জনগণের বিজয় অত্যাসন্ন !!
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ১৭ জানুয়ারি, ২০১৫, ০৯:১৩:১৮ রাত
ক্ষ্যাপা কুত্তারা ক্ষমতার মোহে করে গর্জন
নিমকহারামের দল মত্ত আজ পশুর মতন।
মেথরের দল প্রকাশ্যে বুকে চালায় গুলি
ডাস্টবিনে গলিত কলিজা, মাথার মথিত খুলি।
নির্লজ্জ কাপুরুষ বিক্রীত গোলাম দেখায় বুটের ভয়
জনগণের পয়সায় ঝুটা খেয়ে, চূড়ায় উঠতে চায়।
কী আজব! পিশাচের বেত্রাঘাতে জাগেনা জনগণ
উলঙ্গ ধর্ষিতা মা বোন নেই কোন আত্মসন্মান।
দেশে আজ ঘৃণ্য পিশাচ জল্লাদের আবির্ভাব
রক্ষক আজ ভক্ষক সেজে হয়েছে দানব।
গদির নেশায় বেহায়ারা ফেলছে তাজা লাশ
শহীদ বীরের গোরস্থানে, তোরা কলঙ্কিত কেনা দাস।
দ্বীন বাঁচাতে খোদার রাহে করেছে মরণ পণ
শির দেবে, লাজ নাহি জেগেছে বীর নওজোয়ান।
চারিদিকে আজ গগণবিদারী পতনের আওয়াজ
তীব্র থেকে তীব্রতর আন্দোলনের ঝাঁঝ।
নির্বিচারে যতই চলুক দম্ভের প্রত্যয়
জনগণ পিছু হটে না হবেই হবে জয়।
বিষয়: বিবিধ
১২৬৯ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধ্বংস হয়েছে সবে৷
এমনই ধরাই কেহই নাহিক
রহিবেগো এই ভবে৷
আপনার গুরুত্বপূর্ণ উপস্থিতি ও মূল্যবান মন্তব্যটির জন্য জাজাকাল্লাহু খাইর। মহান রাব্বুল আলামীন আপনাকে সর্বাবস্থায় ভালো রাখুন, সুস্থ রাখুন এই প্রার্থনা রইলো।
তীব্র থেকে তীব্রতর আন্দোলনের ঝাঁঝ।
আপনি মেয়ে নন আপু যেন একটি বারুদ।
আপনার প্রেরনাময় উপস্থিতি ও মূল্যবান মন্তব্যটির জন্য জাজাকাল্লাহু খাইর। মহান রাব্বুল আলামীন আপনাকে সর্বাবস্থায় ভালো রাখুন, সুস্থ রাখুন এই প্রার্থনা রইলো।
আপনার প্রেরনাময় উপস্থিতি ও মূল্যবান মন্তব্যটির জন্য জাজাকাল্লাহু খাইর। মহান রাব্বুল আলামীন আপনাকে সর্বাবস্থায় ভালো রাখুন, সুস্থ রাখুন এই প্রার্থনা রইলো।
অক্ষমতার ময়দানে দাড়িয়ে নিপিড়িত মানবতার অব্যক্ত আর্তনাদ- হে আল্লাহ তুমি শুন না মজলুমানের ফরিয়াদ!!!
মহান রাব্বুল আলামীন আপনাকে সর্বাবস্থায় ভালো রাখুন, সুস্থ রাখুন এই প্রার্থনা রইলো।
রক্ষক আজ ভক্ষক সেজে হয়েছে দানব
ধন্যবাদ ভালো লাগলো
মহান রাব্বুল আলামীন আপনাকে সর্বাবস্থায় ভালো রাখুন, সুস্থ রাখুন এই প্রার্থনা রইলো।
যদি জনগণ তাগুত ছেড়ে শামিল হয়, আল্লাহর খিলাফাতে।
অবহেলা, পিছুহটা অথবা ভয় পাওয়া মুমিনের নহে কাজ
এসো কুরআনের পথে জওয়ান, বিজয়ের ডাক এসেছে আজ।
আপনার ছন্দময় কাব্যিক চয়ন দু’টি খুবই তাৎপর্যপূর্ণ। প্রত্যাশা আজ সবার জুলুমবাজরা পরাজিত হোক আর শহীদের রক্তে ভেজা যমীনে আল্লাহ্র দ্বীন প্রতিষ্ঠিত হোক। মহান রাব্বুল আলামীন আমাদের সকলের সৎ নিয়্যতগুলো কবুল করুণ। আমীন। ছুম্মা আমীন। মন্তব্যের জন্য জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন