পর্দা করার জন্য বোরকা বানাতে গিয়ে বেপর্দা হবেন না ।

লিখেছেন লিখেছেন সত্যলিখন ১৮ জানুয়ারি, ২০১৫, ০১:৩০:২৭ রাত



আমি একবার আমার মামনির (ছেলের বৌ ) জন্য বোরকা বানাতে একটা বোরকার দোকানে যাই ।আমি সেখানে গিয়ে দেখি একজন পাঞ্জাবী দাড়ি টুপি পরা হুজুর একজন মেয়ের বোরকার মাফ নিচ্ছেন মেয়েটির গা থেকে । তা দোকানের আর কর্মচারীরা অপলক নয়নে পুলোকিত বদনে উপভোগ করছেন ।আমার কাছে ব্যাপারটা খুব খারাপ লাগল । আমার বোন হলে আমি কি চুপ থাকতাম এই অন্যায় দেখে।তাই

আমি সাথে সাথে হুজুর কে বললাম , আরেকজনকে পর্দা পরাতে গিয়ে আপুনি নিজেই তো বেপর্দা হয়ে জাহান্নামে যাচ্ছেন । ইসলামের লেবাস বিক্রয় সেলাইয়ের দোকান দিয়ে সেখানে অনৈসলামিক কাজ। হুজুর আমার উপর অগ্নিশর্মা হয়ে আমাকে বললেন , উলটা পালটা এই সব কি বলছেন ?

তখন আমি বললাম ইসলামের লেবাস পরা কিন্তু ইসলামের নুন্যতম ফরজ ওয়াজিব জানা থাকলে আপনি একজন বেগানা মহিলার গায়ে হাত দিয়ে এই ভাবে বোরকার মাফ নিতেন না ?

তাতে উনি অন্যায় স্বীকার না করে আমাকে বলেন ,

"আমরা দোকানের কর্মচারী আমাদের মালিকের খুশির জন্য অনেক কিছু করতে হয় "।

তখন আমি বললাম দুনিয়ার মালিককে খুশি করার জন্য ইসলামের লেবাসে আখিরাতের ভয়াবহ বিচার দিনের মালিকের কথা ভুলে গেলেন ?

হালাল বা হারাম না বেচে রিজিকটা খেতে গিয়ে তো ঈমানটাই খেয়ে ফেলছেন ।আপনার স্ত্রী কি জানেন আপনি প্রতিদিন কত হারাম মহিলার এই ভাবে শরীলের মাফ নিয়ে দিন পার করে ঘরে গিয়ে একজন হালাল মহিলার শরীলে হাত দিচ্ছেন ।

আর বাচ্ছাদের এই হারাম খাবার খাইয়ে তাদের কেও হারামের বাচ্ছা বানাচ্ছেন । যারা আপনার জন্য দেশের ও দশের জন্য কল্যানকর কিছুই বয়ে আনবে না ।

আপনি পর্দার বিধান না মেনে জাহান্নামী হবেন আর দেশের জন্য কিছু জাহান্নামী সন্তান উপহার দিয়ে যাবেন ।

পরে তিনি নিজের লাইন থেকে সরে এই বার বললেন," আপনাদের মত পর্দানশীল মহিলারা অনুমতি দেন তাই তো আমরা মাফ নি । উনারা রাজী না হলে তো আমরা নিতে পারতাম না ।"

তখন আমি বললাম আপনি যদি সেই সব বোনদের জানাতেন যে আপনি কাল আরেকটি আপনার গায়ে লাগা বোরকার এনে মাফ দেন আমি আমার আখিরাতের ভয়ে আপনার গায়ে থেকে মাফ নিতে পারব না । তা ছাড়া দোকানের মালিক কে বলতেন এই খানে মহিলাদের থেকে মাফ নেওয়ার জন্য একজন মহিলা কর্মচারী দেন ।আর না দিলে আমরা বোরকার মাফ গায়ে থেকে নিতে পারব না ।

প্রয়োজনে আমাদের কিছুটা বেতন কমায়ে দেন ।

যাক অবশেষে তিনি আলহামদুলিল্লাহ বুঝলেন ও বললেন খালাম্মা আজ আপনার মাধ্যমে াল্লাহ আমাদের আখিরাতের অনেক বড় পাপ থেকে বাচালেন ।আজ তাওবা করে আর এই কাজ করব না । আর দোকানে লিখে রাখব বোরকা সেলাই করতে আসার সময় সেম্পল বোরকা নিয়ে আসবেন ।

আপনিও আপনাদের প্রোগ্রামে সব বোনদের জানায়ে দিবেন । তাই আমিও আমার পর্দানশীল বোনদের বলব পর্দা করার জন্য বোরকা বানাতে গিয়ে বেপর্দা হবেন না । সামান্য একটু অসাবধানতার কারনে অনেক বড় পাপের ভাগিদার হবেন। বাহিরে যারা বেগানা পুরুষের জন্য চতর ডাকছেন দোকানের দোকানদারও সেই বেগানা পুরুষ । একটা ফুরান বোরকা নিয়ে যাবেন । আর ডিজাইন ডিজাইন বুক দেখে পছন্দ করে দিবেন । আমার এই মেসেজটা অন্য বোনদের জানিয়ে দিবেন ।।

আমাদের পুরুষদের মাঝে অনেকে মেয়েদের দেহ কে হিজাবের ব্যাপারে উতসাহিত না করে তাদের তীক্ষন ব্রেইন কে হিজাবের আবরনে ঢেকে রাখার প্রানপন চেষ্টা করছেন । এতে মনে হয় উনারা ভাবেন পুরুষ শাসনে থাকা মেয়েরা আর মুখ তুলে কোন অন্যায়ের জোরালো প্রতিবাদ জানাবার সাহস পাবে না । ফলে উনারা যা ইচ্ছে তাই করার একটা অঘোষিত লাইসেন্স পেয়ে যাবে । আমার অনেক বোনেরা বলেন আপু সাহেব বলেন ,আমি পর্দাশীল হয়ে কোরানের তালিমে বসে নাকি বেশি চালাক হয়ে যাচ্ছি ।তাই আর তালিমে যেতে না করেছেন ।

তখন বলি ,আপু যুগে যুগে এই কোরানের ধারক বাহকরা অন্যায় জুলুম শোষন অজ্ঞতা ও অন্ধত্বের ভ্রান্তির বেড়াজাল থেকে বের হয়ে আলোর পথে এসে তাগুতের বিরুদ্ধে প্রতিবাদি ভুমিকা রেখেছে । তাই আল্লাহ তোমার আমল কবুল করছে আর শয়তান তোমার স্বামীর মাধ্যমে সত্যের পথের বাধা হয়ে দাড়িয়েছে। তুমি উত্তম আচরনের মাধ্যমে দেখিয়ে দাও ইসলাম তোমাকে সুপথে এনেছে ।

আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দান করুন ।সঠিক ভাবে ইসলাম জানার ও মানার তাওফিক দান করুন ।



বিষয়: বিবিধ

২২১৭ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

300611
১৮ জানুয়ারি ২০১৫ রাত ০২:১৮

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 7228

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> ফুয়াদ পাশা লিখেছেন : মুসলিম পুরুরা খুব ধর্ষন প্রবন, যৌন উন্মাদগ্রস্থ। মেয়ে মানুষকে নিরেট যৌন সামগ্রী ছাড়া আর কিছু ভাবতে শিখেনি। এজন্যই মুসলিম সমাজে বোকার এত কদর। ধন্যবাদ।
১৮ জানুয়ারি ২০১৫ রাত ০৩:২৯
243238
সত্যলিখন লিখেছেন : মুসলিম জাতি ধ্বংস হয়েূছে শুধু মদ নারী আর জুয়ার ভোগ বিলাসের নেসায় বিভোর হয়ে ।এখন যদি তাদের হুস না হয় তা হলে ইসলামের অনেক ক্ষতি সাধন হবে ।
১৮ জানুয়ারি ২০১৫ সকাল ০৭:০৫
243249

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 10348

Filename: views/blogdetailpage.php

Line Number: 917

"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : ঠিক, মুমিন পুরুষ'রা খুব ধর্ষন প্রবন। যে কারনে শুধু মুস্লিম সমাজেই মেয়েদের বোরকা পরা জরুরী। @ পাশা ভাই।
300614
১৮ জানুয়ারি ২০১৫ সকাল ০৫:১৭
কাহাফ লিখেছেন :
অতি প্রয়োজনীয় একটি বিষয়ে যুক্তিপুর্ণ দৃষ্টি আকর্ষণ করায় অনেক ধন্যবাদ ও জাযাকিল্লাহু খাইরান হে শ্রদ্ধেয়া!
শুধু বোরকা-হিজাব নয় মেয়েদের সকল পোষাক তৈরীতেই এমন অনাকাংখিত ঘটনাগুলো ঘটছে!
মেয়েরা সহ তাদের অভিভাবক ও সংশ্লিষ্ট সকল কে দ্বীনের হুকুম 'পর্দা' পালনে আরো সচেতনতার পরিচয় দিতেই হবে!
আল্লাহ আমাদের তৌফিক দিন! আমিন!!
১৮ জানুয়ারি ২০১৫ সকাল ০৬:৫৮
243248

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 10348

Filename: views/blogdetailpage.php

Line Number: 917

"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : বুকের ব্যাথায় অস্থির হয়ে আল্লা/খোদ বলে শত চিৎকার চিক্কুরে যখন কাজ হয় না তখন পুরুষ ডাক্তারের কাছে যেতে সমস্যা নেই, নাকি???
১৮ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৪৭
243286
সত্যলিখন লিখেছেন : আল্লাহর ভয় না থাকলে মানুষ আর মানুষের মাঝে থাকে না ।মানুষ হয়ে যায় নর্দমার কীট।আল্লাহ আপনাকেও দুনিয়াও আখিরাতে উত্তম প্রতিদান দান করুন ।
300619
১৮ জানুয়ারি ২০১৫ সকাল ০৬:৫৭

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 10348

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : বুকের ব্যাথায় অস্থির হয়ে আল্লা/খোদ বলে শত চিৎকার চিক্কুরে যখন কাজ হয় না তখন পুরুষ ডাক্তারের কাছে যেতে সমস্যা নেই, নাকি???
২০ জানুয়ারি ২০১৫ রাত ১২:৪৩
243371
সত্যলিখন লিখেছেন : সূরা ইয়াসীন:10 - আপনি তাদেরকে সতর্ক করুন বা না করুন, তাদের পক্ষে দুয়েই সমান; তারা বিশ্বাস স্থাপন করবে না।
300620
১৮ জানুয়ারি ২০১৫ সকাল ০৭:২৯
মোতাহারুল ইসলাম লিখেছেন : ধন্যবাদ । সচেতনতা মূলক পোস্ট।
২০ জানুয়ারি ২০১৫ রাত ১২:৪৬
243372
সত্যলিখন লিখেছেন :
300632
১৮ জানুয়ারি ২০১৫ সকাল ১০:৩৫
নেহায়েৎ লিখেছেন : এরা মাপ দিতে যায়! আর এই পুরুষগুলোও মাপ দিয়ে মজা পায়।

২০ জানুয়ারি ২০১৫ রাত ১২:৪৮
243373
সত্যলিখন লিখেছেন : হে আমাদের রব, আমাদেরকে এবং আমাদের সেই সব ভাইকে মাফ করে দাও যারা আমাদের আগে ঈমান এনেছে৷ আর আমাদের মনে ঈমানদারদের জন্য কোন হিংসা-বিদ্বেষ রেখো না৷ হে আমাদের রব, তুমি অত্যন্ত মেহেরবান ও দয়ালু৷
300633
১৮ জানুয়ারি ২০১৫ সকাল ১০:৫২
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : আল্লাহ আমাদের মেয়েদের সঠিক বুঝ দিন।
২০ জানুয়ারি ২০১৫ রাত ১২:৪৮
243374
সত্যলিখন লিখেছেন : প্রয়োজনের সময় মুখ না খোলা এবং
অপ্রয়োজনে কথা বলা সমান দোষের কাজ।
___হযরত আলী ( রাঃ)
300639
১৮ জানুয়ারি ২০১৫ দুপুর ১২:৪৮
আবু ফারিহা লিখেছেন : অাল্লাহ সকল মা-বোনদেরকে এ ব্যপারে সতর্ক হওয়া ও সঠিক ইসলাম বোঝার তৌফিক দিন।
২০ জানুয়ারি ২০১৫ রাত ১২:৫২
243375
সত্যলিখন লিখেছেন : ইয়া আল্লাহ,
তুমি আমাদেরকে ক্ষমা কর।
আমাদেরকে তুমি দয়া কর।
সকল প্রকার গজব হতে আমাদের তুমি রক্ষা কর।
তুমিতো আমাদের একমাত্র মালিক।
তুমি ছারা আর কে আমাদের রক্ষা করবে।
হে আল্লাহ,আমাদের তুমি তোমার পথে ও তোমার নবীর পথে চলার তৌফিক দান কর।
সারা পৃথিবীর সকল মুসলমান দেরকে তুমি হেফাজত কর আমিন,,,,,,,,,??
300718
১৯ জানুয়ারি ২০১৫ রাত ১২:১২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই সমস্যা সমাধান কিন্তু অনেক সোজা। এবং এতে কিছু নারির কর্মসংস্থান ও হয় উপযুক্ত ক্ষেত্রে। কিন্তু আমরা যতটা পর্দা নিয়ে বক্তৃতা করি তার এক শতাংশও এর প্রকৃত প্রয়োজন বুঝিনা।
২০ জানুয়ারি ২০১৫ রাত ১২:৫৫
243376
সত্যলিখন লিখেছেন : রাষ্টপ্রধান যদি দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়,তখন তার এ অযোগ্যতার কারণেই দেশ ধ্বংসস্তুপে পরিণত হয়
___ফরিদ উত্তার (রহ.)
300889
২০ জানুয়ারি ২০১৫ সকাল ০৯:২৮
sarkar লিখেছেন : ভালো লাগলো। অনেক ধন্যবাদ।
২৩ জানুয়ারি ২০১৫ রাত ০১:৩২
243777
সত্যলিখন লিখেছেন :

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File