এই মাসুম বাচ্চা টাকে কোন অপরাধীর মত মনে হয় ?
লিখেছেন লিখেছেন সত্যলিখন ২০ ফেব্রুয়ারি, ২০১৫, ০৭:১২:২৬ সন্ধ্যা
জামায়াত নেতা রফিকুলের ছেলে আটক 20 Feb, 2015 এস এস সি পরীক্ষা দেয়ার সময় জামায়াতের ঢাকা মহানগরী আমীর মাওলানা রফিকুল ইসলাম খানের ছেলে রিফাত আব্দুল্লাহ খান আটক হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) উত্তরা হাইস্কুল কেন্দ্র থেকে তাকে আটক করে র্যাব হেড কোয়ার্টারে রাখা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
সবাই ছবিটা দেখে একটু চিন্তা করে বলেন তো ,
এই মাসুম বাচ্চা টাকে কোন অপরাধীর মত মনে হয় ?
তা হলে কেন তাকে জীবনের প্রথম সার্টিফিকেট পাওয়ার পরীক্ষা দেওয়া থেকে বঞ্চিত করা হল ?
তার একটাই অপরাধ সে মুসলিম পরিবারে ও ইসলাম কায়েমের জন্য নিবেদিত প্রানের এক মুজাহিদের জন্মে এক মুজাহিদার মাতৃত্বে লালিত পালিত সন্তান ।
এর জন্য কি স্বাধীন দেশ আর ভাষার জন্য আন্দোলন করেছিল এই বাংলার মানুষ ।
ওরা তো নতুন প্রজন্ম ওদের কে কেন আবার ১৯৭১ কে নতুন ভাবে স্মরন করিয়ে দেওয়া হচ্ছে।
আমার খুব কষ্ট হচ্ছে আমি জানি না ওর আব্বু আম্মুর কাছে কেমন লাগছে ?
কারন একজন মা ১০টি বছর সন্তানের জীবনের এই প্রথম সনদ টা ভাল মানের হওয়ার জন্য কত পরিশ্রম আর ত্যাগ স্বীকার করে এই খানে এসে পৌছেন। আমার ৫ টা ছেলে এই সময় পার করাতে আমার বুক মাটির সাথে লেগে গেছে । কত আল্লাহর সাহায্যে চেয়ে ছিলাম । আর এই সময় এমন বিপদ মানে পাকা ধানে মই দেওয়ার চেয়েও বেশি কষ্ট আজ এই সন্তানের মা বাবা পেয়েছেন ।
আল্লাহ এই ছেলেটা কে ও এই পরিবার কে উনার হেফাজতে করুন ও ধৈর্য ধরার তাওফিক দিন ।
বিষয়: বিবিধ
১১৬৭ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মারিয়া
পরীবানু
মরুর মুসাফির
পরীবানু ,সততার আলো
অশ্বথমা
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
পরমা ,নীলমণীলতা
বিলকিস লায়লা
দস্তার
রুপবান
মুক্তিযুদ্ধ ৭১
দ্রাবীড় বাঙাল
লেয়লা ইসলাম
বিলকিস
বাংলা ৭১
ভিক্টোরিয়া
হেলেনা
পল্লব প্রভাতে
খালেদ
রুশো তামজিদ
বারাংগনা
মধুবালা
সখি
ফয়সাল১
মাঝি-মাল্লা, ,
লায়লার
লায়লা০০৭
রাতুল দাস
চকো চকো
সায়েদ-রিয়াদ
বিভ্রান্ত নাবিক
ফাজিল
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
মুক্তিযুদ্ধ ৭২
দ্রাবীড় বাঙাল
পিচ্চি পোলা
কাওসাইন হক
চাষা
jahed_ullah
নীরু
সাদা মন
সাদা মন
চোথাবাজ
আমি বিপ্লবী
সততার আলো সকাল সন্ধ্যা
এই নেরিকুত্তার এত নিক এসেছ,আকবার ,স্বাধীনতা,জুলিয়া,
মারিয়া
পরীবানু
মরুর মুসাফির
পরীবানু ,সততার আলো
অশ্বথমা
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
পরমা ,নীলমণীলতা
বিলকিস লায়লা
দস্তার
রুপবান
মুক্তিযুদ্ধ ৭১
দ্রাবীড় বাঙাল
লেয়লা ইসলাম
বিলকিস
বাংলা ৭১
ভিক্টোরিয়া
হেলেনা
পল্লব প্রভাতে
খালেদ
রুশো তামজিদ
বারাংগনা
মধুবালা
সখি
ফয়সাল১
মাঝি-মাল্লা, ,
লায়লার
লায়লা০০৭
রাতুল দাস
চকো চকো
সায়েদ-রিয়াদ
বিভ্রান্ত নাবিক
ফাজিল
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
মুক্তিযুদ্ধ ৭২
দ্রাবীড় বাঙাল
পিচ্চি পোলা
কাওসাইন হক
চাষা
jahed_ullah
নীরু
সাদা মন
সাদা মন
চোথাবাজ
আমি বিপ্লবী
সততার আলো সকাল সন্ধ্যা
এই নেরিকুত্তার এত নিক
ফাঁসির রায় দিয়ে যখন কাজ হলোনা তখন নেতাদের আর তার পরিবারদেরকে টার্গেট করেছে ৷
এক শুভ মুহুর্তে জন্মের ৫/৬ মাস পরে এই বাচ্চাটাকে ওদের মিরপুরের বাসায় আমি দেখেছিলাম। মাশা’আল্লাহ এক জিন্দাদিল মুজাহীদের মর্দে মুজাহীদ সন্তান, তোমাকে সালাম।
আমাদের ভুলে গেলে চলবে না যে ষোল কোটি মানুষের এই দেশটাকে বন্দুকের জোরে বেশীদিন অবৈধ স্বৈরাচারী শাসন ব্যবস্থা ঠিকিয়ে রাখা সম্ভব হবে না। যে কোন সময় এদের পতন হতে পারে। তখন প্রশাসনের আইনের পোষাক পড়া লোকদের বেআইনী কর্মকান্ডের জবাবদিহিতা করা হতে পারে।
এতটা অমানবিক কাজ পৃথিবির ইতিহাসে কেউ করেনি।
মন্তব্য করতে লগইন করুন