প্রতিটি ধর্ষক জারজদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
লিখেছেন লিখেছেন দিদারুল হক সাকিব ১৪ মার্চ, ২০১৫, ১১:১৭:৪০ রাত
উত্তরার শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের এক কাশ্মীরি ছাত্রীকে ঐ মেডিকেলের কিছু সিনিয়র ধর্ষণ করেছে। এই ঘটনার ১০ দিন পার হয়ে গেলেও কোন মেইনস্ট্রিম মিডিয়া/অনলাইন নিউজ পোর্টালে এই খবর আসে নি। কয়েকটি মেডিকেল পেইজ,কয়েকজন ভাইবোন এর প্রতিবাদ করলেও সবাই এ ব্যাপারে নীরব।
একটু চিন্তা করুন,ঐ মেডিকেল ছাত্রীটি যদি মুসলিম না হয়ে হিন্দু হত কিংবা পাকিস্তানী না হয়ে ভারতীয় হত অথবা ধর্ষকরা চেতনাবাদী সোনার ছেলে না হত, তাহলে কি অবস্তা হত দেশের?? এতক্ষণে শাহবাগে গঞ্জিকা চত্বরে মিছিল হত,আলোর মশাল হাতে এর প্রতিবাদ হত, নারীবাদীরা জেগে উঠত,জাফর ইকবালরা লম্বা লম্বা কলাম লিখত।
এখন কিছু হয় নি কারন মেয়েটি মুসলিম,মেয়েটি পাকিস্তানী,ধর্ষকরা চেতনাবাদী।
মাহমুদুর রহমানের ভাষায় বলতে ইচ্ছা করে--"মুসলমানদের মানবাধিকার থাকতে নাই।"
এসব জানোয়াররা নাকি ভবিষ্যৎ ডাক্তার!! যাদের হাতে একটা মেডিকেলের ছোটবোন নিরাপদ না তাদের হাতে রুগীরা কেমনে নিরাপদ থাকবে?? নিজেকে হবু ডাক্তার পরিচয় দিতে লজ্জা হয় এসব জানোয়ারদের জন্য।
প্রতিটি ধর্ষক জারজদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
বিষয়: বিবিধ
১৬২৫ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর হা, মন্তব্যে প্রতি মন্তব্য না করে চুপ মেরে থাকেন কেন? ব্লগ একটা কমিউনিটি, আপনার স্বতস্ফুর্ত সাড়া সবাই কামনা করে। অতএব যতসব সম্ভব মন্তব্য প্রতিমন্তব্যের মাধ্যমে নিজের অবস্থান জানান দিন।
মন্তব্য করতে লগইন করুন