বিবর্ণ বসন্তে বিষাদের বাঁশী (উৎসর্গ সকল শহীদগণকে)
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ১৩ ফেব্রুয়ারি, ২০১৫, ০৯:৫২:০৯ রাত
সিন্ধু সিন্ধু প্রেম দিয়ে অবেলায় ঝরে
তীব্র অনলে আজ হৃদয় দিলে ভরে।
গন্ধহীন ফুলে নেই অলির গুঞ্জন
ঋতু রাজ বিবর্ণ নেই শিহরণ।
প্রকৃতিতে নেই কেন মায়ার বন্ধন?
বিষাদ নয়ন খোঁজে শুধু প্রিয়জন!
মুগ্ধকণ্ঠী কোকিলের নেই কোন তান
অগ্নিগিরি কেন মুকুলিত আম্র কানন?
রক্তিম শিমুলের ছোপ ছোপ আভরণ
সবুজ ঘাসে আজ নেই পদার্পণ।
দিগন্তজোড়া তপ্তশোতিক্ত উষ্ণ বাণ
অতলান্তে দাহ বিষে অগ্নি প্রজ্বলন।
রেখে গেলে চিরতরে ত্যাগের মহান
শহীদের অমর গাঁথা বীর সন্তান।
বিষয়: বিবিধ
১৯৪৫ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক ভালো লাগলো জাজাকাল্লাহ খাইরান ।
বুঝতে অসুবিধা হয়নি তো? লিখার সময় তোমার কথা মনে হয়েছিলো।
আপনার ভালোলাগাটুকুর পরশ ও মুগ্ধতা আমার লেখার প্রেরণা হয়ে থাকবে আজীবন। দোয়া করবেন এই বোনের জন্য।
আপনার মূল্যবান উপস্থিতি ও প্রেরনাময় সুন্দর অনুভূতির জন্য বারাকাল্লাহু ফিক।
ভালো থাকবেন খুব ভালো সবসময়। দোয়া রইলো।
আপনার মূল্যবান উপস্থিতি ও প্রেরনাময় সুন্দর অনুভূতির জন্য বারাকাল্লাহু ফিক।
ভালো থাকবেন খুব ভালো সবসময়। দোয়া রইলো।
বোনের জন্য দোয়া রাখবেন।
বাহ্যিকতার রওনকের আড়ালে লুকায়িত অন্তরের ক্ষোভ ও আহাজারী যা প্রকৃতিতেও বিরুপে মুর্ত্ তা চমৎকার ছন্তময়তায় তুলে আনলেন হে শ্রদ্ধেয়া আপুজ্বী!
জাযাকিল্লাহু ওয়া ইয়্যানা খাইরাল জাযা-ই!!
অনুভূতির জন্য বারাকাল্লাহু ফিক।
ভালো থাকবেন খুব ভালো সবসময়। দোয়া রইলো।
বোনের জন্য দোয়া রাখবেন।
অনুভূতির জন্য বারাকাল্লাহু ফিক।
কবিতাটি পড়লাম। ভালো লাগল।
জাজাকাল্লাহু খাইর। ^^ ^^ ^^
বোনের জন্য দোয়া রাখবেন।
আশ্চর্যবোধক সংকেত কেন আপু?
ভালো থাকেন সবসময়।
সেই কামনা অবিরত,,,,,,,,,,,
বোনের জন্য দোয়া রাখবেন।
মন্তব্য করতে লগইন করুন