ক্রুসেড আসছে

লিখেছেন লিখেছেন রাসেল রুদ্র ০৭ মার্চ, ২০১৫, ১১:০১:২২ রাত

ক্রুসেড আসছে

আকস্মিক পৃথিবী নামক গ্রহটা দুলে উঠে,

কেঁপে উঠে সমগ্র ফুলের পাপড়ি।

ভেঙে পড়েছে মসজিদের মিনার

চুরমার হয়েছে গীর্জা, তাও আবার রবিবারে।

ক্রুসেড শুরু হয়েছে, ক্রুসেড আসছে!

গণতন্ত্রের দিন শেষ, রাজতন্ত্রের কবরের

শেষ চিহ্নটাও মুছে গেছে অনেক আগেই

পৃথিবী এগিয়ে চলছে তার শেষ দুঃখজনক সমাপ্তির পথে।

ভারতবর্ষে ধর্মান্তকরণ চলছে অনেকদিন থেকেই।

সভ্যতার বাকে সব ধর্মের অনুসারীরাই

দিকভ্রান্ত পথিকের ন্যায় এদিক ওদিক করছে;

কখনো হিন্দু, কখনো মুসলিম

খ্রিষ্টবাদেও যে আলোড়িত হয়নি তা নয়!

গণতন্ত্রের ছায়ায় ক্রুসেডের চারাগাছ ধর্মের মরণ বীজ

খুব একটা বেড়ে উঠতে পারেনি।

নীতিবীদদের নিপুন হাতের ছোয়ায়

সাম্প্রদায়িকতার সূর্য উঠে পড়েছে।

নব সূর্যের আলোয়-

ক্রমাগত সহাস্যে বেড়ে উঠেছে ক্রুসেডের চারাগাছ।

আর তা আজ পরিণত যৌবনে!

বিষয়: বিবিধ

১০২৪ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

307705
০৭ মার্চ ২০১৫ রাত ১১:১০
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : Excellent Excellent Thumbs Up Thumbs Up খুব ভালো লাগলো পড়ে। ধন্যবাদ আপনাকে
308721
১৩ মার্চ ২০১৫ রাত ০৮:৫০
রাসেল রুদ্র লিখেছেন : অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File