বাবার স্বপ্ন

লিখেছেন লিখেছেন আবু জারীর ১৩ ফেব্রুয়ারি, ২০১৫, ১০:০৫:০১ রাত




আমার বাবার স্বপ্ন ছিল

ভাত পানিতে মারার

তাইত আমি বন্ধ করেছি

বেগম জিয়ার খাবার।

মনের সুখে গান ধরেছি

তাধিন তাধিন

কারো দুঃখে কন্না করতে

লাগাই গ্লিসারিন।

আমার বাবার স্বপ্ন যারা

করেছে ভঙ্গ

তাদের ভব লীলা আমি

করিব সাঙ্গ।

এই করেছি পণ আমি

এই করেছি পণ

বাংলা দেশের রাণী আমি

বেউকুফ জনগণ।

দেশ জনতার হুশ যদি

ফেরে কোন দিন

ফুঁস করে দেশ ছারব

আমি যে নাগিণ।

বিষয়: সাহিত্য

১১১৯ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

304360
১৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১০:২৯
সাজেদুল ইসলাম লিখেছেন : অসাধারণ।
১৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০১:২৮
246195
আবু জারীর লিখেছেন : অসংখ্য ধন্যবাদ।
304366
১৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:১৩
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : Excellent Excellent Thumbs Up Thumbs Up খুব ভালো লাগলো পড়ে। ধন্যবাদ আপনাকে
১৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০১:২৮
246196
আবু জারীর লিখেছেন : অসংখ্য ধন্যবাদ।
304370
১৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:৩০
মুক্তিযোদ্ধার ভাগনে লিখেছেন : ভালো লাগলো। ধন্যবাদ।
১৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০১:২৮
246197
আবু জারীর লিখেছেন : অসংখ্য ধন্যবাদ।
304383
১৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০২:১১
শেখের পোলা লিখেছেন : এটা রাণীর কাছে পাঠিয়ে দেওয়া হোক৷
১৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:২১
246357
আবু জারীর লিখেছেন : শেখের পোলাকে দায়িত্বটা দেয়া হল।
ধন্যবাদ।
304400
১৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৪:৫৩
কাহাফ লিখেছেন :

আমার নিজের স্বপ্ন গুলোও বাপের নামে চালিয়ে,
সবার স্বপ্ন ধ্বংশ করবো,চেতনাতে ভূলিয়ে!!
১৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:২৩
246362
আবু জারীর লিখেছেন : চেতনার পানি পান করিয়ে একদল লোককে ঘুমপরিয়ে নিজের চেতনা আর বাবার চেতনা একাকার করে ফেলেছ।
ধন্যবাদ।
304424
১৪ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ১২:৪১
হতভাগা লিখেছেন : আপনি তো পগাড় পার । তাই ইচ্ছেমত লিখে চলেছেন । দেশে চলে আসেন তখন বোঝা যাবে কবিতার ধার কেমন থাকে ।
১৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:২৪
246366
আবু জারীর লিখেছেন : দেশে আসব একদিন ইনশা’আল্লাহ, সেদিন হয়ত বাকশালীদের খুজেও পাওয়া যাবেনা। সাহসিরা সব সময় দৌড়ের আগে আর মাইরের পিছে থাকে।
ধন্যবাদ।
১৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:২৯
246367
হতভাগা লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File