দ্বীনদার হোন,দোকানদার হইয়েন না।
লিখেছেন লিখেছেন দিদারুল হক সাকিব ১০ আগস্ট, ২০১৫, ১০:৪২:৫৩ রাত
"মুমিন মুমিনের আয়না।"-- সুনানে আবু দাউদ।
আয়না যেমন একজন ব্যক্তিকে তার সাজগোছে কোথায় কোন ত্রুটি আছে তা দেখিয়ে দেয়,একজন মুমিনও সেভাবে আর একজন মুমিনের জীবনে কোথায় কি ত্রুটি আছে তা দেখিয়ে দিবে। তার ভুলের সমালোচনা করবে,শুধরে দিবে। অবশ্য সমালোচনার ভাষা মার্জনীয় হওয়া বাঞ্ছনীয়।একজন মুমিনের সমালোচনার ভাষা কখনোই একজন কাফিরের সমালোচনার ভাষার মত হবে না।ইসলামপন্থীদের সমালোচনার ভঙ্গিমা কখনোই শাহবাগিদের মত হবে না। সমালোচনা করবো সংশোধনের উদ্দেশ্যে,কাউকে কষ্ট দেয়ার উদ্দেশ্যে নয়।
এই যুগে কোন নবী নেই,নবীর গড়া কোন মানুষও নেই।আমরা যারা সাধারণ মানুষ তাদেরকেই আজ ইসলাম প্রতিষ্টার সংগ্রাম চালাতে হচ্ছে ঈমানের দাবী পূরণের জন্য।কিন্তু আমাদের জীবনে আছে ভুল-ভ্রান্তি।কোন মুমিন সারা জীবন ভুলভ্রান্তির আবর্জনায় গড়াগড়ি দিতে থাকুক আল্লাহতালা তা চান না। তাই তিনি অপর মুমিনের ভুলভ্রান্তি দেখলে শুধরে দিতে বলেছেন। শুধরে দিতে গিয়ে যদি কষ্টই দিলেন তো শুধরানোর আশা করেন কিভাবে?
দ্বীনের কাজ করতে গেলে দ্বীনদার হওয়া লাগে,দোকানদার হলে চলে না। দোকানদারদের মাঝে প্রতিযোগিতা থাকবে কিন্তু দ্বীনদারদের মাঝে শুধুই থাকবে সহযোগিতা।
সুতরাং দ্বীনদার হোন,দোকানদার হইয়েন না।
বিষয়: বিবিধ
১৫৫১ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন