মোহময় মেঘ
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ২৪ মার্চ, ২০১৫, ০১:০০:০৩ রাত
মুলতানের একটি বাগানে অধীর আগ্রহে অপেক্ষা করছিলো অগণিত মানুষ। সে রাতে সেখানে হযরত মাওলানা সাইয়েদ আতাউল্লাহ শাহ বুখারী (রহঃ) এর বয়ান করার আয়োজন চলছিল। এশার নামাযের পর যথারীতি তিনি বয়ান শুরু করেন যা ফজরের আযান পর্যন্ত অব্যাহত থাকে।
বয়ানের এক পর্যায়ে আনুমানিক রাত একটার দিকে হযরত মাওলানা সাইয়েদ আতাউল্লাহ শাহ বুখারী (রহঃ) লক্ষ্য করলেন শ্রোতাদের বড় একটি অংশ তন্দ্রাচ্ছন্ন। এমন সময় তিনি সূরা ইয়াসীনের তেলাওয়াত আরম্ভ করলেন। আল্লাহ্ পাক তখন তাঁর কণ্ঠস্বরে এতই প্রবল প্রভাব মিশিয়ে দিলেন যে, গোটা জমায়েতের মধ্যে নতুন স্পন্দনের সৃষ্টি হল এবং সেই আলোড়নে সবাই তখন জেগে উঠল।
উপরন্ত পাক কালামের অমিয় বাণীর বরকতে হযরত মাওলানা সাইয়েদ আতাউল্লাহ শাহ বুখারী (রহঃ) কণ্ঠস্বরে মহিমাময় প্রভূ এতটাই মাধুর্য, গাম্ভীর্য ও বিগলন ঢেলে দিয়েছিলেন যে, উপস্থিত সব শ্রোতাই মন্ত্রমুগ্ধের মতো তার তেলাওয়াত শুনে অঝোরে কাঁদতে লাগলেন।
এরূপ হৃদয়স্পর্শী মুহূর্তে তখন জমায়েতের উপর বৃক্ষমাথা সম উচ্চতায় একটি শ্বেত শুভ্র বর্ণের মোহময় মেঘখণ্ড এসে উপস্থিত হলো। এ যেন মেঘখণ্ড নয় মনে হচ্ছিল সাদা সাদা অমূল্য সৌন্দর্যময় আলোক দ্যুতি।
আসরে অবস্থানকারী প্রায় সব মানুষই এই অভিভূত করা দৃশ্যটি অবলোকন করলেন। আশ্চর্যের বিষয় হল, হযরত আতাউল্লাহ শাহ বুখারী সূরায়ে ইয়াসীনের তেলাওয়াত সমাপ্ত হওয়ার সাথে সাথেই মেঘখণ্ডটি মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল। আত্মিক অগ্রগতি ও পরিশুদ্ধির তাড়নার মাঝে আশা জাগানিয়া এই আলামত উপস্থিত অনেকের হৃদয়কে মুগ্ধতায় আলোড়িত করে তুললো। পাশাপাশি আল্লাহ জাল্লা শানহুর অসীম কুদরতের কারিশমা ও নিদর্শন উপস্থিত সকলকে হতবাক করে দিলো এবং সেইসাথে চিন্তা ও বোধের জগতে রেখে দিয়ে গেলো এক ঝলক আলোর ইশারা।
কৌতূহল নিবারণের জন্য উৎসুক উপস্থিত জনতার একজন এর কারণ হযরত মাওলানা আতাউল্লাহ শাহ বুখারীকে জিজ্ঞাসা করলেন। উত্তরে হযরত তিনি জানালেন, আল্লাহর পবিত্র কালাম শোনার জন্য আসমান থেকে আল্লাহ তা’য়ালার অপর মাখলুক এসে জমায়েত হয়েছিলো সেখানে। অতএব যারা সেই মজলিসে হাজির ছিলেন সবাই হল ফেরেশতাকূল। পরম করুণাময় রাহমানুর রাহীম আমাদের সকলকেই পাক কালামের মহিমাময় মর্যাদা ও বিস্ময়কর মর্মার্থ অনুধাবনে আন্তরিকভাবে সচেষ্ট হওয়ার এবং সেই অনুযায়ী আমল করে দুনিয়া ও আখিরাতে কামিয়াবি অর্জনের তৌফিক দান করুণ। আমীন।
বিষয়: বিবিধ
১৩৩৪ বার পঠিত, ৪২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পুরা মন্তব্য না করেই ফার্স্ট হতে চাইলে পুরুষ্কারটাও যে অর্ধ্বেক নিতে হবে!
আপনার প্রথম উপস্থিতি অনেক আনন্দিত করলো।
অপেক্ষায় থাকলাম আপনার মন্তব্যের জন্য...
আপনাদের দু’জনের জন্য ব্লগটা আবার প্রাণবন্ত হয়ে উঠছে!! অনেক অনেক দোয়া ও ফূলেল শুভেচ্ছা দুজনের জন্য।
সত্যি মুগ্ধ হওয়ার মত বিষয়ই।
ওই মজলিশে যদি আমিও বসতে পারতাম, নিজেকে কতইনা ধন্য মনে হতো!
আপনার সুন্দর উপস্থাপনা ঘটনা মানুষের মনে দারুণভাবে প্রভাব ফেলবে, কোরআন অধ্যয়নে উদাসীন আরো বেশি সচেতন করে তুলবে।
অপেক্ষা করেছি নদীর মোহনায়
অপেক্ষা করেছি রাত জাগা জোছনায়
গ্রীষ্মের প্রখরে বর্ষার অঝোরে
বসন্তের রঙ্গিন ছোঁয়ায়----
আপনার বিলম্ব দেখে আমার মুখ থেকে গুন গুন বাহির হল গানের এই ক'তা লাইন।
কেমন আছেন? কেমন ছিলেন?
আমার ছোট ভাই দেখি অনেক প্রতিভার অধিকারী। এখন দেখি গান রচনা করছেন এবং নিজেই সুরারোপ করছেন!!
ভালো ছিলাম এবং ভালো আছি আলহামদুলিল্লাহ্।
আপনি কেমন আছেন? পড়ালেখা কেমন চলছে?
না না না, এতো প্রতিভা আমার নেই। আমি গাইতে পারি, সুর করতে পারলেও খুব সামান্য। অন্যের গান গাই।
আপনার ভালোলাগা অনুভূতির জন্য আন্তরিক ধন্যবাদ।
আপনার বিশ্বাস আর অবিশ্বাসের বিষয়টি বিবেচনায় থাকলো।
জাজাকাল্লাহু খাইর।
হৃদয়স্পর্শ করা গঠনা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু ।
ইদানীং এতো বানান ভুল কারণ কী আফ্রাম্নি। তোমার তো সাধারণত এরূপ হয়না! খুব ব্যস্ত বুঝি!!
অনেক অনেক দোয়া ও শুভেচ্ছা রইলো।
কথা কোথায় থেকে কোথায় চলে গেল।
সুন্দর কলামটির জন্য জাযাকিল্লাহ খাইর।
আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অসাধারণ লাগলো।
হাদীসে পড়েছি আগে। আবারো পড়ার সুযোগ হল আলহামদুলিল্লাহ্। বইটির নাম স্মরণে এলে আপনাকে জানাবো ইনশাআল্লাহ। লিখার ক্ষেত্রে আপনার আন্তরিক অনুপ্রেরণার জন্য কৃতজ্ঞতা। আপনি ভালো আছেন তো আংকেল?
মুলতানের একটি বাগানে অধীর আগ্রহে অপেক্ষা করছিলো অগণিত মানুষ।
মুলতান কি পাকিস্তানে একটি শহরের নাম??
লেখাটি ভালো লেগেছে ধন্যবাদ।
আপনাদের উপস্থিতি এবং ভালোলাগা আমারও অসম্ভব ভালো লাগলো।
আমার জন্য দোয়া করবেন।
আপনাদের জন্য প্রাণভরা দোয়া ও অনিঃশেষ শুভকামনা রইলো।
আপনার সুন্দর জ্ঞানগর্ভ মন্তব্য হৃদয় ছুঁয়ে গেল।
ভালো লাগলো আপনি ভালো আছেন এবং আপনার সময় ভালো কাটছে জেনে।
সবজী চলছে চলুক কিন্তু গরুর মাংস...।
জ্বি ছোট ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ্।
আমার জন্য দোয়া করবেন।
আপনার জন্য প্রাণভরা দোয়া ও অনিঃশেষ শুভকামনা রইলো।
কেমন আছেন আপনি? আমি ভালো আছি।
আপনার উপস্থিতি এবং ভালোলাগা আমারও অসম্ভব ভালো লাগলো।
আপনার জন্য প্রাণভরা দোয়া ও অনিঃশেষ শুভকামনা রইলো।
আমার জন্য দোয়া করবেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয়া আপুজ্বি। আপনার উপস্থিতি ও অনুভূতি অনেক আনন্দ বয়ে আনলো।
নিয়মিত হবেন প্রত্যাশা করি আপু।
আপনার জন্য প্রাণভরা দোয়া ও অনিঃশেষ শুভকামনা রইলো।
আমার জন্য দোয়া করবেন।
আপনার দোয়ার সাথে আমিন ছুম্মা আমিন হে আপুনি!
আপনার জন্য প্রাণভরা দোয়া ও অনিঃশেষ শুভকামনা রইলো।
আমার জন্য দোয়া করবেন।
মন্তব্য করতে লগইন করুন