ফেনসিডিলের কারখানা

লিখেছেন লিখেছেন মন সমন ২৪ মার্চ, ২০১৫, ০১:৪৮:২৫ রাত

ফেনসিডিলের কারখানা সব সীমান্তে !!

চলছে এবং চলবে ??

বন্ধ করার স্পষ্টকথা উচ্চস্বরে

বলবে কারা বলবে ?

আমার দেশের তরুণ যুবক

ধবংস করে যারা

খুঁটির জোরেই শক্তিমানও তারা ??

ভারত কেন বন্ধ করে না ?

আইন কি তবে অন্ধ ? নড়ে না ??

২৪-০৩-২০১৫

ঢাকা, বাংলাদেশ ।

বিষয়: বিবিধ

৮৯৭ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

310748
২৪ মার্চ ২০১৫ সকাল ০৬:৩৫
গাজী সালাউদ্দিন লিখেছেন : চোখ থাকিতে অন্ধ!

অন্ধকে চিকিৎসা করে ভাল করা যায় কিন্তু যে অন্ধের ভান করে থাকে তাকে কেমন করে সুস্থ করে তুলবেন?
310766
২৪ মার্চ ২০১৫ সকাল ০৮:৫৬
হতভাগা লিখেছেন : দাদারা আমাদের নদীতে বাঁধ দিলেও আরেকটি নদী বানিয়ে দিয়েছে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File