ঘরে বাহিরে আমাদের উপর আগুনের বিপদ কেন? এটা কি আমাদের কোন পাপের ফল- নাকি অন্য কিছু?
লিখেছেন লিখেছেন মোহাম্মদ লোকমান ২০ ফেব্রুয়ারি, ২০১৫, ০৬:৫৪:২২ সন্ধ্যা
এই সেই বিল্ডিং, যাতে গতরাতে আগুন লেগে ১০/১২জন বাঙলাদেশী নিহত হয়েছেন।
দেশে হরতাল অবরোধ সফল করতে মুক্তিকামী জনতা বোমা-ককটেল ব্যবহার করছেন নিঃসন্দেহে। তাদের উদ্যেশ্য কিন্তু প্রাণহানী নয়, ভীতি ছড়ানো। প্রাণহানী ঘটলে তাদেরই ক্ষতি- এটা আনাড়ীও বুঝে। তারপরেও যে তাদের মাধ্যমে প্রাণহানী ঘটেছে না, তা বলা যাবেনা।
হরতাল অবরোধকে প্রশ্নবিদ্ধ করে ক্ষমতা পাকাপোক্ত করার মোক্ষম সুযোগ পেয়ে গেল সরকারী দল। তারা তাদের এজেন্ট এবং দলীয় কর্মী বাহিনী দিয়ে বেছে বেছে মানুষ জ্বলে-মরে এমন কায়দায় পেট্রোল বোমা নিক্ষেপ করতে লাগলো। এ কাজ করতে গিয়ে ছাত্রলীগের ছেলেরা হাতে-নাতে ধরা খাওয়ার যথেষ্ট প্রমাণ ইতোমধ্যে উদঘাটিত হয়েছে। সুতরং যা হবার তা-ই হচ্ছে, লোক পেট্রোলের আগুনে পুড়ে মরছে আর বর্ণ ইউনিটে ঝলসে যাওয়া শরীর নিয়ে মৃত্যু যন্ত্রনায় ছট্ ফট্ করছে।
গতা রাতে আবুধাবীর শিল্পনগরী মোসাফ্ফাহ্ সত নং সেক্টরে একটি অগ্নিকান্ডে পুড়ে মরেছেন প্রায় দশজন বাংলাদেশী এবং হাসপাতালে ঝলসে যাওয়া শরীর নিয়ে কাতরাচ্ছে আরো অনেকে। আমার প্রশ্ন হলো- ঘরে বাহিরে আমাদের উপর এমন আগুনের বিপদ কেন? এটা কি আমাদের কোন পাপের ফল- নাকি অন্য কিছু?
বিষয়: বিবিধ
১০২১ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমাদের দেশ এভাবে বিশৃঙ্খলা এবং অধঃপতনের দিকে ধাবিত হওয়ার মূলে রয়েছে শাসক শ্রেনীর আল্লাহ বিমুখতা।
মন্তব্য করতে লগইন করুন