Thumbs Up জনগণের বিজয় অত্যাসন্ন !! Thumbs Up

লিখেছেন লিখেছেন সন্ধাতারা ১৭ জানুয়ারি, ২০১৫, ০৯:১৩:১৮ রাত



ক্ষ্যাপা কুত্তারা ক্ষমতার মোহে করে গর্জন

নিমকহারামের দল মত্ত আজ পশুর মতন।

Shame On You

মেথরের দল প্রকাশ্যে বুকে চালায় গুলি

ডাস্টবিনে গলিত কলিজা, মাথার মথিত খুলি।

Shame On You

নির্লজ্জ কাপুরুষ বিক্রীত গোলাম দেখায় বুটের ভয়

জনগণের পয়সায় ঝুটা খেয়ে, চূড়ায় উঠতে চায়।

Shame On You

কী আজব! পিশাচের বেত্রাঘাতে জাগেনা জনগণ

উলঙ্গ ধর্ষিতা মা বোন নেই কোন আত্মসন্মান।

Shame On You

দেশে আজ ঘৃণ্য পিশাচ জল্লাদের আবির্ভাব

রক্ষক আজ ভক্ষক সেজে হয়েছে দানব।

Shame On You

গদির নেশায় বেহায়ারা ফেলছে তাজা লাশ

শহীদ বীরের গোরস্থানে, তোরা কলঙ্কিত কেনা দাস।

Shame On You

দ্বীন বাঁচাতে খোদার রাহে করেছে মরণ পণ

শির দেবে, লাজ নাহি জেগেছে বীর নওজোয়ান।

Shame On You

চারিদিকে আজ গগণবিদারী পতনের আওয়াজ

তীব্র থেকে তীব্রতর আন্দোলনের ঝাঁঝ।

Shame On You

নির্বিচারে যতই চলুক দম্ভের প্রত্যয়

জনগণ পিছু হটে না হবেই হবে জয়।



বিষয়: বিবিধ

১২৬৯ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

300575
১৭ জানুয়ারি ২০১৫ রাত ০৯:৩১
শেখের পোলা লিখেছেন : নমরূদ নাই, নাই এজিদ,
ধ্বংস হয়েছে সবে৷
এমনই ধরাই কেহই নাহিক
রহিবেগো এই ভবে৷
১৭ জানুয়ারি ২০১৫ রাত ০৯:৫৯
243219
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম.............শ্রদ্ধেয় সুহৃদ শেখের পোলা ভাইয়া। আপনার গুরুত্বপূর্ণ উপস্থিতি ও মূল্যবান মন্তব্যটি অসাধারণ হৃদয়ছোঁয়া ও সত্যিকারের বাস্তবতায় বিবেককে জাগ্রত করা। আপনার চমৎকার অনুভূতি সম্বলিত মন্তব্যটির জন্য জাজাকাল্লাহু খাইর। মহান রাব্বুল আলামীন আপনাকে সর্বাবস্থায় ভালো রাখুন, সুস্থ রাখুন এটাই প্রার্থনা রইলো।

Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
300577
১৭ জানুয়ারি ২০১৫ রাত ০৯:৩৪
বাকপ্রবাস লিখেছেন : Thumbs Up Thumbs Up Thumbs Up
১৭ জানুয়ারি ২০১৫ রাত ০৯:৫৯
243220
সন্ধাতারা লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck Happy Happy Happy Happy Happy Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
300578
১৭ জানুয়ারি ২০১৫ রাত ০৯:৪০
মোতাহারুল ইসলাম লিখেছেন : অনেক সময় আল্লাহ তাআলা অত্যাচারীকে তার পাপের পেয়ালা পূর্ণ করার সুযোগ দেন।
১৭ জানুয়ারি ২০১৫ রাত ১০:৩৫
243221
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম.............শ্রদ্ধেয় সুহৃদ ভাইয়া। আপনার গুরুত্বপূর্ণ উপস্থিতি ও মূল্যবান মন্তব্যটির জন্য জাজাকাল্লাহু খাইর। আপনার মন্তব্যের সাথে একশত ভাগ সহমত ভাইয়া। মহান রাব্বুল আলামীন আপনাকে সর্বাবস্থায় ভালো রাখুন, সুস্থ রাখুন এই প্রার্থনা রইলো।
300584
১৭ জানুয়ারি ২০১৫ রাত ১০:০১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আল্লাহই জানেন। তবে মানুষ মুক্তি চায়।
১৭ জানুয়ারি ২০১৫ রাত ১০:৪০
243222
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম.............শ্রদ্ধেয় সুহৃদ সবুজ ভাইয়া। আপনার সাথে সম্পূর্ণ একমত যে আল্লাহ্‌ পাকই সবকিছু জানেন। তবে আমাদেরকে সাধ্যমত চেষ্টা চালিয়ে যেতে হবে। বিদ্যমান আন্দোলনের যে ভয়াবহ রূপ সারা দেশব্যাপী পরিগ্রহ করেছে তা থেকে এটা অনুমেয় যে জনগণের বিজয় অত্যাসন্ন। কেননা মানুষ আজ জলন্ত জাহান্নামে বসবাস করছে এটা থেকে তারা পরিত্রাণ পেতে চায়।
আপনার গুরুত্বপূর্ণ উপস্থিতি ও মূল্যবান মন্তব্যটির জন্য জাজাকাল্লাহু খাইর। মহান রাব্বুল আলামীন আপনাকে সর্বাবস্থায় ভালো রাখুন, সুস্থ রাখুন এই প্রার্থনা রইলো।
300588
১৭ জানুয়ারি ২০১৫ রাত ১০:০৬
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : চারিদিকে আজ গগণবিদারী পতনের আওয়াজ
তীব্র থেকে তীব্রতর আন্দোলনের ঝাঁঝ। Thumbs Up Thumbs Up

আপনি মেয়ে নন আপু যেন একটি বারুদ।
১৭ জানুয়ারি ২০১৫ রাত ১০:৪৬
243223
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম.............শ্রদ্ধেয় সুহৃদ ভাইয়া। অন্যায় যে করে আর অন্যায় যে সহে উভয়েই সমান অপরাধী। আমি একজন অতি শান্তিপ্রিয় মেয়ে এতে কোনই সন্দেহ নেই। তাই বলে নিজের জন্মভূমি তথা মজলুমের আর্ত চিৎকারে নীরব ভূমিকা পালন করবো তা কী করে হয় বলুন ভাইয়া?
আপনার প্রেরনাময় উপস্থিতি ও মূল্যবান মন্তব্যটির জন্য জাজাকাল্লাহু খাইর। মহান রাব্বুল আলামীন আপনাকে সর্বাবস্থায় ভালো রাখুন, সুস্থ রাখুন এই প্রার্থনা রইলো।
Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
300605
১৮ জানুয়ারি ২০১৫ রাত ১২:৫৮
রফিক ফয়েজী লিখেছেন : জালিমের মসনদ তছনছ হয়ে আসুক সোনালী ভোর।সেই প্রত্যাশায়।
১৮ জানুয়ারি ২০১৫ রাত ০১:১৪
243232
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম.............শ্রদ্ধেয় সুহৃদ রফিক ফয়েজী ভাইয়া। ইতিহাস সাক্ষী কোন জালিম সরকার জুলুম করে মসনদ টিকিয়ে রাখতে পারেনি। বর্তমান শাসকও পারবে না ইনশাআল্লাহ।
আপনার প্রেরনাময় উপস্থিতি ও মূল্যবান মন্তব্যটির জন্য জাজাকাল্লাহু খাইর। মহান রাব্বুল আলামীন আপনাকে সর্বাবস্থায় ভালো রাখুন, সুস্থ রাখুন এই প্রার্থনা রইলো।

300615
১৮ জানুয়ারি ২০১৫ সকাল ০৫:৩২
কাহাফ লিখেছেন :
অক্ষমতার ময়দানে দাড়িয়ে নিপিড়িত মানবতার অব্যক্ত আর্তনাদ- হে আল্লাহ তুমি শুন না মজলুমানের ফরিয়াদ!!!
১৮ জানুয়ারি ২০১৫ বিকাল ০৫:৪৬
243277
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম.............শ্রদ্ধেয় সুহৃদ কাহাফ ভাইয়া। আপনার তীব্র অনুভূতি মিশ্রিত কাব্য ও ছন্দে ভরা লাইন দুটি খুবিই আবেগময় এবং হৃদয়স্পর্শী। চমৎকার মন্তব্যটির জন্য জাজাকাল্লাহু খাইর।
মহান রাব্বুল আলামীন আপনাকে সর্বাবস্থায় ভালো রাখুন, সুস্থ রাখুন এই প্রার্থনা রইলো।
Good Luck Good Luck Good Luck Good Luck
300971
২০ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৩১
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : দেশে আজ ঘৃণ্য পিশাচ জল্লাদের আবির্ভাব
রক্ষক আজ ভক্ষক সেজে হয়েছে দানব
ধন্যবাদ ভালো লাগলো
২০ জানুয়ারি ২০১৫ রাত ১০:০৬
243480
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সুহৃদ ভাইয়া। আপনার প্রেরনাময় উপস্থিতি ও মূল্যবান অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
মহান রাব্বুল আলামীন আপনাকে সর্বাবস্থায় ভালো রাখুন, সুস্থ রাখুন এই প্রার্থনা রইলো।
Good Luck Good Luck Good Luck Good Luck
303042
০৫ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০১:৩৬
যা বলতে চাই লিখেছেন : আপু, আপনার মূল্যবান অনেকগুলো লেখা এখনো পড়া হয়নি কারণ এগুলো অতি গুরুত্বের সাথে পড়ি। বিষয়বস্তুই আমার একমাত্র লক্ষ্য হওয়ায় বাক্য, ছন্দ, শব্দচয়ণ বা ভাষা একবোরে খেয়ালই করা হয়না। অথচ আপনার উপস্থাপনা আল হামদুলিল্লাহ্ অনেক উন্নত, মার্জিত, চিত্তাকর্ষক ও ভাবগম্ভীর। আর হ্যাঁ জনগণের বিজয় অত্যাসন্ন, কোন সন্দেহ নেই তাতে
যদি জনগণ তাগুত ছেড়ে শামিল হয়, আল্লাহর খিলাফাতে।
অবহেলা, পিছুহটা অথবা ভয় পাওয়া মুমিনের নহে কাজ
এসো কুরআনের পথে জওয়ান, বিজয়ের ডাক এসেছে আজ। Rose
০৫ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৩:০৬
245100
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সুহৃদ যা বলতে চাই ভাইয়া। আপনি অত্যন্ত বিনয়ের সাথে আমার মত একজন মূর্খ রমণীকে অসাধারণ উপস্থাপনায় এতো বিশেষণে বিশেষায়িত করেছেন যে পড়ে খুব সঙ্কোচ ও লজ্জাবোধ করছি। আমি কোন পেশাদার অভিজ্ঞ লেখিকা নই তা আমি ভাল করেই জানি। নিজেকে সেভাবে মূল্যায়নও করি। তবুও শুধুমাত্র বিবেকের তাড়নায় লিখা। আমার জন্য দোয়া করবেন ভাইয়া। আপনাদের মত মহৎপ্রাণ মানুষদের প্রেরণায় ও সান্নিধ্যে এখনো খুঁড়িয়ে খুঁড়িয়ে এ জগতে পথচলা।
আপনার ছন্দময় কাব্যিক চয়ন দু’টি খুবই তাৎপর্যপূর্ণ। প্রত্যাশা আজ সবার জুলুমবাজরা পরাজিত হোক আর শহীদের রক্তে ভেজা যমীনে আল্লাহ্‌র দ্বীন প্রতিষ্ঠিত হোক। মহান রাব্বুল আলামীন আমাদের সকলের সৎ নিয়্যতগুলো কবুল করুণ। আমীন। ছুম্মা আমীন। মন্তব্যের জন্য জাজাকাল্লাহু খাইর।
Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File