এই মাসুম বাচ্চা টাকে কোন অপরাধীর মত মনে হয় ?

লিখেছেন লিখেছেন সত্যলিখন ২০ ফেব্রুয়ারি, ২০১৫, ০৭:১২:২৬ সন্ধ্যা



জামায়াত নেতা রফিকুলের ছেলে আটক 20 Feb, 2015 এস এস সি পরীক্ষা দেয়ার সময় জামায়াতের ঢাকা মহানগরী আমীর মাওলানা রফিকুল ইসলাম খানের ছেলে রিফাত আব্দুল্লাহ খান আটক হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) উত্তরা হাইস্কুল কেন্দ্র থেকে তাকে আটক করে র‌্যাব হেড কোয়ার্টারে রাখা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

সবাই ছবিটা দেখে একটু চিন্তা করে বলেন তো ,

এই মাসুম বাচ্চা টাকে কোন অপরাধীর মত মনে হয় ?

তা হলে কেন তাকে জীবনের প্রথম সার্টিফিকেট পাওয়ার পরীক্ষা দেওয়া থেকে বঞ্চিত করা হল ?

তার একটাই অপরাধ সে মুসলিম পরিবারে ও ইসলাম কায়েমের জন্য নিবেদিত প্রানের এক মুজাহিদের জন্মে এক মুজাহিদার মাতৃত্বে লালিত পালিত সন্তান ।

এর জন্য কি স্বাধীন দেশ আর ভাষার জন্য আন্দোলন করেছিল এই বাংলার মানুষ ।

ওরা তো নতুন প্রজন্ম ওদের কে কেন আবার ১৯৭১ কে নতুন ভাবে স্মরন করিয়ে দেওয়া হচ্ছে।

আমার খুব কষ্ট হচ্ছে আমি জানি না ওর আব্বু আম্মুর কাছে কেমন লাগছে ?

কারন একজন মা ১০টি বছর সন্তানের জীবনের এই প্রথম সনদ টা ভাল মানের হওয়ার জন্য কত পরিশ্রম আর ত্যাগ স্বীকার করে এই খানে এসে পৌছেন। আমার ৫ টা ছেলে এই সময় পার করাতে আমার বুক মাটির সাথে লেগে গেছে । কত আল্লাহর সাহায্যে চেয়ে ছিলাম । আর এই সময় এমন বিপদ মানে পাকা ধানে মই দেওয়ার চেয়েও বেশি কষ্ট আজ এই সন্তানের মা বাবা পেয়েছেন ।

আল্লাহ এই ছেলেটা কে ও এই পরিবার কে উনার হেফাজতে করুন ও ধৈর্য ধরার তাওফিক দিন ।

বিষয়: বিবিধ

১১৬৭ বার পঠিত, ২১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

305360
২০ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:২১
মোহাম্মদ লোকমান লিখেছেন : ওরা বেছে বেছে ভালো মানুষগুলো মেরে ফেলার পরিকল্পনা করেছে হয়ত। তাদের চক্রান্ত আল্লাহর কৌশলের কাছে পরাভূত হবেই- ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ধৈর্য্য ধারণ করার তাওফিক দান করুন।
২০ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:২৭
247015
সত্যলিখন লিখেছেন :
২০ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৩৪
247016
মায়াবন বিহারিণী হরিণী লিখেছেন : জান্নাতের ৭২ বেশ্যার লোভে এদের হিতায়িক কোন জ্ঞান নেই। আল্লায়ুআকবর বলে কতল করার নেশায় বুদ।
305361
২০ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৩০
মায়াবন বিহারিণী হরিণী লিখেছেন : মাসুম পেলেন কই? এরাই আল্লার নামে পেট্রল বোমা ছুড়ে মারে।
২০ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৫০
247018
সত্যলিখন লিখেছেন : ধরা পড়ে হাতে নাতে আপনাদের ধর্ষনের সেঞ্চুরী করা সোনার ছেলেরা ।
২০ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:৪১
247039
মনসুর আহামেদ লিখেছেন : @মায়াবন বিহারিণী হরিণী ,খেলাঘর বাধঁতে এসেছ,আকবার ,স্বাধীনতা,জুলিয়া,
মারিয়া
পরীবানু
মরুর মুসাফির
পরীবানু ,সততার আলো
অশ্বথমা
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
পরমা ,নীলমণীলতা
বিলকিস লায়লা
দস্তার
রুপবান
মুক্তিযুদ্ধ ৭১
দ্রাবীড় বাঙাল
লেয়লা ইসলাম
বিলকিস
বাংলা ৭১
ভিক্টোরিয়া
হেলেনা
পল্লব প্রভাতে
খালেদ
রুশো তামজিদ
বারাংগনা
মধুবালা
সখি
ফয়সাল১
মাঝি-মাল্লা, ,
লায়লার
লায়লা০০৭
রাতুল দাস
চকো চকো
সায়েদ-রিয়াদ
বিভ্রান্ত নাবিক
ফাজিল
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
মুক্তিযুদ্ধ ৭২
দ্রাবীড় বাঙাল
পিচ্চি পোলা
কাওসাইন হক
চাষা
jahed_ullah
নীরু
সাদা মন
সাদা মন
চোথাবাজ
আমি বিপ্লবী
সততার আলো সকাল সন্ধ্যা
এই নেরিকুত্তার এত নিক এসেছ,আকবার ,স্বাধীনতা,জুলিয়া,
মারিয়া
পরীবানু
মরুর মুসাফির
পরীবানু ,সততার আলো
অশ্বথমা
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
পরমা ,নীলমণীলতা
বিলকিস লায়লা
দস্তার
রুপবান
মুক্তিযুদ্ধ ৭১
দ্রাবীড় বাঙাল
লেয়লা ইসলাম
বিলকিস
বাংলা ৭১
ভিক্টোরিয়া
হেলেনা
পল্লব প্রভাতে
খালেদ
রুশো তামজিদ
বারাংগনা
মধুবালা
সখি
ফয়সাল১
মাঝি-মাল্লা, ,
লায়লার
লায়লা০০৭
রাতুল দাস
চকো চকো
সায়েদ-রিয়াদ
বিভ্রান্ত নাবিক
ফাজিল
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
মুক্তিযুদ্ধ ৭২
দ্রাবীড় বাঙাল
পিচ্চি পোলা
কাওসাইন হক
চাষা
jahed_ullah
নীরু
সাদা মন
সাদা মন
চোথাবাজ
আমি বিপ্লবী
সততার আলো সকাল সন্ধ্যা
এই নেরিকুত্তার এত নিক
২১ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১২:৪১
247063
বিভীষিকা লিখেছেন : পেট্রল বোমা সমাচারঃ ধরা না খেলে শিবির, আর ধরা খেলে ছাত্রলীগ।
305362
২০ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৩৭
আশাবাদী যুবক লিখেছেন : সংকট নিরসন না করে বরং তা বৃদ্ধি করছে সরকার ৷

ফাঁসির রায় দিয়ে যখন কাজ হলোনা তখন নেতাদের আর তার পরিবারদেরকে টার্গেট করেছে ৷
২০ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৪৫
247017
সত্যলিখন লিখেছেন :
305363
২০ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৪৮
আবু জারীর লিখেছেন : মানুষ যখন পশুর চেয়ে নিন্মে পৌছে যায় তখন যা করে।

এক শুভ মুহুর্তে জন্মের ৫/৬ মাস পরে এই বাচ্চাটাকে ওদের মিরপুরের বাসায় আমি দেখেছিলাম। মাশা’আল্লাহ এক জিন্দাদিল মুজাহীদের মর্দে মুজাহীদ সন্তান, তোমাকে সালাম।
২০ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৫৬
247019
সত্যলিখন লিখেছেন : বাবার স্বপ্ন পুরনে ব্যাস্ত কন্যা বাবাকে না পেয়ে ছেলেকে তুলে নিল । কারন এদের হাতেই জাতীর আগামীদের উজ্জোল ভবিষ্যৎ ।


305364
২০ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৮:০১
আহমদ মুসা লিখেছেন : ছেলেটাকে দেখার সুযোগ না হলেও তার বাবাকে দেখেছিলাম কোন সাংঘঠনিক প্রোগ্রামে। জনাব রফিকুল ইসলাম খান সাহেবের সন্তান হওয়ার কারণেই যদি এই ছেলেটির উপর নির্যাতন করা হয় তবে যারা এসব অপকর্মের সাথে জড়িত আছে ভবিষ্যতে তাদের সন্তানদের সাথে কি ধরনের আচরণ আশা তারা করেন?
আমাদের ভুলে গেলে চলবে না যে ষোল কোটি মানুষের এই দেশটাকে বন্দুকের জোরে বেশীদিন অবৈধ স্বৈরাচারী শাসন ব্যবস্থা ঠিকিয়ে রাখা সম্ভব হবে না। যে কোন সময় এদের পতন হতে পারে। তখন প্রশাসনের আইনের পোষাক পড়া লোকদের বেআইনী কর্মকান্ডের জবাবদিহিতা করা হতে পারে।
২০ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৮:১৫
247020
সত্যলিখন লিখেছেন :
305371
২০ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:৩৫
দ্য স্লেভ লিখেছেন : তার পিতাকে শায়েস্তা করতে এই কাজ করেছে। সরকারী হিসেবে সে একজন শিশু। জালিম নমরুদ,ফিরাউনও ছিল,কিন্তু তাদের স্টান্ডার্ড এত নীচে ছিলনা।
২১ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১২:৪৩
247064
সত্যলিখন লিখেছেন : ১০০% সহমত।
২১ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১২:৪৭
247065
সত্যলিখন লিখেছেন : ১০০% সহমত


305375
২০ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১০:৪৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ফিরআউন বনি ইসরাইল এর সকল শিশুকে হত্যা করেছিল। কিন্তু মুসা(আঃ) ঠিকই বেচে ছিলেন।
এতটা অমানবিক কাজ পৃথিবির ইতিহাসে কেউ করেনি।
২১ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১২:৫১
247066
সত্যলিখন লিখেছেন :
305377
২০ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:২৮
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : আল্লাহ সবাইকে হেফাজত করুন আমিন
২১ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০১:৩৭
247073
সত্যলিখন লিখেছেন :
305422
২১ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৮:৫৯
যুথী লিখেছেন : যে ভাষায় স্ট্যাটাস দিয়েছে, তাতে আর মাসুম থাকে কৈ? তবে এদের গাইড করা দরকার। আদালাতের বিরুদ্দে এত পষ্ট কথা মানায়না।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File