এরাই কি একাত্তরের ধর্ষক ??

লিখেছেন লিখেছেন দিদারুল হক সাকিব ১৬ এপ্রিল, ২০১৫, ০১:০৮:৫৯ দুপুর





১৫-২০ জন নরপশু মিলে কয়েকটা মেয়েকে বিবস্ত্র করছে। মেয়েগুলোর আর্তচিৎকার যাতে কেউ না শুনে সে জন্য হতভাগ্য মেয়েগুলোকে ঘিরে উচ্চস্বরে বাজানো হচ্ছিল ভুভুজেলা।

কিংবা বিবাহিত মেয়েটির আর্তচিৎকার "ভাই,আমার সাথে আমার বাচ্চা আছে ,আমাকে ছেড়ে দেন" ।

দৃশ্যগুলো কল্পনা করতেই নিজেকে গা শিয়রে উঠে। প্রকাশ্য দিবালোকে বস্ত্রহরণ!! বিশ্বাস করতে কষ্ট হয় এগুলো ২০১৫ সালের স্বাধীন বাংলাদেশের ঘটনা।

জানি এসব ঘটনার কোন বিচার হবে না। কারন কুত্তার বাচ্চারা নাকি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি,মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। এটাই কি সেই চেতনা??

এরাই কি তারা যারা একাত্তরে হাজারো মা-বোনদের ধর্ষণ করেছিল ?

বিষয়: বিবিধ

১৬৭৯ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

315272
১৬ এপ্রিল ২০১৫ দুপুর ০১:৩৫
দুষ্টু পোলা লিখেছেন : মাইনাস
315275
১৬ এপ্রিল ২০১৫ দুপুর ০১:৩৮
প্রেসিডেন্ট লিখেছেন : যেখানেই ধর্ষণ সেখানেই আওয়ামী লীগ। ৭১ ব্যতিক্রম হবে কেন?
315283
১৬ এপ্রিল ২০১৫ দুপুর ০২:২৫
না বলা কথা লিখেছেন : শাহবাগীরা এখন কোথায় আছে কেউ জানেন কি?
১৬ এপ্রিল ২০১৫ দুপুর ০২:৩১
256355
মাজহারুল ইসলাম লিখেছেন : শাহবাগীরাই এই সব কাজ করেছে কারন শাহবাগ মানে কুকুর লীগ, কুকুর লীগ মানেই শাহবাগ।
315285
১৬ এপ্রিল ২০১৫ দুপুর ০২:৩৫
মাজহারুল ইসলাম লিখেছেন : মুষ্টি যুদ্ধের লোক হলে সাত খুন মাফ হয়ে যায় আশা করি এই বিষয় জানেন। তারপরেও একটু বলি ধর্ষণের সেঞ্চুরিয়ান কিন্তু মুষ্টি যুদ্ধের দলের লোক ছিল। কিন্তু তার কোন বিচার করা হয় নাই। এখানে মাত্র বস্ত্র হরন করেছে।

আফসোস লাগে এই দেশের প্রশাসন নামের কুকুরের খামারের লোকদের জন্য। আজ যদি এদের কারো মেয়ের এই অবস্থা হতো তাহলেও মনে হয় এরা কিছু বলতনা। কারন এদের মেয়েরা একজনের সামনে বিবস্ত্র হয়।
315286
১৬ এপ্রিল ২০১৫ দুপুর ০২:৪৬
আবু তাহের মিয়াজী লিখেছেন : আল্লাহ্‌ মুসলমানদের বুঝদান করুন।
315307
১৬ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:২৩
মায়াবন বিহারিণী হরিণী লিখেছেন : কি করার বলুন? আসলে মুসলিমদের চরিত্রই ধর্ষন প্রবন। মেয়ে দেখলে এরা নিজেকে সামাল দিতে পারে না।
315326
১৬ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৩৬
শেখের পোলা লিখেছেন : ছিঃ ছিঃ ছিঃ কিযে বলেন! তারাতো সব খোঁয়াড়ে আটকানো৷ কিছুকে মারা হয়েছে আর কিছু বাকী আছে৷ তার পর আর দেশে ধর্ষক খুণী বলতে কিছুই থাকবে না৷ হরিনীরা উলঙ্গ হয়েই রাস্তায় হাঁটবে৷ কেউ ফিরেও তাকাবে না৷এখন যা হচ্ছে ও গুলো শিক্ষা মূলক৷ বিয়ের আগেই পরবর্ত্তী বিষয়ে হাতে কলমে শিক্ষা৷ এর জন্যই কিছু পাঁঠা পথে ঘাটে ছাড়া হয়েছে আর মাছ ধরার আগে চার করার মত করে কিছু অনুষ্ঠানের পত্তন করে এদের খোঁটার গোড়ায় আনার ব্যবস্থাও বিজ্ঞ জনেরা বুদ্ধি খরচ করে করে দিচ্ছে৷ এই আরকি?
315331
১৬ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৫৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ৭১ না ২০১৫!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File