পিতৃহারা ছেলের দৃপ্ত অঙ্গীকার
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ০৭ মার্চ, ২০১৫, ১১:৪৪:৩২ রাত
মৃত্যুর মিনার ভেঙ্গে
শপথ নেবার পালা
সভ্যতার লৌহ কপাট
রাখবেই আজ খোলা।
ছেঁড়া পালে শক্ত হাল
হবেই পার অথৈ সাগর
মাঝ দরিয়া পার হলেই
চিক চিক রূপালী বালুচর।
গোলাপের শাখে শাখে
স্বপ্নের মর্মরধ্বনি
মায়ের অশ্রুকণ্ঠ ভেসে
মায়াবী হাতছানি।
ভরা গাঙে পাল উড়ায়
স্বপ্নমুগ্ধ মাঝি
নবজাগরণের পথে
মহা উত্থান আজি।
আলোকমালায় প্রোজ্জ্বল শক্তি
নব রঙিন মখমলে
অন্যায় রুখবেই, গ্লানি ঘুচাবেই
প্রেরণার পদতলে।
উজ্জীবিত জীবনবোধে
পিতৃহারা শিশু
হাঁকিছে আগামী
হটিবে না আর পিছু।
বিষয়: বিবিধ
১১৭৫ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুন্দর প্রেরণাময় অনুভূতি রেখে যাওয়ার জন্য বারাকাল্লাহু ফিক।
হটিবে না আর পিছু।
ভালো লাগলো।
ধন্যবাদ।
আপনার জন্য অনেক অনেক দোয়া ও শুভেচ্ছা রইলো।
অনেক ভাল লাগলো।
বিশেষ করে ধন্যবাদ নিবেন...শ্রদ্ধেয় আপুনি|
আপনার জন্য অনেক অনেক দোয়া ও নিরন্তর শুভেচ্ছা রইলো।
উজ্জীবিত জীবনবোধে আমিও উজ্বীবিত পিছু হটিব না কভু । ইনশা আল্লাহ ।
গুরুত্বপূর্ণ সুন্দর প্রেরণাময় অনুভূতি রেখে যাওয়ার জন্য জাজাকাল্লাহু খাইর।
তোমার জন্য অনেক অনেক দোয়া ও নিরন্তর শুভেচ্ছা রইলো।
হবেই পার অথৈ সাগর
মাঝ দরিয়া পার হলেই
চিক চিক রূপালী বালুচর।
মন্তব্য করতে লগইন করুন