Rose Rose কাঙ্ক্ষিত কুসুম পেলবী মনে Rose Rose

লিখেছেন লিখেছেন সন্ধাতারা ৩০ এপ্রিল, ২০১৫, ০৫:৫৫:১৩ বিকাল



Rose Rose চিরকাঙ্ক্ষিতভাবে সীমাহীন মমতায় আশ্রিত থেকেছে যে মানুষটির কাছে তাঁর জন্য স্বপ্নিল কুসুমমালিকা গেঁথে পরম ব্যাকুলতায় কুসুম পেলবী মনে পথপানে চেয়ে বসে আছে ফাতিমা। অনেক বছর পর তার জান্নাতি ভালোবাসার মানুষটিকে কুসুম কুসুম শ্রদ্ধা আর ভালোবাসায় ভরিয়ে দেবে বলে। যার রুহের সান্নিধ্যে থেকে তার আগমন এ ধরণীতে। যার শরীরের বিন্দু বিন্দু রক্ত শুষে নিয়ে সে তার নিজের শরীরে ভরেছে নয়টি মাস। যে নামে ও ডাকে অফুরাণ মধু বর্ষিত হয় “মা”। যে ফাতিমার উপস্থিতি ঘটেছিলো সেই কুসুমিত নহরে মায়ের জঠরে। যেখানে নিরাপদে থেকে পেট পুড়ে খেয়েছে সে। টেনে নিয়েছে উষ্ণতা, খাদ্য কণার রসবিন্দু ফোঁটা ফোঁটা রক্ত।

Rose Rose অন্ধকারপূর্ণ ভিন্ন এক জগতে মায়ের উদরে যেখানে ফাতিমা পেয়েছিলো এক আলোভরা স্বপ্নময় ভালোবাসার পৃথিবী। যে “মা” অনেক সাধনার পর পরম প্রাপ্তি হিসাবে বরণ করেছিলো ফাতিমাকে তার দেহে ধারণ করে। প্রতীক্ষা শেষে হাসিমুখে তাঁর গর্ভে সযত্নে ধারণ করে রেখেছিলেন অসীম প্রাপ্তির আনন্দে। পৃথিবীর বুকে এনে কোলে নেয়ার জন্য অকাতরে সব কষ্ট হাসিমুখে সয়েছেন তিনি। জননীর হৃৎপিণ্ডের শব্দ ধ্বনিতে মিশে ছিল ফাতিমার হৃৎপিণ্ডের শব্দ। মায়ের নাড়ীর স্পন্দনের আওয়াজে ফাতিমারও উপস্থিতি ছিল সেখানে যা তাকে গভীরভাবে ভাবায়। কী বিস্ময়কর সৃষ্টি মহান রবের!! একটি প্রাণে আরেকটি প্রাণের স্পন্দন। একটি মানুষের দেহে আরেকটি মানুষের অস্তিত্ব। ধীরে ধীরে সেখানেই বেড়ে উঠা। এরপর এভাবেই পরম প্রত্যাশিত মুহূর্তে একদিন অবর্ণনীয় ক্লেশ স্বীকার করে জগতের বুকে নিয়ে এসে যিনি ফাতিমাকে লালন পালন করেছেন পরম মমতায় তিনি তার “মা”।

Rose Rose এই “মা” যিনি ছোটবেলা থেকেই দ্বীনি শিক্ষার পাশাপাশি ফাতিমাকে শিখিয়েছেন কীভাবে শৈশব কৈশোরের কষ্ট, চাওয়া পাওয়ার দ্বন্দ, না পাওয়ার বেদনা ও কণ্টকময় জীবনের কঠিনত্বকে দু’পায়ে দুমড়িয়ে মুচড়িয়ে পেছনে মাড়িয়ে সামনের আলোকিত পথের সন্ধানে অবিরত ছুটে চলতে হয়। সেই শিক্ষণীয় প্রাপ্তি এবং অভিজ্ঞতা ছিল ঐন্দ্রজালিক। যা ফাতিমাকে যুগিয়েছে ঐশ্বরিক এক শক্তি। তাই তো দহন পথের তীব্রতায় ফাতিমা সর্বদাই খুঁজে পায় কুসুমের কোমলতা এবং প্রস্ফুটিত জীবনের এক অমূল্য সুবাসিত ঘ্রাণ।

Rose Rose ফাতিমার জীবনের ভাবনাগুলো তাকে তাড়িয়ে নিয়ে বেড়ায় এক প্রান্ত থেকে অপর প্রান্তে। নিজেকে নিজেই শতবার প্রশ্নবিদ্ধ করে সে। কেন সামান্য লোভে কর্তব্যভ্রষ্ট হয়ে মানুষের সরল পথ থেকে সর্বাধিক বিচ্যুতি ঘটে? মোনাফেকী করে! কেন তারা মানুষের মৌলিক অধিকার ছিনিয়ে নেয়? কথা দিয়ে কথা না রাখা, কপটতা করা, হিংসা বিদ্বেষে ডুবে থেকে এক শ্রেণীর মানুষ কেন সেগুলোকে বাহাদুরী মনে করে? অন্যায় পাপকাজে, সীমালঙ্ঘনে এবং অপরের অবৈধ সম্পদ ও মাল ভক্ষণে কেন মানুষ মুখিয়ে থাকে? অপরের জিনিসে কেন তাদের এতো আসক্তি? তারপর আবার নির্লজ্জভাবে দম্ভ করে কোন বিবেকে বা রুচিতে? এরা এতো নিকৃষ্ট হয় কেন?!

Rose Rose অথচ দয়াময় প্রভূ বলেছেন, তিনি বিশ্বাসীদের প্রতি কোমল এবং অবিশ্বাসীদের প্রতি কঠোর। যারা আল্লাহ্‌র পথে ভয় করবে এবং কোন নিন্দুকের নিন্দায় ভয় করবে না তাকে তিনি উত্তম পুরুস্কারে ভূষিত করবেন। বস্তুত আল্লাহ্‌ প্রাচুর্যময়, প্রজ্ঞাময়। আর তা হল আল্লাহ্‌র একান্ত অনুগ্রহ, তিনি যাকে ইচ্ছা তা দান করেন। কিন্তু এক শ্রেণীর মানুষ প্রবৃত্তির তাড়নায় পার্থিব ক্ষুদ্র স্বার্থে নগ্ন পক্ষপাতিত্ব, খোদায়ী বিধানকে অস্বীকার করে পথচ্যুত হয়ে মিথ্যা শ্রবণে, কথনে এবং আচরণে কতই না আগ্রহশীল! সত্যত্যাগী এই গোষ্ঠী কুম্ভীরাশ্রু দেখিয়ে, অসৎকর্মে প্রতিযোগিতা করে মানুষের শান্তি কেড়ে নিয়ে ভালো এবং সৎ মানুষগুলোর জীবনকে জাহান্নাম বানিয়ে দেয়!!

Rose Rose ফাতিমাকে এই জাহান্নামের অগ্নিকুণ্ড থেকে বাঁচিয়ে কুসুমিত ছোঁয়ায় যিনি তার জীবনকে করেছে ঐশ্বর্যমণ্ডিত, দিয়েছে বেঁচে থাকার আনন্দময় স্বপ্ন, শিক্ষা দিয়েছে সত্য জয়ের ওজস্বিনী অনিঃশেষ ভালোবাসার স্রোত তিনি তার গর্ভধারিণী “মা”। যে শিক্ষার ক্ষমতা, দূরদর্শিতা ও বিচক্ষণতা ফাতিমাকে অবারিত শক্তি যোগায়। তাইতো মানসিক হতাশাকে পরিহার করে ফাতিমা সমস্ত অনাকাঙ্ক্ষিত-অপ্রত্যাশিত, কুৎসিত-বীভৎস, অরুচিকর বিষয়, পরিবেশ এবং মানুষগুলিকে অপ্রতিরোধ্যভাবে মোকাবিলা করে জীবন সংগ্রামে জয়ী হয়। এভাবেই ফাতিমা কণ্টকময় জীবনের কঠিনত্বকে দু’পায়ে দুমড়িয়ে মুচড়িয়ে পেছনে মাড়িয়ে শিখেছে সামনে পথ চলার। যা দয়াময় প্রভূর অপরিসীম দান, দয়া, অনুগ্রহ আর করুণা। যা ফাতিমার জীবনে মঙ্গলাকাঙ্ক্ষী একজনের অনুপম দোয়ার বরকতেই সম্ভব হয়েছে মনে করে সে।

Rose Rose তিনি ফাতিমার কল্যাণময়ী জননী। তাইতো তার মায়ের হৃদয়ের ডাকে মুখরিত পাখীর গুঞ্জরণে, সাগরের অতলান্তে বয়ে চলা ঢেউয়ের কলতানের ন্যায় স্নেহসিন্ধু পানে ছুটে যেতে অধীর আগ্রহে প্রতিটি মুহূর্তের ক্ষণ গুনছে ফাতিমা। যে নিলয়ে রয়েছে কলহাস্যে ভরা আনন্দ কলতান, আছে রক্তের চির বন্ধনে বাঁধা আদরের ভাই বোন, বান্ধবী এবং আত্মীয় স্বজন। মিশে আছে সেথা ঘণ বরষায় ভরা দীঘি থেকে শাপলা তোলা, শালুক কুড়ানো, হাতিবান্ধা, গোল্লাছুট আর কানামাছিসহ বায়েস্কোপ দেখার কত শত মিষ্টি মধুর বাল্য স্মৃতি। যা অনুরণিত হতে থাকবে একে একে ফাতিমার মনে।

Rose Rose আরও সেখানে কল্যাণময়ী জননীর করুণাসাগরে কল্লোলিত হবে ভালবাসার কুসুমকলি, স্নেহের গাঙে ভাসবে কামিনী, কাজললতা সীমাহীন মুগ্ধতায় তাকিয়ে থাকবে মমতাময়ী মায়ের মায়াভরা আঁচলের দিকে পরম বিস্ময়ে! করুণাপূর্ণ জননীর শীতল স্পর্শে জনমদুঃখী কাঙ্গালিনী ফাতিমার অসহ্য কাঁটাময় দুর্বিষহ জীবন হয়ে উঠবে পুস্পে পুস্পে শোভিত কাঙ্ক্ষিত এক কুসুমিত পেলবে। যেথা মায়ের সুমধুর কণ্ঠের কোরআন তিলওয়াত ফাতিমার কলিজাকে ঠাণ্ডা করে দেয়, শান্তি বর্ষিত হয় আল্লাহ্‌র কুদরতি ও করুণার্দ্র ইশারায়, যা ফাতিমাকে নিয়ত ভাবায়, আনন্দে কাঁদায় আর ডুবিয়ে রাখে জ্ঞানো যমুনায়। সেথা রহমতের তাজাল্লি দিলকে করে তোলে সদা জ্যোতির্ময়।



বিষয়: বিবিধ

১৬৩৬ বার পঠিত, ৫১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

317641
৩০ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:০৫
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম আপুনি!

আপু কি অসাধারন মা - মেয়ে কাহন লিখলেন! প্রতিটি লাইন মমতায় জড়ানো, পড়তেই ইচ্ছে হয় শুধু! নরম কোমল পালকের মতোন সুকোমল মায়াময় লিখাটির জন্য আন্তরিক শুকরিয়া! Music

আপনার এবং আপনার মা উভয়ের জন্য আন্তরিক দোআ, শুভেচ্ছা ও নিরন্তর শুভকামনা রইলো! উনাকে আমার সলাম জানাবেন সম্ভব হলে!

চমৎকার লিখা, ছবি এবং শিরোনাম - আপুর তুলনা শুধু আপু! Day Dreaming

আপু টিপস দিন সুন্দর করে লিখার! লিখা শিখতে ইচ্ছে হয় আপনার কাছ থেকে Angel
৩০ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:০৭
258769
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপুরে!! তোমার মন্তব্য পড়লে কেন জানি আঁখি দুটি অশ্রুসিক্ত হয়ে উঠে। এমন মায়াবী কথায় কার না দিল গলে যায় তুমিই বলো?!!
মমতাময়ী একজন মাকে নিয়ে লিখাটি যদি তোমাকে কিঞ্চিৎ পরিমাণ স্পর্শ করে থাকে তবে তা মঙ্গলময়ের দান আপু। এই অধমের কোনই কৃতিত্ব নেই।
আমি তো বলি তোমার হাতে জাদু আছে যার স্পর্শে সবকিছুই আকর্ষণীয় ও মোহনীয় হয়ে উঠে। যা বার বার পড়তে ইচ্ছে করে।

চমৎকার আবেগমথিত মূল্যবান মন্তব্যটির জন্য জাজাকাল্লাহু খাইর।



প্রথম উপস্থিতির জন্য আপুম্নিকে
317644
৩০ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:৪১
মুক্তিযোদ্ধার ভাগনে লিখেছেন : মা-শা আল্লাহ!

খুউব সুন্দরভাবে মমতাময়ী মা'কে স্মরণীয় করে উপস্থাপন করেছেন।

জাঝাক আল্লাহ বি খাইর।
৩০ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:১৩
258771
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া। আপনার স্বতঃস্ফূর্ত মূল্যবান উপস্থিতি এবং Music Music Rose Rose Rose Rose Good Luck Good Luck Rose Rose Roseসুন্দর অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর। Rose আপনার প্রেরণাপূর্ণ মন্তব্য আমার লিখার জগতকে আলোকিত করবে ইনশআল্লাহ্‌।

আপনার জন্য অনিঃশেষ দোয়া , শুভেচ্ছা এবং শুভকামনা রইলো। বোনের জন্য দোয়া রাখবেন বেশী বেশী করে আবেদন রইলো।
Rose Rose Rose Good Luck Good Luck Rose Rose Rose
317651
৩০ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৪২
মোহাম্মদ লোকমান লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাকে নিয়ে চমৎকার শব্দের গাঁথুনি! সত্যিই আবেগাপ্লুত হলাম।
৩০ এপ্রিল ২০১৫ রাত ০৯:০৬
258781
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় বড় ভাইয়া। আপনার স্বতঃস্ফূর্ত মূল্যবান উপস্থিতি এবং উৎসাহব্যঞ্জক সুন্দর অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর। আপনার প্রেরণাপূর্ণ মন্তব্য আমার লিখার জগতকে আলোকিত করবে ইনশআল্লাহ্‌।

আপনার জন্য অনিঃশেষ দোয়া , শুভেচ্ছা এবং শুভকামনা রইলো। বোনের জন্য দোয়া রাখবেন বেশী বেশী করে আবেদন রইলো।
317656
৩০ এপ্রিল ২০১৫ রাত ০৮:২৬
আফরা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপু ।

আপু আপনি কি দেশে যাচ্ছেন ?মায়েরা এমনই হয় । আপু অনেক সুন্দর লিখেছেন !

জাজাকাল্লাহ খাইরান আপু ।
৩০ এপ্রিল ২০১৫ রাত ০৯:১০
258782
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আফ্রাম্নি। উৎসাহব্যঞ্জক সুন্দর অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর। সুন্দর বলেছো।

কেন তা মনে হোল বলো দেখি বুদ্ধিমতী ছোট্ট আপ্পি?
তোমার জন্য অনিঃশেষ দোয়া , শুভেচ্ছা এবং শুভকামনা রইলো। বোনের জন্য দোয়া রাখবে বেশী বেশী করে আবেদন রইলো।

Good Luck Good Luck Love Struck Love Struck Good Luck Good Luck
317661
৩০ এপ্রিল ২০১৫ রাত ০৮:৪১
নিমু মাহবুব লিখেছেন : লেখাটি ভালো লেগেছে। এই রকম আরো পাবো আশা রাখি। Good Luck Good Luck Good Luck Good Luck Rose Rose Rose Rose Good Luck Good Luck Good Luck Good Luck Rose Rose Rose Rose Good Luck Good Luck Good Luck Good Luck Rose Rose Rose Rose Good Luck Good Luck Good Luck Good Luck Rose Rose Rose Rose
৩০ এপ্রিল ২০১৫ রাত ০৯:১৪
258786
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার স্বতঃস্ফূর্ত মূল্যবান উপস্থিতি এবং উৎসাহব্যঞ্জক সুন্দর অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর। আপনার প্রেরণাপূর্ণ মন্তব্য আমার লিখার জগতকে আলোকিত করবে ইনশআল্লাহ্‌।

আপনার জন্য অনিঃশেষ দোয়া , শুভেচ্ছা এবং শুভকামনা রইলো। বোনের জন্য দোয়া রাখবেন যাতে আপনাদের মনের মত লিখা বেশী বেশী করে লিখতে পারি আবেদন রইলো।
Good Luck Good Luck Love Struck Love Struck Love Struck Good Luck Good Luck
317662
৩০ এপ্রিল ২০১৫ রাত ০৮:৪৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose
অসাধারন লিখাটির জন্য অনেক ধন্যবাদ।
৩০ এপ্রিল ২০১৫ রাত ০৯:১৫
258787
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সবুজ ভাইয়া।। আপনার স্বতঃস্ফূর্ত মূল্যবান উপস্থিতি এবং উৎসাহব্যঞ্জক সুন্দর অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর। আপনার প্রেরণাপূর্ণ মন্তব্য আমার লিখার জগতকে আলোকিত করবে ইনশআল্লাহ্‌।

আপনার জন্য অনিঃশেষ দোয়া , শুভেচ্ছা এবং শুভকামনা রইলো। বোনের জন্য দোয়া রাখবেন যাতে আপনাদের মনের মত লিখা বেশী বেশী করে লিখতে পারি আবেদন রইলো।
317685
০২ মে ২০১৫ রাত ০৪:৩৫
কাহাফ লিখেছেন :
কোন স্বার্থ চিন্তা না করেই নিজের সর্বস্ব বিলিয়ে দেয়ার সব চেয়ে আপন,প্রিয় জন হলেন এ ধরায় 'মা'! মায়ের তুলনা হয়না কিছুতেই!
সেই 'মা'কে নিয়ে চমৎকার অসাধারণ লেখনীর জন্যে জাযাকিল্লাহু খাইরান জানাচ্ছি হে শ্রদ্ধেয়া আপুজ্বী!!
০২ মে ২০১৫ দুপুর ০৩:৪৮
258863
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় কাহাফ ভাইয়া। আপনার উত্তম কথাগুলো চির শাশ্বত ও হৃদয়স্পর্শী ভীষন ভালো লাগলো।

আপনার স্বতঃস্ফূর্ত মূল্যবান উপস্থিতি এবং উৎসাহব্যঞ্জক সুন্দর অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।

আপনার জন্য অনিঃশেষ দোয়া , শুভেচ্ছা এবং শুভকামনা রইলো। বোনের জন্য দোয়া রাখবেন বেশী বেশী করে আবেদন রইলো।
Good Luck Good Luck Good Luck
317694
০২ মে ২০১৫ সকাল ১০:১২
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : আস্‌সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
কবি কাজী কাদের নেওয়াজের ভাষায়ঃ
"মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই,
ইহার চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই।"

আপনার "রত্নগর্ভা মা"কে নিয়ে কুসুমপেলবী মনের মাধুরী মিশিয়ে, ভালবাসাসিক্ত অনুভূতি, হৃদয় নিংড়ানো আবেগ, অনিঃশেষ শ্রদ্ধা-ভক্তিতে কুসুমিত লেখাটি পড়ে নস্টালজিক মনের আকাশে স্মৃতির পাতাগুলো এলোমেলো দুলছে। বলতে ইচ্ছে হচ্ছে-
"মা"! ভালবাসি তোমায় কত যে,
তুমি নিজেও তা জাননা যে।

আপনার মায়ের জন্য আমার সালাম, শুভকামনা, বিনম্রশ্রদ্ধা ও আন্তরিক দোয়া রইল। পৃথিবীর সকল মাকে আল্লাহ ভাল রাখুন, সুস্থ রাখুন, সুখে রাখুন।
০২ মে ২০১৫ দুপুর ০৩:৫৮
258864
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় আযহারী ভাইয়া। আপনার মন্তব্য সবসময়ই আমার জন্য একটি শিক্ষণীয় প্রাপ্তি যা ভীষণভাবে আলোড়িত করে চিন্তার জগতকে এককথায় অদ্বিতীয় তুলনাহীন।


আপনার "রত্নগর্ভা মা"কে নিয়ে কুসুমপেলবী মনের মাধুরী মিশিয়ে, ভালবাসাসিক্ত অনুভূতি, হৃদয় নিংড়ানো আবেগ, অনিঃশেষ শ্রদ্ধা-ভক্তিতে কুসুমিত লেখাটি পড়ে নস্টালজিক মনের আকাশে স্মৃতির পাতাগুলো এলোমেলো দুলছে। বলতে ইচ্ছে হচ্ছে-
"মা"! ভালবাসি তোমায় কত যে,
তুমি নিজেও তা জাননা যে।
আপনার মায়ের জন্য আমার সালাম, শুভকামনা, বিনম্রশ্রদ্ধা ও আন্তরিক দোয়া রইল। পৃথিবীর সকল মাকে আল্লাহ ভাল রাখুন, সুস্থ রাখুন, সুখে রাখুন।


মূল্যবান সুন্দর অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।

আপনার জন্য অনিঃশেষ দোয়া , শুভেচ্ছা এবং শুভকামনা রইলো। বোনের জন্য দোয়া রাখবেন বেশী বেশী করে আবেদন রইলো। Good Luck Good Luck Good Luck Love Struck Love Struck Love Struck Good Luck Good Luck Good Luck Good Luck

317707
০২ মে ২০১৫ দুপুর ১২:৩৬
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ খালাম্মুনি, ৩০ তারিখেই আগেই লিখাটি পড়েছি, কিন্তু ব্যস্ততার কারণে একই সময় মন্তব্য করতে পারি নাই। এরপর থেকে তো লোড়শেডিং চলছেই।
মায়ের স্মৃতিমাখা ফাতিমাদের জীবন কথা সত্যিই হৃদয় নেড়ে দিল। আপনার দীর্ঘ হায়াতের প্রত্যাশী যেন খালাম্মুনি থেকে এমন চমৎকারপূর্ণ লিখা বার বার পেতে পারি। জাযাকিল্লাহ খাইর।
০২ মে ২০১৫ বিকাল ০৪:০৫
258866
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় আংকেলজ্বি। শত ব্যস্ততা সত্ত্বেও আমার লিখাটি পড়ে প্রেরণাপূর্ণ মমূল্যবান মন্তব্যটির জন্য জাজাকাল্লাহু খাইর।
যা আমার লিখার জগতকে আলোকিত করবে ইনশআল্লাহ্‌।
আপনার জন্য অনিঃশেষ দোয়া , শুভেচ্ছা এবং শুভকামনা রইলো। ভালো থাকুন খুব ভালো সবসময়।
Good Luck Good Luck Love Struck Love Struck Good Luck Good Luck
১০
317713
০২ মে ২০১৫ দুপুর ১২:৫০
আওণ রাহ'বার লিখেছেন : আসসালামুআলাইকুম খাম্মুনি।
ব্লগ এর প্রবলেম সলভ হয়ে গেছে জাজাকাল্লাহ খুব ভালো লাগছে।
Eat Eat Eat Eat
০২ মে ২০১৫ বিকাল ০৪:১১
258867
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আওন্মনি। মনে হচ্ছে বুকের ভিতর থেকে একটি ভারী পাথর সরে গেল। আমারও ভীষণ আনন্দ হচ্ছে।[i]

তোমার স্বতঃস্ফূর্ত মূল্যবান উপস্থিতি এবং উৎসাহব্যঞ্জক সুন্দর অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
[/i]র জন্য জাজাকাল্লাহু খাইর।
Good Luck Good Luck Love Struck Love Struck Love Struck Good Luck Good Luck Good Luck
০২ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৪৫
258922
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Crying Crying Crying Crying Crying Crying
০২ মে ২০১৫ রাত ০৯:৩৬
258942
সন্ধাতারা লিখেছেন : হ্যারিম্নি কে Good Luck Good Luck Good Luck Good Luck Love Struck Love Struck Love Struck Love Struck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
১১
317714
০২ মে ২০১৫ দুপুর ১২:৫২
আওণ রাহ'বার লিখেছেন : আমার মা আমার সম্পূর্ণ দুনিয়া আমার আখিরাত আমার সব আমার অনন্ত আমার ভালোবাসা আমার সব কিছুই আমার মা Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up Rose Rose Rose Cheer Cheer Cheer Cook Cook Cook Cook Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck
অনেক ধন্যবাদ খাম্মুনি এত সুন্দর পোষ্ট এর জন্য ।
জাজাকাল্লাহ।
০২ মে ২০১৫ বিকাল ০৪:২৫
258870
সন্ধাতারা লিখেছেন : আওন্মনি তোমার আবেগমথিত হৃদয়স্পর্শী মন্তব্যটি আমাকে ভীষণভাবে আনন্দিত করলো, উদ্দীপ্ত ও উদ্বেলিত করলো। Bee Bee Bee Bee

Thumbs Up Thumbs Up Rose Rose Cheer Cheer
“আমার মা আমার সম্পূর্ণ দুনিয়া, আমার আখিরাত আমার সব। আমার অনন্ত ভালোবাসা, আমার
সবকিছুই আমার মা”। অসাধারণ ও অতুলনীয় অনুভূতি। Thumbs Up Thumbs Up Rose Rose


মহান দয়াময় তাইতো আমাদের জন্য জান্নাতের পথ অবারিত রেখেছেন, সহজ করে দিয়েছেন, জননীর পদতলে জান্নাত রেখে। তাই আমরা সকলেই যেন এই উত্তম সহজ পথে জান্নাত লাভের সৌভাগ্য থেকে কেহই মাহরূম না হই। আমীন।
Rose Rose Good Luck Good Luck Rose Rose Rose
০২ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৪৫
258920
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : m/ Thumbs Up Thumbs Up Bee Cheer Cook Give Up Hot Hot Catch Down on Luck Drooling Yahoo! Fighter Yahoo! Fighter Big Hug Big Hug Shame On You Shame On You Punch Hypnotised Hypnotised <)Happy Skull Skull Rose Rose Pig Pig D'oh D'oh D'oh Whew! Hurry Up Hurry Up Thumbs Down Thumbs Down Loser Loser Nail Biting It Wasn't Me! It Wasn't Me! Eat Eat Chatterbox Oh go On Music Call Me Unlucky Wave Day Dreaming Not Listening Not Listening Yahoo! Fighter Yahoo! Fighter Yahoo! Fighter Yahoo! Fighter Yahoo! Fighter Yahoo! Fighter Yahoo! Fighter Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Crying Crying Crying Crying Crying Crying Crying Crying
০২ মে ২০১৫ রাত ০৯:৩৫
258941
সন্ধাতারা লিখেছেন : হ্যারিম্নি কে Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
১২
317792
০২ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৪৫
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ওয়া-আলাইকুমাস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..
০২ মে ২০১৫ রাত ০৯:১৯
258940
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হ্যারিম্নি। মন্তব্যের খোঁজে......

তোমার স্বতঃস্ফূর্ত মূল্যবান উপস্থিতি আপনার স্বতঃস্ফূর্ত মূল্যবান উপস্থিতি ও অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
১৩
317793
০২ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৪৫
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..
০২ মে ২০১৫ রাত ০৯:৪৫
258944
আওণ রাহ'বার লিখেছেন : সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হ্যারিম্নি। মন্তব্যের খোঁজে......
Give Up Give Up Give Up Give Up Give Up
তোমার স্বতঃস্ফূর্ত মূল্যবান উপস্থিতি আপনার স্বতঃস্ফূর্ত মূল্যবান উপস্থিতি ও অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর। Rose Rose Rose
১৪
317805
০২ মে ২০১৫ রাত ০৯:২১
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হ্যারিম্নি। মন্তব্যের খোঁজে......
Give Up Give Up Give Up Give Up Give Up
তোমার স্বতঃস্ফূর্ত মূল্যবান উপস্থিতি আপনার স্বতঃস্ফূর্ত মূল্যবান উপস্থিতি ও অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর। Rose Rose Rose
০২ মে ২০১৫ রাত ০৯:৫১
258945
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Tongue Tongue Tongue Crying Crying Crying Love Struck Love Struck Love Struck Love Struck Angel Angel Angel Angel :Thinking :Thinking :Thinking :Thinking Broken Heart Broken Heart Broken Heart Broken Heart phbbbbt phbbbbt phbbbbt phbbbbt Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
১৫
317822
০২ মে ২০১৫ রাত ১০:৫৫
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আসসালামু আলাইকুম। অবশেষে বেশ কিছুদিন পর কিছু সময়ের জন্য কম্পিউটারটা হাতে পেলাম আর ব্লগেও ঢুকতে পারলাম। তোমার অনুভূতিগুলো এত সুন্দর হয় যে মন ছুয়ে যায়। আপু তোমার নাম ফাতিমা রাইট? হুম! মায়ের তুলনা জাস্ট মা-ই হয়। নানান কারণে আমি ফ্যামিলির লোকজনের কাছ থেকে অনেক বেশি অবহেলা পেয়েছি, কটুকথা শুনেছি কিন্তু আম্মু সবসময় আমাকে আড়াল করার চেষ্টা করেছেন। সবার কাছ থেকে অভিযোগ শুনে বাবাও অনেকবার আমাকে বকাঝকা করেছেন কিন্তু আম্মু তাও বাবাকে মানা করেছে। আমার মেডিকেল সার্জারির সময় আম্মুকে কাঁদতে দেখেছি, আমি জানতাম আম্মু ঘুমাবেনা তাই সার্জারী পরবর্তী পেইনের সময় খুব শান্ত থাকার চেষ্টা করেছি যেন আম্মু বুঝতে না পারে। কিন্তু তবুও আম্মু ঘুমায়নি। আমার সার্জারীর দুএকদিন পরেই আমার শ্রদ্ধেয়া নানীজান মারা গেলেন আম্মু তখন দোটানায় পরলেন কারণ তখনো আমি উঠে বসতে পারিনা, নানীকে শেষ দেখা দেখার জন্য রওনা দিতে হবে অনেক দূরে কিন্তু আমাকে কে দেখবে? ভরসা পাচ্ছিলেন না। তবে আমি জোড় করে পাঠিয়ে দিলাম। তাই মা কি জিনিস আমি জানি। এসব ব্যাপার অন্য কাউকে স্পর্শ না করলেও আমাকে করে চরমভাবেই।
০৪ মে ২০১৫ রাত ১২:৩৫
259214
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবকিছু পড়ে চোখে পানি এসে গেলো। যদি সম্ভব হয় কী অপারেশন হয়েছিলো তোমার? এতো কষ্ট করে মন্তব্য করেছো সেজন্য অন্নেক অন্নেক আন্তরিক কৃতজ্ঞতা।

তোমার শাণিত কলম জীবন্ত থাকুক এই প্রত্যাশা। জাজাকাল্লাহু খাইর।
০৪ মে ২০১৫ বিকাল ০৪:১২
259332
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আমার জন্য কাঁদার লোক আছে!! শুনে খুব অবাক লাগল। Happy আমি তো জানতাম আমার মা-বাবা ছাড়া কাঁদার জন্য কেউ নেই। আপি অপারেশন হয়েছিল বাম পাশের পেটে টিউমার অপারেশন খুব বেশি জটিল কিছু ছিলনা কিন্তু ডাক্তার অপারেশনটা প্রোপারলি করতে পারেনি, বরং আরো কিছু ঝামেলা পাকিয়ে ফেলেছিল তাই অপারেশনের পরেও আবার অসুস্হ হয়ে পরেছিলাম।এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু হাসালে আরে মন্তব্য করতে কষ্ট হবে কেন? Good Luck Good Luck
২১ মে ২০১৫ রাত ০১:৪৫
262523
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ছোট আপী। তোমার কথায় একটু অবাক হলাম। শুধু বাবা মা ছাড়াও অনেকেই অনেকের জন্য কাঁদে আপু। আমি তো কোন অপরিচিত মানুষের কাণ্ণা দেখলেও বা কষ্টের কথা শুনলেও কাঁদতে থাকি লুকিয়ে লুকিয়ে।
সুস্থ আছে জেনে ভালো লাগলো আলহামদুলিল্লাহ্‌। তোমার জন্য আমার অনিঃশেষ দোয়া, শুভেচ্ছা ও শুভকামনা রইলো। উপস্থিতির জন্য অনেক অনেক শুকরিয়া
১৬
317855
০৩ মে ২০১৫ সকাল ০৭:৪১
বৃত্তের বাইরে লিখেছেন : আসসালামু আলাইকুম আপু। সব কিছু মিলিয়ে সময় করে উঠতে পারছিলাম তাই আপনার মন্তব্যের উত্তরগুলো ঠিক মত দেয়া হয়নি.
আপু আপনার ভাষা এত সমৃদ্ধ যে কোরআন এর তাফসীর সুন্দর ভাবে করতে পারবেন। পোষ্ট এর জন্য জাজাকাল্লাহ। Rose Good Luck Star
০৩ মে ২০১৫ সকাল ১০:৩২
259032
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : সময় করে উঠতে পারছিলাম না
০৪ মে ২০১৫ রাত ১২:৪৬
259221
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয়া আপুমণি। আপনার মন্তব্য পড়ে ভীত সন্ত্রস্থ হয়ে চমকে উঠলাম। সেইসাথে হয়ে গেলাম আবেগপ্রবণ, অশ্রুসজল। একি পরামর্শ দিলেন এই অযোগ্য, অপদার্থ এক অধমাকে আপু।

দিল ভরে প্রার্থনা জানাই সেই ক্ষমতাবান, দয়াবান রাহমানুর রাহীমকে তিনি যেন আপনার এই কথাকে কবুল করে ইচ্ছার পথকে কণ্টকমুক্ত করেন। আমার জন্য বেশী বেশী করেন দোয়া করেন আপু। প্রেরণাপূর্ণ মূল্যবান মন্তব্যটির জন্য জাজাকাল্লাহু খাইর।
আপনার জন্য অনিঃশেষ দোয়া , শুভেচ্ছা এবং শুভকামনা রইলো। ভালো থাকুন খুব ভালো সবসময়।
Good Luck Good Luck Good Luck
০৪ মে ২০১৫ রাত ১২:৪৭
259224
সন্ধাতারা লিখেছেন : হ্যারিম্নি কে Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Good Luck Good Luck Good Luck Love Struck Love Struck Love Struck
০৪ মে ২০১৫ সকাল ১০:৩০
259281
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck
০৯ মে ২০১৫ সকাল ১০:৩৪
260152
বৃত্তের বাইরে লিখেছেন : শ্রদ্ধেয়শেখেরপোলাভাইয়েরমহতীউদ্যোগদেখেকরেসাহসকরেবলেফেললাম। আমাকেতুমিকরেবলতেপারেনLove Struck Good Luck
২১ মে ২০১৫ রাত ০১:৫১
262526
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রাণপ্রিয় ছোট আপী। তোমাকে কাগজ কলমে আপনি বললেও অন্তরে কিন্তু ঠিক তুমিই বলতাম ছোটআপু। আজকে কিন্তু একেবারে প্রাণের সেই লুকানো সত্যিই কথাটি বলে ফেললাম। তোমার সাহসী উচ্চাকাঙ্ক্ষাকে পরোয়ারদীগার কবুল করুণ আমীন।
২১ মে ২০১৫ রাত ০১:৫৭
262528
বৃত্তের বাইরে লিখেছেন : Love Struck Love Struck Love Struck Praying ভালো লাগলো আাপু আপনাকে দেখে
১৭
317905
০৩ মে ২০১৫ বিকাল ০৪:৫৭
আব্দুল গাফফার লিখেছেন : মায়ের কথা শুনলেই মন খুবি খারাপ হয়ে যায় Sad মাকে খুব মিস করি মাকে খুব ভালবাসি।বৃদ্ধ বাবা-মার জন্য দোয়া চাই ।

আমি টাকা চায় না
আমি পয়সা চায় না
চাই যে তোরে মা !
তোর মত আপন কেউ হবেনা
এই দুনিয়ায়!!
আপনাকে অনেক করে ধন্যবাদ আপি Good Luck Good Luck Good Luck Good Luck
০৪ মে ২০১৫ রাত ১২:৫৪
259226
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া। আপনার মন্তব্যটি পড়ে ভীষণ ভালো লাগলো যে আপনি মা বাবাকে অনেক মহব্বত করেন। আপনার শ্রদ্ধেয়/ শ্রদ্ধেয়া বৃদ্ধ বাবা-মার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া রইলো ভাইয়া। আল্লাহ্‌ সুবহানুতা’য়ালা ওনাদের জীবনকে সহজ, সুন্দর এবং শান্তিময় করুণ এবং দুনো জগতের কামিয়াবি হাসিলের তৌফিক দিন। আমীন। Good Luck Good Luck Good Luck Good Luck
১৮
318008
০৪ মে ২০১৫ সকাল ০৮:৩৩
দ্য স্লেভ লিখেছেন : অনেকদিন অনেকের লেখা পড়া হয়না। না, আমি ব্যস্ত না, আমি অলস...খাদক Happy আমার একলা সংসারে আমি আর আমার খাবার,দুে মিলে বিজি ছিলাম।...আপনার লেখা অতি সুন্দর। ঝকঝকে তখতকে....ভেতরে মাল আছে।
০৪ মে ২০১৫ সকাল ১০:৩১
259282
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : পুটির মা কেমন আছে?Tongue Tongue Tongue Tongue Tongue Tongue Tongue Tongue Love Struck Love Struck Love Struck Love Struck
০৪ মে ২০১৫ দুপুর ১২:০৫
259298
দ্য স্লেভ লিখেছেন : পুটির মা ভাল আছে। আমার জন্যে অপেক্ষা করছে। সে লোক ভালো...Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১৯
318079
০৪ মে ২০১৫ দুপুর ০৩:৫১
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয়া আপুনি! আপনার এই লেখা পড়ে প্রত্যেক পাঠকের মনে বরকত হয়ে ঝরুক! আমিন!
২০
318125
০৪ মে ২০১৫ সন্ধ্যা ০৭:০৯
ইবনে আহমাদ লিখেছেন : যে শব্দের গাথুনী দিয়ে লিখেছেন। লেখা লেখিতে অনেক কিছু শিখার আছে। অনেক অনেক ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File