"রক্তের দাম নেই"
লিখেছেন লিখেছেন বিদ্রোহী কবি ১৮ জানুয়ারি, ২০১৫, ০১:২৮:৫৪ রাত
রক্তের দাম নেই
দাম নেই যুক্তির,
চারিদিকে হাহাকার
পথ খুঁজে মুক্তির।।
দিন দিন প্রতিদিন
দেশ উক্তপ্ত,
নাগরিক জীবনটা
কাটে অভিশপ্ত।।
নিরাপদ নেই কারো
ঘুম টুকু রাত্রীর,
টুস টাসে কেঁদে উঠে
শিশু আজ মাতৃর।।
নিরাপদ নেই হাতে
রাষ্ট্রের যন্ত্রের,
বিদ্রুপে হাসি দেয়
লাশ গণতন্ত্রের।।
----------১৭.০১.১৫
বিষয়: সাহিত্য
৯০২ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন