ঐ খুনিরা কেমন আছে?

লিখেছেন লিখেছেন আমি পাগল ১৬ এপ্রিল, ২০১৫, ০১:০৫:২৫ দুপুর



কিছুদিন আগে মুক্তমনা'র জনক অভিজিৎ এর হত্যা প্রসঙ্গে অসংখ্য লেখা এই সামু ব্লগে পোস্ট হয়েছে । ইতিবাচক নেতিবাচক সব ধরনের পোস্ট । আমি এ বিষয়ে সামুতে লিখতে গিয়ে আড়ায় দিন দণ্ড ভোগ করেছি । সামু আমাকে নিরাপদ ব্লগার থেকে কোন প্রকার সতর্কবাণী ছাড়াই সাধারন ব্লগার করে ছেড়েছিল । কমেন্ট অধিকারও হরন করেছিল । তাই এই বিষয় গুলো লিখতে ভয় হয়। সত্যি কথা বলতে কি লিখতেও ইচ্ছে করে না । সামুতে অভিজিৎ প্রাসংগিক সব কটি পোস্টে কমেন্ট পড়েছিল শয়ে শয়ে । অভিজিৎ নামটি লিখে ছেড়ে দিলেই হয়েছে । তাতে কমেন্টের অভাব নাই । বিষয়টা লাগাতর কয়েকদিন দেখতে দেখতে আমার ফেলে আসা ফেসবুকের কথা মনে পরে যেত । ফেসবুকে যদি কোন মেয়ে তার পোষ্টে লেখে "আজ কিছু ভাল লাগছেনা" তবেই হয়েছে । যদু ,মদু ,ছদু যার চোখেই সে পোস্টটি পরবে সে কমেন্ট না করে পারবেনা । ৫ মিনিটের মধ্যে ৪০০ লাইক আর ২০০ কমেন্টতে ভরে যাবে । কথায় আছেনা "কাম নাই তো খই ভাজ । যে যন্ত্রণাই ফেসবুক ত্যাগ করলাম , সামু ব্লগে এসে দেখি সেই একি অবস্থা ।

কোথাকার কোন মুক্তমনা খুন হল তা নিয়ে এত মাতামাতি কেন বুঝিনা । আমাদের দেশে খুন হওয়া কি নতুন কিছু ঘটনা ?সীমান্তে দিনের পর দিন বি এস এফ এর হাতে খুন হচ্ছে নিরীহ কৃষক । জীবিকা অন্বেষণে ছুটে চলা মানুষ গুলো খুন হচ্ছে রাস্তায় যত্র তত্র । তারা কি মানুষ না ?? বি ডি আর বিদ্রোহে ঝরে গেল কত তাজা প্রান । তারা কি মানুষের পর্যায়ে পরেনা?? তাদের মামলার কতোটুকু অগ্রগতি । কে জবাব দিবে? রানা প্লাজায় হাজার হাজার কর্মজীবীকে যে রানা নামক বাক্তি খুন করল তার বিচার কি?? এসব গরিব নিরীহ শ্রমিকরাও কি মানুষের মধ্যে গণ্য হয়না?? তাদের নিয়ে আমরা কয়দিন লিখি ??? দিন দুপুরে পুলিশের সামনে খুনিরা খুন করে পালিয়ে যায় ।পুলিশ চেয়ে চেয়ে দেখে। সেটা নিয়ে আমাদের এত মাথা বাথা করে কি লাভ? জনগন কি এ সব বুঝেনা ?? সব বুঝে। । কোথা থেকে কি হচ্ছে সব পানির মত পরিষ্কার । আমাদের দেশের রাজনীতিবিদরা এসব বিতর্কিত বাক্তি বর্গকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে বহু আগে থেকেই । আর তা জঙ্গি শিরোনামে খবর হয়ে আসছে সকালের নাস্তার সাথে । সবাইকে জানানো হচ্ছে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র । সমাজে বহুল ।রাজনীতিবিদদের কাছে এসব ধর্ম বিদ্বেষী বাক্তি বর্গরা বিতর্কিত হয়ে, নিজেরাই রাজনিতিক হাতিয়ার রুপে নিজেদের সোপর্দ করেছে। আমি যদি ভাল হই ভাল কিছু করি সবাই আমাকে ভাল বলবে এটাই স্বাভাবিক । রাতে ঘরের দরজা খুলে ঘুমিয়ে চোরকে গালি না দিয়ে নিজে সতর্ক হওয়াটাই বুদ্ধিমানের কাজ ।

বিষয়: বিবিধ

১০৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File