ইয়া আল্লাহ্!
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ২০ ফেব্রুয়ারি, ২০১৫, ০৫:২৬:৫৫ বিকাল
কেমন করে বৃষ্টি নামে
সুদূর আকাশ ফেটে,
মায়ের পেটে জ্যান্ত শিশুর
কেমনে আহার জোটে।
কোথা থেকে আসে চাঁদ
কোথা যায় চলে,
কেমন করে নিত্য ছুটে
সূর্য্যি অস্তাচলে।
কোথা থেকে আঁধার নামে
রাত্রি শেষে ভোর,
ভাবনায় কূল হারাই
কাটে নাতো ঘোর।
অনুভবে ভীষণ ব্যাথা
যায়না কভু দেখা,
তন্দ্রালু মোর অন্ধ মনে
বধির হয়ে থাকা।
শীতল হাওয়ার শিহরণে
জুড়ায় আমার প্রাণ,
মন ভরে যায় ফুলের গন্ধে
মিষ্টি মধুর ঘ্রাণ।
সৃষ্টিতে মোর চক্ষু জুড়ায়
জমিন ও আসমান,
সকল কিছুর স্রষ্টা তুমি
অশেষ তোমার দান।
বিষয়: বিবিধ
১৪১৩ বার পঠিত, ৩৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
উঠে ক্ষণে ক্ষণে
কোথায় পাব উত্তর আমি
পুছি কোন জনে?
----------------------
কেমন করে নিত্য ছূটে
সূর্য্যি অস্তাচলে।
---------------
কোথা থেকে আধার নামে
রাত্রি শেষে ভোর,
ভাবনায় ভাসি কুল হারিয়ে
কাটে নাতো ঘোর।
---------------------
অনুভবে ভীষন ব্যাথা
যায়না কভূ দেখা,
তন্দ্রালু মোর অন্ধ মনে
বধির হয়ে থাকা।
-------------------
শীতল হা্ওয়ার শিহরণে
জুড়ায় আমার প্রাণ,
মন ভরে যায় ফুলের গন্ধে
মিষ্টি মধুর ঘ্রাণ।
-------------------
সৃস্টিতে মোর চোখ জুড়ে যায়
জমিন ও আসমান,
সকল কিছূর স্রষ্ঠা তুমি
অশেষ তোমার দান।
আপনার জন্য প্রাণভরা দোয়া রইলো।
হৃদয়ছোঁয়া সুন্দর অভিব্যক্তি রেখে যাওয়ার জন্য জাজাকাল্লাহু খাইর ভাইয়া।
জাজাকাল্লাহু খাইর ভাইয়া।
কবিতাটা পড়ে আমার গাইতে ইচ্ছে করছে-
"তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তা হলে তুমি কত সুন্দর!কত সুন্দর!
আল্লাহর অপার রহমতের ফল্গুধার অন্তরচক্ষু দ্বারা অনুভব করে,তাতে মনের মাধুরী মিশিয়ে, কথার মালা গেঁথে, মন মুকুরে প্রতিচ্ছবি এঁকে, সুভাসিত কুসুম রূপে ফুটিয়ে তুলেছেন প্রতিটি ছন্দে। খুব সুন্দর হয়েছে। ভাল লেগেছে। অসংখ্য ধন্যবাদ। জাযাকিল্লাহু খাইরান ফিদ্দুনিয়া ওয়াল আখিরাহ।
আপনার জন্য প্রাণভরা দোয়া রইলো। জাজাকাল্লাহু খাইর ভাইয়া।
আপনার মূল্যবান হৃদয়ছোঁয়া দোয়ায় আমীন।
আপনার জন্য প্রাণভরা দোয়া রইলো। জাজাকাল্লাহু খাইর ভাইয়া।
ছোট্ট আপির জন্য প্রাণভরা দোয়া রইলো।
আল্লাহ মহান করলেন সৃষ্টি_
এ সব মোদের জন্য!
তবুও যারা করে না শুকুর_
তারাই তো হায়েনা-বন্য!!
চমৎকার মন্তব্যের জন্য জাজাকাল্লাহু খাইর ভাইয়া।
কোথা যায় চলে,
কেমন করে নিত্য ছুটে
সূর্য্যি অস্তাচলে।
ভালো লাগলো খুব অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ
জাজাকাল্লাহু খাইর
মন্তব্য করতে লগইন করুন