ব্লগের আত্মকাহিনী !! আয় খোকা খুকু আয় ....।
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ১৪ মার্চ, ২০১৫, ১১:১২:৩৭ রাত
আমি যাদেরকে প্রাণ দিয়ে স্নেহ করি, মহব্বত করি, শ্রদ্ধা করি, ভালবাসি তারাই আমাকে ছেড়ে অনেক অনেক দূরে চলে যায়, দিয়ে যায় এক অসহনীয় কষ্ট আর বুক ভরা যন্ত্রণা! আবার কখনও বা এক ঝলক দেখা দিয়ে নিমিষেই হারিয়ে যায় গভীর অন্ধকারে কোন কিছু না বলে!! আমি তো তাদের জন্য সবকিছুই উজাড় করে দিয়েছি। তারা যা বলে সব কথা হৃদয় দিয়ে শুনি। তাহলে আমার সাথে কেন এই নিষ্ঠুরতা?!!
নির্জনে একাকীত্বে নিজেকে নিজেই অনেকবার প্রশ্ন করেছি। আমি কী কারো প্রতি কোন প্রকার অশ্রদ্ধা, অবজ্ঞা, অপমান, কার্পণ্য কিংবা বেদনাদায়ক কোন আচরণ করেছি!?? কী আমার অপরাধ? তাহলে কেন আমার এই নিদারুণ শাস্তি? আমারও তো জানার অধিকার আছে কী অপরাধ আমার!!!
আমার যে অনেক কষ্ট হয় তোমাদেরকে হারিয়ে। তোমাদের কী এতটুকু কষ্ট হয় না আমাকে বেমালুম ভুলে থাকতে?!!! তোমরা সবাই কেমন আছো? কোথায় আছো? বড্ড জানতে ইচ্ছে করে আমার! তোমরা এতো নিষ্ঠুর কেন বলো তো?
প্রায়ই আনমনা হয়ে ভাবি কিংবা চেয়ে থাকি অনন্ত পথের দিকে এক বুক অভিমানী না বলা কথা নিয়ে! অবোধ অবুঝের মত ভাবি এই বুঝি তোমরা সব মান অভিমান ভুলে হৃদয়ের জানালা খুলে দিয়ে বলবে এইতো আমরা এসেছি! ইচ্ছে করেই আমরা আত্মগোপন করেছিলাম তোমার হৃদয়ের অনুভূতি, ভালোবাসা আর মায়ামমতা হৃদয় ভরে উপভোগ করার জন্য!! সেই প্রত্যাশায় আজও প্রহর গুনছি...। আয় খোকা খুকু আয়রে.........।
সকল অনুপস্থিত/হারানো প্রাণপ্রিয় ব্লগারদেরকে উৎসর্গীকৃত
বিষয়: বিবিধ
১৬৫০ বার পঠিত, ৫৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এটাই যে দুনিয়ার নীতি। যাবে আসবে, আসবে যাবে। নতুনরা পুরাতন হবে, পুরাতনরা বিদায় নিবে, অদৃশ্য হবে।
সালাম রইল।
আজ কেন জানি আমারও একটা প্রবাদ মনে পড়ে গেল...।
@ Make new friends but keep the olds, if these are silvers those are gold @
মাফ করবেন এটি কিন্তু আমার তৈরী প্রবাদ নয়...।
দোয়া ও শুভকামনা রইলো আপনার জন্য।
উপস্থিতি ও মন্তব্যের জন্য দোয়া ও শুভকামনা রইলো আপনার জন্য।
ওকে হাতুড়ি পেটা করতে হবে?
আপনার মূল্যবান উপস্থিতি ও সুন্দর অনুভূতি রেখে যাওয়ার জন্য নিরন্তর দোয়া ও শুভকামনা রইলো।
জাজাকাল্লাহু খাইর।
আপনার মূল্যবান উপস্থিতি ও সুন্দর অনুভূতি রেখে যাওয়ার জন্য নিরন্তর দোয়া ও শুভকামনা রইলো।
জাজাকাল্লাহু খাইর।
পাবো না জানি কখনো
তবুও পাওয়ার আকুলতা
ঠোঁটের কোণে জমিয়ে রাখি
হাজারো না বলা কথা...
দুঃখিত হবেন না। তারা ফিরে আসবেই। কারো জন্য মন আকুল হলে আমি এই গানটাই গেয়ে থাকি।
আসলেই এটা কী গান? নাকি আপনার প্রাণের কথা? ভাইয়া।
আমি খুবি দুঃখিত, আজ যে লিখাটি পোস্ট করলেন আমি তাদের দলে নই। তবে এটা ঠিক আপনার অনেকগুলো লিখায় আমার উপস্থিতি ছিল না। বেশ কিছুদিন ধরে বিশেষ কিছু কারণে অনিয়মিত। জানিনা আমার মত ক্ষুদ্র একজন ব্লগারকে মনে পড়েছে কি না, তবুও বলছি, আমার লিখা না পড়ে এড়িয়ে যাওয়া আমার উচিত হয় নি, অবশ্য কারো লিখাই তেমন পড়তে পারি নি।
হা বোন এটা গান, এবং আমার প্রাণের কথা। গানের গায়ক আমিরুল মুমিনীন মানিক।
আমার কিন্তু ছোট্ট একটা গুন আছে যা আল্লাহ আমাকে ভালবেসে দিয়েছেন। আমি গান গেয়ে মানুষের মন ভরিয়ে দিতে পারি। তবে প্রফেশনাল শিল্পী নই।
আপনার নতুন গুণের কথা শুনে ভীষণ ভালো লাগলো। অনুরোধ থাকলো ভাইয়া গানের একটি পোষ্ট দিয়ে আমাদেরকেও একটু শুনিয়ে দিন।
দোয়া ও শুভকামনা রইলো আপনার জন্য।
আঁখির আড়াল হলে মনেরও আড়াল হয়
এ কথাটা সত্য কি জানিনা
আমি কেন যে আঁখির আড়াল হলে
একটুও ঘুমাতে পারি না..
এই গানের মর্মকথা আমার সাথে আপনাদের
বন্ধন দৃঢ়তা মিলিয়ে দেখলাম। আপাতত ইতিবাচক মনে হয়েছে।
@ ফাতিমা মারিয়াম
জ্বি আমি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ্। আপনি কেমন আছেন?
আপনার জন্য অনেক অনেক দোয়া ও শুভ কামনা রইলো। জাজাকাল্লাহু খাইর।
বিষয়টি পরিষ্কার করার জন্য জাজাকাল্লাহু খাইর।
আপনার জন্য দোয়া ও শুভকামনা রইলো।
জ্বি আমি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ্। আপনারা কেমন আছেন?
আসা - যাওয়া নিয়েই আমাদের জীবন কেউ আসবে কেউ যাবে এটাই নিয়ম তবু কিছু ব্লগারকে খুব বেশি মনে পড় সময় সময় ।আর প্রত্যাশা করি উনারা ফিরে আসবে ।
অনেক ধন্যবাদ আপু ।
যাক সবার পরে হলেও অবশষে আপনার আংগিনায় এলাম! সবার জন্য মন খারাপ লাগে! সবাই হয়তো ব্যস্ত! আশাকরি ব্যস্ততা শেষ হলে আবার আসবেন সবাই! এই নীড় আবার কিচিরমিচির করবে......
আপু , সময় করে স্কাইপে আসার অনুরোধ রইলো
স্কাইপে আসবো ইনশাল্লাহ সময় করে আপু। ভীষণ ব্যস্ত থাকতে হয় তাই ইচ্ছে ...।
আপনার আন্তরিকতা অনেক উচ্চে আর কিছু বলা ঠিক হবে না ধন্যবাদ ও দিতে চাই না।
আপনার মূল্যবান উপস্থিতি ও সুন্দর অনুভূতি রেখে যাওয়ার জন্য জাজাকাল্লাহু খাইর।
শুধু জানি ভালবেসে যাই ,
যাকে ভালো লাগে আমার । আপা আমি কিন্তু আপনাদের চারপাশেই ঘুর-ঘুর করি । মন্তব্য করতে ভয় লাগে বিধায় মন্তব্য করা থেকে বিরত থাকি নিজেও ভাল লেখতে পারিনা তাই লেখাও পোষ্ট দেইনা । হারিয়ে যাওয়ার মিছিলটি দীর্ঘ থেকে দীর্ঘই হচ্ছে ,ব্লগে সাপ্তাহিক একদিন আড্ডা দেওয়ার ব্যবস্থা করা হলে ব্লগটা আরো প্রাণবন্ত সচল হত বলে আমি মনে করি । ধন্যবাদ আপা
নিয়মিত লিখার পাশাপাশি মন্তব্যও করবেন। এখানে ভয়ভীতির প্রশ্ন কেন ভাইয়া? আমরা তো সবাই মিলে একটি পরিবার তাইনা???
আপনার জন্য নিরন্তর দোয়া ও শুভকামনা রইলো।
জাজাকাল্লাহু খাইর।
রমরমা বিশাল হাট-বাজার..
আসলা আমরা সবাই আছি- হয়তো ব্যস্ততার কারণে নিয়মিত হাজিরা হয়ে ওঠেনা,
কিন্তু "আজান" শুনলে তো আর থাকা যায়না..
সবার জন্য দোয়া ও ভালবাসা
(আল্লাহর জন্যই)
জাযাকুমুল্লাহ...
একটু একটু হাট বাজার চলছে...। এখনো পুরোদমে জমে উঠেনি।
ঠিক বলেছেন ভাইয়া আমাদের সবটুকুই একমাত্র এবং শুধুমাত্র আল্লাহ্রতা’য়ালার সন্তুষ্টির জন্য। জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন