:Thinking :Thinking :Thinking :Thinking
২৫ মে ২০১৫ রাত ০৯:০৩
263614
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : অনেক দিন পর গ্যাঞ্জাম খানের খামবিহিন খোলা চিঠি টা দেখে আবেগে কান্না করে ফেলছি। Crying Crying Crying Crying CryingSurprised
২৫ মে ২০১৫ রাত ০৯:০৬
263618
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আসলে ভয়ে কান্না করে দিছি! কারন চিঠির ভিতরে যত্তবড় বাঘ Surprised Surprised Crying Crying Crying Crying CryingSurprised
২৫ মে ২০১৫ রাত ১১:৫৮
263643
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া। আপনার মূল্যবান স্বতঃস্ফূর্ত আন্তরিক উপস্থিতি ও ভালোলাগা সুন্দর অনুভূতি রেখে যাওয়ার জন্য জাজাকাল্লাহু খাইর। আপনার জন্য আমার অনিঃশেষ দোয়া, শুভেচ্ছা ও শুভকামনা রইলো। Good Luck Good Luck Good Luck
২৭ মে ২০১৫ রাত ১২:৩০
263931
সন্ধাতারা লিখেছেন : বাঘের ভয়ে কান্না করে দিয়েছো দেখে কেবলি মনে হচ্ছে হায়! আমরা সবাই যদি পাপকে এভাবে ভয় করতে পারতাম! লাভ্লী সান হ্যারি।

322485
২৫ মে ২০১৫ রাত ০৮:৫৩
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শ্রদ্ধেয়াজ্বী, সত্যিই ব্লগ জগতে আপনিসহ কিছু ব্লগার থেকে অনেক কিছু শিখেছি। যেমন অন্যকে সম্মান করা (হোক সে বিরোধী মতের কেউ), তিক্ত মন্তব্য হাসি মুখে মেনে নেওয়া, ছোট বড় সবাইকে সালাম দেওয়া, স্বতস্পুর্ত মন্তব্য করা। তির্যক মন্তব্যে মিষ্টি মাখা প্রতিমন্তব্য করা ইত্যাদি ইত্যাদি।
মানুষ জন্ম থেকে মান সম্মান বা ঘৃণা নিয়ে আসে না, বরং মানুষের কর্মই তাকে এসব বিশেষণে বিশেষায়িত করে। আপনার আবেগ ও অনুভূতি মাখা পোষ্টটির জন্য জাযাকিল্লাহ খাইরান হে শ্রদ্ধেয়া।
২৫ মে ২০১৫ রাত ০৯:০৪
263616
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck
২৬ মে ২০১৫ রাত ১২:০৮
263645
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় আংকেল। সালাম দেয়ার বিষয়টি আমি শিখেছি আমার গর্ভধারিণী মায়ের কাছে। কাজের তাগিদে বাহির থেকে আমি যতবারই বাসায় প্রবেশ করি না কেন গৃহে প্রবেশের সাথে সাথেই আমার মা সালাম দিতেন। এভাবে একদিনে বহুবার সালাম আদান প্রদান হতো মায়ের সাথে। মাকে বেশীর ভাগ সময়ই আগে সালাম দেয়ার প্রতিযোগিতায় হেরে গিয়ে লজ্জিত হতাম আমি।

আর অন্যান্য গুণাবলীর অধিকাংশই আমিও শিখেছি এবং এখনো শিখছি ব্লগিং জগতে আপনাদের মত আলোকময় বাগানের মহতী মানুষগুলো কাছ থেকেই।

খালাম্নির লিখায় স্বতঃস্ফূর্ত আন্তরিক উপস্থিতি ও সুন্দর অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
২৭ মে ২০১৫ রাত ১২:৩২
263932
সন্ধাতারা লিখেছেন : আপনার নতুন ইমোটি অনেক সুন্দর আংকেল!
322498
২৫ মে ২০১৫ রাত ০৯:৩৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : প্রিয়জন প্রিয় কথা প্রিয় ব্লগ।
প্রিয়তে রাথলাম এই পোষ্ট।
২৫ মে ২০১৫ রাত ০৯:৪৫
263623
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Love Struck Love Struck Love Struck Love Struck
২৫ মে ২০১৫ রাত ০৯:৪৬
263624
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Love Struck Love Struck Love Struck Love Struck এই দিলাম Time Out Time Out Time Out Time Out Time Out প্রিয় ইমো
২৬ মে ২০১৫ রাত ১২:১১
263646
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শ্রদ্ধেয় সবুজ ভাইয়া। আপনার প্রিয় উপস্থিতি ও লিখাটি প্রিয়তে রাখার অনুভূতি ভীষণ ভালো লাগলো। আপনার স্বতঃস্ফূর্ত আন্তরিক উপস্থিতি ও সুন্দর অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর। Good Luck Good Luck Good Luck
322535
২৬ মে ২০১৫ রাত ১২:২৬
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আসসালামু আলাইকুম। আসলে আপি আমি নিজেই বেশ কিছুদিন যাবত হারিয়ে গেছি তাই তোমার নিখোঁজ সংবাদ পরে জানলাম। হুম! তোমরা যারা খুব মেধাবান ব্লগার তারা হারিয়ে গেলে তো চলবেনা। ব্লগারদের আরো বেশি অনুপ্রেরণা দাও, নতুনদের ভুল ধরিয়ে দাও তাদের শেখাও। আর অন্নেক অন্নেক ভালো ভালো ব্লগ পোস্ট উপহার দাও। আর তো মাথায় কিছু আসছেনা তাই আল্লাহ হাফেজ।
২৬ মে ২০১৫ রাত ১২:৪৩
263656
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ছোট আপ্পি। তোমার রেখে যাওয়া অনুভূতি পড়ে মনে হল সবকথা ও বিশেষণগুলো তোমার জন্যই প্রযোজ্য ও মানানসই। অনেকদিন পর লিখতে বসে তোমার কষ্টের কথাও ভীষণ মনে পড়ছিল, লিখতেও ইচ্ছে হচ্ছিল কিন্তু ভাবলাম তুমি যদি আবার কষ্ট পাও। অবশেষে চেপে গেলাম।
তোমার উপস্থিতি দেখে মনে হল আমার কল্পনাই তোমাকে এখানে টেনে এনেছে। তুমি সবসময়ই লিখবে এটাই ছোট বোনের কাছে আমার একমাত্র চাওয়া।
তোমার স্বতঃস্ফূর্ত আন্তরিক উপস্থিতি ও সুন্দর অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
২৬ মে ২০১৫ সকাল ০৯:৩১
263720
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আমাকে কেউ মনে রাখুক বা না রাখুক, আমি প্রিয় মানুষদের খবর সবসময় রাখি। নাহ! আমার জন্য এসব মানানসই না মোটেও। আমি তোমার মত তেমন পরিচিত মুখ না মোটেও, তেমন মেধাবান ও না। পুরাতন ১০-১২জন চেনে ঘুরেফীরে তারাই আমার লেখা পড়ে, কমেন্ট করে আর সেটাই আমার কাছে প্রাপ্তি। নরমালি নারী পরিচয়টা নারী ব্লগারদের এক্সট্রা একটা সুবিধা প্রদান করে। কারণ নারী পরিচয় দেখলেই পুরুষ ব্লগাররা হুমরি খেয়ে কমেন্ট করে, আর যদি সে নারী ব্লগার গুণী ব্লগার হয়, তবে তো তার ব্লগীয় শক্তিমত্তা আরো দ্বিগুণ। আমার দেখা গত ৪ বছরের ব্লগিং সময়ে তুমি আর সাদিয়া মুকিম আপু অসাধারণ মানের ব্লগার, যারা ব্লগারদের মাঝে অলোড়ন সৃষ্টি করতে পারে, পাঠকদের হৃদয়ে প্রবেশ করতে পারে এমন লেখনী সবার মাঝে পাওয়া যায়না। এজন্যই তোমার উদ্দেশ্যে এমনসব বিষেশন প্রয়োগ করেছি। আর তোমার লেখা পেলে মিস করা যায়?? Good Luck Good Luck
২৭ মে ২০১৫ রাত ১২:৪৮
263937
সন্ধাতারা লিখেছেন : ছোট আপুরে! একি কথা শোনালে আমায়!! আমি কিন্তু হৃদয় দিয়ে বলেছি তোমার মধ্যে মেধার খনি আছে যা বিকশিত হওয়া জরুরী। সাদা চোখে ভাইয়া অনেক ধীমান একজন ব্লগার। যিনি তোমাকে যথার্থই চিনতে পেরেছেন এবং সেভাবে মূল্যায়নও করেন মাশাআল্লাহ্‌।

আর হ্যাঁ সাদিয়া আপুনির সম্পর্কে খুব সুন্দর করে আমার মনের কথাটিই বলেছো তুমি। ছোট আপীটা অনেক অনেক গুণী, বুদ্ধিমতী আর দয়াশীলা। ওকে আমি ভীষণ ভালোবাসি। এরকম একজন মেধাবী দ্বীনি বোন পাওয়া আসলেই অনেক সৌভাগ্যের ব্যাপার। এরকম আরও অনেক ছোট বোন আছে যারা অসাধারণ, তুলনাহীনা। এদের একজন হলেন আমার অনেক আদরের বৃত্তাপু। তুমিও কিন্তু খুব অল্প সময়ে তোমার যোগ্যতা, দক্ষতা, মেধা ও গুণ দিয়ে আমার একেবারে হৃদয়ের গভীরে জায়গা করে নিয়েছো ছোট বোনটি আমার। তোমার সার্বিক কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধির জন্য সবসময় আমার দোয়া ও শুভ কামনা থাকবে ইনশাল্লাহ। বোনের জন্যও তুমি দোয়া করতে ভুলিও না যেন।
322540
২৬ মে ২০১৫ রাত ০১:৫২
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। লেখাটির প্রতিটি শব্দ পড়লাম!! সব প্রিয়দের পাশাপাশি আমাদের দুজনকে ভাইয়া/ভাবি সম্ভোধন করা হয়েছে......!

অযোগ্য মনে একটু শান্তির পরশ পেলাম হূদয়ের গহিনে আপনার ভালবাসাটুকু যত্নে রেখে দিলাম।

আর কিছুই দেবার নেই ফুলের শুভেচ্ছা ছাড়া.....

আপনার এই ফিরে আশা আনন্দ দিয়েছে আমাদেরকে। আপনার ফেরার এই মুহুর্ত স্বরনীয় হয়ে থাকবে। শুভ ব্লগিং.....!
২৭ মে ২০১৫ রাত ০১:১০
263943
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয়/ শ্রদ্ধেয়া ভাইয়া ও ভাবী আপনাদের স্বতঃস্ফূর্ত মূল্যবান উপস্থিতি ও প্রেরণাপূর্ণ সুন্দর অনুভূতি আমারও হৃদয় ছুঁয়ে গেল। এই ব্লগে কিন্তু আপনারা দু’জন একমাত্র জুটিবদ্ধ হয়ে লিখেন এবং আমাদের সকলের মধ্যে একজনই ভাবী। তাইতো আমাদের সবার কাছে আপনারা দুজন অন্নেক অনেক প্রিয়।
তবে খুবিই কষ্ট পেলাম অযোগ্য বলে নিজেদেরকে ধিক্কৃত করেছেন বলে!

ব্যস্ততা সত্ত্বেও প্রতিটি শব্দ মন দিয়া পড়েছেন নিজেদের আবেগঘন ভালোলাগা উপলব্ধি ব্যক্ত করেছেন এবং সেইসাথে ফুল দিয়ে অনুভূতি জানিয়েছেন যা সত্যিই অতুলনীয়। ভীষণ ভালো লাগলো আমারও। আপনাদের এই মায়াময় অনুভূতি আমিও আমার হৃদয়ে তুলে রাখলাম। অন্নেক সুন্দর একটি মন্তব্যের জন্য জাজাকাল্লাহু খাইর।
Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
১০
322544
২৬ মে ২০১৫ রাত ০২:১০
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ !

চমৎকার প্রিয় পোস্টটি মনের মাঝে আরো প্রিয় হয়ে রইলো আপুনি! আসলেই আপনি কিন্তু আমাদের ব্লগবাড়ির মধ্যমনি, ব্লগাকাশের উজ্জল নক্ষত্র! আল্লাহ আপনাকে সদা ভালো রাখুন, কল্যানের পথে রাখুন! এভাবেই ভাই বোনদের পরম মমতায় আগলে রেখে সন্ধা তারা হয়ে সকলের মনে ভালোবাসার আলো জ্বেলে দিন!

আপনার দোআয় আমাদের শরীক করতে ভুলবেন না জেনো আপু! আপনার আন্তরিক সফলতা কামনা করছি!

জাযাকিল্লাহু খাইর!
২৭ মে ২০১৫ রাত ০১:২৮
263945
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ছোট্ট আপ্পী। তোমার মন্তব্য সবসময়ই আমাকে আবেগাপ্লূত করে, অশ্রুসজল হয়ে উঠি আমি, আজকেরটিও তার ব্যতিক্রম নয়।

একজন মানুষ দিয়ে একটি বাড়ীর সৌন্দর্যবর্ধন হয় না ছোটআপী যেমনিভাবে উদ্ভাসিত হয়ে উঠে না ঊর্ধ্বাকাশের উজ্জলতা একটি তারার উপস্থিতিতে। তোমাদের মত গুণী, মেধাবী, মহতী ও দরদী মনের মানুষগুলো ব্লগে আছে বলেই এই অঙ্গনটি এতো মায়াময় এতো আপন!

তাইতো আমরা সকল ভাই বোন মিলে একে অপরকে দুঃখে সুখে পরম মমতায় আগলে রেখে আল্লাহ্‌র সন্তুষ্টির জন্য সকলের মনে ভালোবাসার দ্বীনি আলো জ্বেলে দিতে চাই! মহান রাব্বূল আলামীন আমাদের সকলকেই কবুল করুণ। আমীন।
Good Luck Good Luck Love Struck Love Struck Good Luck Good Luck
১১
322546
২৬ মে ২০১৫ রাত ০২:১৩
গাজী সালাউদ্দিন লিখেছেন : অনেক রাত, অনুভূতি জানিয়ে কমেন্ট করা সম্ভব নয়। প্রিয়তে রাখলাম। জীবনে প্রথমবারের মত নিজের জন্য পাত্রী দেখতে যাবো, কেমন সংকোচ অস্বস্তি লাগছে, দোয়া করবেন। আর্লি মেরেজ ক্যাম্পেনের প্রচার ও প্রসারে আমার এই ডিসিশন হেল্পফুল হবে আশা করি। দোয়ার জন্য বড় বোনের নিকট দরখাস্তু রইল।
২৭ মে ২০১৫ রাত ০১:৪৩
263954
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ছোট ভাই। অনেক দিন পর আমার বাড়ীতে আপনার সুখবরসহ উপস্থিতি ভীষণ ভালো লাগলো। মন্তব্যটি পড়ে কল্পনায় আমার ছোট ভাইয়ার এই বিশেষ মুহূর্তের অনুভূতি, আত্মিক ও পারিপার্শ্বিক অবস্থার ছবি আঁকলাম মনে মনে। দারুণ অনুভূতি নিঃসন্দেহে।

সংকোচ আর অস্বস্তি নিয়ে পরবর্তী সময়গুলো কেমন কাটলো এবং কী সিদ্ধান্ত হল তা আমাদের জানাতে ভুলবেন না যেন। আর্লি মেরেজ ক্যাম্পেনের প্রচার ও প্রসারে এই ডিসিশন হেল্পফুল হবে সেটা ঠিক আছে তবে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ তা হল দু’নো জিন্দেগীতে আমার ছোট ভাই ও হবু ভাবী অন্তর্যামীর শান্তি আর কল্যাণের ধারায় সিক্ত হয়ে সকল ভালো মন্দ, সুখ দুঃখসহ সব মুহূর্তকে জয় করবে এটাই কামনা ও প্রার্থনা।

Good Luck Good Luck Love Struck Love Struck Love Struck Good Luck Good Luck
২৭ মে ২০১৫ রাত ০১:৫১
263959
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : নিজের জন্য পাত্রী???????????
২৭ মে ২০১৫ রাত ০২:০৩
263964
সন্ধাতারা লিখেছেন : ভাইয়া/ ভাবী আপনারা জানেন না বুঝি?!!
১২
322550
২৬ মে ২০১৫ রাত ০২:২৬
আব্দুল গাফফার লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আপা। খুব ভালো লাগলো দেখে । অনেক করে শুভকামনা রইলো আপনার জন্য Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Praying Praying
২৭ মে ২০১৫ রাত ০১:৪৭
263958
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া। আপনার স্বতঃস্ফূর্ত মূল্যবান উপস্থিতি এবং প্রেরণাপূর্ণ সুন্দর অনুভূতি আমারও ভীষণ ভালো লাগলো।

আপনার জন্য আমার অনিঃশেষ দোয়া, শুভেচ্ছা ও শুভকামনা সবসময় থাকবে ইনশাল্লাহ।
১৩
322566
২৬ মে ২০১৫ সকাল ০৫:৩৯
কাহাফ লিখেছেন :
ব্লগ জগতে আসার পর থেকেই শ্রদ্ধেয়-প্রিয় কয়েক জনের স্নেহময় সান্নিধ্য-উৎসাহ ব্লগে থেকে কল্যাণকর বিষয়ে কিছু শিখতে অনুপ্রণিত করে সব সময়! তাদের অন্যতম শ্রদ্ধেয়া আপুজ্বী আপনি!
শুধুই মহান রবের জন্যে ভালবাসা-স্নেহের নির্মল উপমা আপনি!
আল্লাহর কাছে বিনীত দোয়া- তাঁর খাস রহমতের ছায়ায় আপনি সহ আমাদের সবাই কে আশ্রয় দান করুন!আমিন ছুম্মা আমিন!
আপনি ফিরে আসায় 'আলহামদুলিল্লাহ ওয়া শুকরান লাহু'
জাযাকুমুল্লাহু খারাল জাযা-ই ফিদ্ দুনিয়া ওয়াল আখিরাহ!!
২৭ মে ২০১৫ রাত ০১:৫৬
263960
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ছোট ভাই। ব্লগ জগতে আপনার মত একজন গুণী, মেধাবী এবং মহৎপ্রাণ মানুষের উপস্থিতি খুব বেশী অনুভব করি যখন আপনি অনুপস্থিত থাকেন। মনে হয় ব্লগ বাড়ী আলোহীন হয়ে পড়ে। আপনার রেখে যাওয়া মন্তব্যের গুণগত মান পরিমাপ করা আমার সাধ্যাতীত ভাইয়া। তাইতো শুধুই দোয়া করি মহান রবের দরবারে ছোট ভাইটির জন্য।

অন্নেক সুন্দর একটি মন্তব্যের জন্য জাজাকাল্লাহু খাইর।

১৪
322576
২৬ মে ২০১৫ সকাল ০৭:৩৭
ফাতিমা মারিয়াম লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ......আপা আপনি কোথায় ছিলেন? আমি আজ কয়দিন ধরে আপনাকে খুঁজে পাইনা!!!! Crying


চমৎকার লিখেছেন আপা। ধন্যবাদ Rose

২৭ মে ২০১৫ রাত ০১:৫৯
263961
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আন্তরিকভাবে দুঃখিত! ব্যস্ততার কারণে পরে কথা হবে ইনশাল্লাহ।
২৭ মে ২০১৫ দুপুর ০৩:৫০
264043
ফাতিমা মারিয়াম লিখেছেন : ওয়াআলাইকুম আসসালাম। ইনশাআল্লাহPraying
০৫ জুন ২০১৫ দুপুর ০৩:৪১
266777
সন্ধাতারা লিখেছেন : অন্নেক অন্নেক শুকরিয়া আপুমনি।
০৫ জুন ২০১৫ দুপুর ০৩:৫২
266780
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয়া আপুজ্বি। অনেক ব্যস্ততায় দিনযাপন করছি তাই...! আমিও আপনাদেরকে ভীষণ মিস করি আপুম্নি।

দীর্ঘদিন পর আপনার প্রেরণাপূর্ণ সুন্দর অনুভূতি আমারও ভীষণ ভালো লাগলো। আপনার স্বতঃস্ফূর্ত মূল্যবান উপস্থিতি, হৃদয়গ্রাহী অভিব্যক্তি রেখে যাওয়ার জন্য জাজাকাল্লাহূ খাইর।
ভালো থাকুন খুব ভালো। অনিঃশেষ দোয়া ও শুভ কামনা রইলো আপনার জন্য।
১৫
322660
২৬ মে ২০১৫ বিকাল ০৪:৪১
ইবনে আহমাদ লিখেছেন : এই অঙ্গন আমাদের সবার জন্য বিরাট নেয়ামত। আমি এভাবেই অনুভব করি। অনেক কিছু পেয়েছি। অনেক কিছু আমরা জানতে পেরেছি। নিজেদের পরকালীন জীবনের সম্পদ গড়ার জন্য এই অঙ্গনটা বড় জরুরী। অনেক অনেক মোবারকবাদ।
২৭ মে ২০১৫ রাত ০১:৫৯
263962
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আন্তরিকভাবে দুঃখিত! ব্যস্ততার কারণে পরে কথা হবে ইনশাল্লাহ।
০৫ জুন ২০১৫ দুপুর ০৩:৫৬
266782
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় বড় ভাইয়া। সঠিক কথা বলেছেন, এই অঙ্গন আমাদের সবার জন্য বিরাট নেয়ামত। আমিও আপনার মত এভাবেই অনুভব করি। অনেক কিছু আমি জানতে পেরেছি। নিজেদের পরকালীন জীবনের সম্পদ গড়ার জন্য এই অঙ্গনটা বড় জরুরী। সহমত। অনেক অনেক মোবারকবাদ আপনাকেও ভাইয়া। দেরী করে মন্তব্যে হাজিরা দেয়ার জন্য খুবিই দুঃখিত।

ভালো থাকুন খুব ভালো। অনিঃশেষ দোয়া ও শুভ কামনা রইলো আপনার জন্য। বোনের জন্যও দোয়ার আবেদন রইলো।
১৬
322747
২৬ মে ২০১৫ রাত ১১:০০
বৃত্তের বাইরে লিখেছেন : আসসালামু আলাইকুম আপু। ব্যস্ততার মাঝেও সবার কথা মনে করে পোস্ট দিয়েছেন অনি:শেষ শুকরিয়া জানবেন শ্রদ্ধেয়া আপু Love Struck আপনার অবস্থানে আপনি উজ্জ্বল নক্ষত্র, ব্লগের “শুকতারা” বলা যায়। মমতা ঘেরা আমাদের সবার এই বন্ধন চির অটুট থাকুক Praying চলার পথ আরো মসৃণ ও মঙ্গলময় হোক। আপনার সুস্থতা ও দির্ঘায়ু কামনা করে অনেক অনেক শুভকামনা রইলো Rose Praying Good Luck Love Struck
২৭ মে ২০১৫ রাত ০২:০০
263963
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্তরিকভাবে দুঃখিত! ব্যস্ততার কারণে পরে কথা হবে ইনশাল্লাহ।
০৫ জুন ২০১৫ বিকাল ০৪:০৭
266793
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রাণপ্রিয় আপুমণি। তোমার আবেগমথিত হৃদয়ের গভীর থেকে তুলে আনা মন্তব্য পড়লে আমি প্রায়ই অশ্রুসজল হয়ে উঠি। আজকেরটিও তার ব্যতিক্রম নয়।
আপুরে... তোমাদের মায়াজালের বন্ধন এতোটাই সুদৃঢ় আর মজবুত যে শত ব্যস্ততা ডিঙিয়েও তোমাদের সান্নিধ্য পেতে উতলা হয়ে উঠি। সুতীব্র এই পবিত্র কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণে তোমাদের দেয়া ভালোবাসার কাছে এই আমি সবসময়ই ঋণী।
তোমাদের জন্য আর কী বা করতে পারি বলো?!! শুধুমাত্র মঙ্গল কামনা করা ছাড়া। তাইতো তুমি আর তোমাদের জন্য আমার হৃদয় নিংড়ানো অনিঃশেষ দোয়া...।Good Luck Love Struck Love Struck Good Luck
ভালো থাকো খুব ভালো এই প্রত্যাশা।Good Luck Love Struck Good Luck
১৭
323010
২৮ মে ২০১৫ সকাল ০৯:১৬
ঝিঙেফুল লিখেছেন : ভালো লাগলো Rose ধন্যবাদ Happy
০৫ জুন ২০১৫ বিকাল ০৪:১১
266794
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘদিন পর আপনার স্বতঃস্ফূর্ত মূল্যবান উপস্থিতি হৃদয় ছুঁয়ে দিলো। সুন্দর অভিব্যক্তি রেখে যাওয়ার জন্য জাজাকাল্লাহূ খাইর। ভালো থাকুন খুব ভালো। অনিঃশেষ দোয়া ও শুভ কামনা রইলো আপনার জন্য।
১৮
323293
২৯ মে ২০১৫ সন্ধ্যা ০৭:০১
মোহাম্মদ লোকমান লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
শত ব্যস্ততার মধ্যেও প্রত্যেকের নাম ধরে ধরে এভাবে অনুভূতি প্রকাশ- সত্যিই অসাধারণ। আল্লাহ আপনার সময়ের বরকত দান করুন, সুস্থ রাখুন এবং রাখুন সরল সঠিক পথের উপর।
০৫ জুন ২০১৫ বিকাল ০৪:১৬
266796
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় বড় ভাইয়া। আপনার স্বতঃস্ফূর্ত মূল্যবান উপস্থিতি এবং অনেক মূল্যবান সুন্দর অভিব্যক্তি রেখে যাওয়ার জন্য জাজাকাল্লাহূ খাইর। আপনার হৃদয়স্পর্শী দোয়ায় আমীন। দেরী করে মন্তব্যে হাজিরা দেয়ার জন্য খুবিই দুঃখিত।

ভালো থাকুন খুব ভালো। অনিঃশেষ দোয়া ও শুভ কামনা রইলো আপনার জন্য। বোনের জন্যও দোয়ার আবেদন রইলো।
Good Luck Love Struck Good Luck
১৯
324089
০২ জুন ২০১৫ দুপুর ০১:১০
দ্য স্লেভ লিখেছেন : লেখাটা পড়ার সময় ভাবছিলাম আমার নামটাও কোনো একটা স্থানে আসবে,কিন্তু হায়, যাকে বোনের মর্যাদা দিলাম সে তো ভাইকে মনে রাখল না.....সমস্যা নাই। আপনার জন্যে দোয়া রইলো অন্তর থেকে। আল্লাহ আপনার কল্যান করুন সর্বদা্। আপনার দুনিয়া ও আখিরাত মহা সাফল্যে ভরে উঠুক।
০৫ জুন ২০১৫ বিকাল ০৪:২১
266797
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্নেহের ছোট ভাই। ব্লগ জগতে আপনার মত একজন গুণী, মেধাবী এবং মহৎপ্রাণ মানুষকে ভাই হিসাবে পেয়ে আমি সত্যিই ধন্য ও গর্বিত। আমার লিখায় আপনার নাম না থাকাতে আপনি কষ্ট পেয়েছেন জেনে আমিও অনেক ব্যথিত ও মর্মাহত হলাম। কারণ ঐ লিখাটিতে মূলত আমি তাদেরই নাম উল্লেখ করেছি যারা আমার অনুপস্থতিতে অনুভূতি প্রকাশ করে মন্তব্য রেখেছিলেন।

সেই উল্লেখিত লিখা দু’টিতে আপনার মন্তব্য না থাকায় নামটি অনুপস্থিত ছিল। আপনি সহ আমার অন্নেক অন্নেক প্রিয় ব্লগার আছেন যাদের নামও সেই তালিকায় ছিল না শুধুমাত্র ঐ একই কারণে। আপনাকে কষ্ট দেয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি আপনার কষ্টের অনুভূতি কিছুটা হলেও আঁচ করতে পারি। এজন্য যে আমার গত ষ্টিকি পোষ্টটিতে মন্তব্য কলামে ছোট ভাইটির জন্য একটু অনুভূতি রেখেছিলাম। কিন্তু আপনার অনুপস্থিতি সেদিন আমাকে কেন জানি বেদনাহত করেছিলো। Music Music

আপনার অধিকারসুলভ প্রেরণাপূর্ণ সুন্দর অনুভূতি ভীষণ ভালো লাগলো। আপনার স্বতঃস্ফূর্ত মূল্যবান উপস্থিতি, হৃদয়গ্রাহী দোয়া এবং যথাযথ অভিব্যক্তি রেখে যাওয়ার জন্য জাজাকাল্লাহূ খাইর। Rose Rose Thumbs Up Thumbs Up Rose Rose

ভালো থাকুন খুব ভালো। অনিঃশেষ দোয়া ও শুভ কামনা রইলো আপনার জন্য বড় বোনের পক্ষ থেকে।
Rose Rose Good Luck Good Luck Rose Rose
১০ জুন ২০১৫ রাত ১০:১৮
267110
দ্য স্লেভ লিখেছেন : আপনার শরীর স্বাস্থ্য কেমন ? দিনকাল কেমন চলছে ? নাকি দিনকালে সাথে চলে কুলিয়ে উঠতে পারছেন না !! Tongue Tongue
১৪ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:১৮
290231
সন্ধাতারা লিখেছেন : ভালো আছি আলহামদুলিল্লাহ্‌। ঠিক ধরেছেন ছোট ভাই।
২০
325572
১৩ জুন ২০১৫ বিকাল ০৪:০৫
আওণ রাহ'বার লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ খাম্মুনি কেমন আছেন আপনি?
সবাই ভালো আছেন তো?
এত সুন্দর লিখাতে আমাদের স্থান পাওয়া অনেক অনেক বড় অর্জন। জাজাকাল্লাহু খাইরান।
১৪ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:১৬
290229
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আওন্মনি। তাই বুঝি? মাই সান!
২১
364796
০৬ এপ্রিল ২০১৬ সকাল ১০:১২
নকীব কম্পিউটার লিখেছেন : ধন্যবাদ, ভাল লাগল। আশা করি নিয়মিত লিখবেন।
আমরাও নিয়মিত থাকার চেষ্ঠা করবো। ওমা তাওফিকী ইল্রা বিল্লাহ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File