শৈশব স্মৃতি- শ্রদ্ধেয় ভিশু, ইমরান এবং অন্যান্য ব্লগার ভাই ও বোনদের উদ্দেশ্যে দু’টি কথা
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ০৯ সেপ্টেম্বর, ২০১৪, ০৩:২৪:০১ রাত
আমাদের সর্বজন শ্রদ্ধেয় গুণী ও মেধাবী ভিশু ভাইয়ার দীর্ঘ অনুপস্থিতির কারণে ওনার পুরানো পোষ্টে মন্তব্য করতে গিয়ে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয় বৃত্তাপু ও সাদিয়া আপুর দু’টি মন্তব্যে আমার দৃষ্টি নিবদ্ধ হয়। তাঁদের মনোকষ্ট ও বেদনার সাথে আমিও একাত্ম হয়ে বিষয়টি গভীরভাবে অনুভব করি। এরপর অন্য একদিন আবারও ভিশু ভাইয়াকে ফেরানোর প্রচেষ্টায় মন্তব্য করবো এই নিয়্যতে মোবাইল অন করতেই দেখি ভিশু ভাইয়ার পোষ্ট। ওনার নতুন পোষ্টটি দেখে আমি যারপর নাই আনন্দিত হয়ে উঠি।
একথা ঠিক যে আমাদের ব্লগেই পরিচয়, কেউ কাউকে আমরা ব্যক্তিগতভাবে চিনিনা, জানিনা তবুও সমাজের অন্যায়, অসঙ্গতি, রাজনীতি ও ধর্মীয় মূল্যবোধের আলোকে নানান বিষয়ে তাঁদের অতুলনীয় বিষয়ভিত্তিক লিখাগুলো পাঠকের মন জয় করতে সক্ষম হয়েছে। এমন অসংখ্য ব্লগারের মধ্যে আমাদের ভিশু ভাইয়া, ইমরান ভাইয়া, ফাতিমা মারিয়াম আপুজিসহ অনেকেই আছেন। তাঁদের নিজস্ব গুণাবলীর কারণেই ব্লগে তাঁরা অনেক জনপ্রিয়। সন্মান এবং শ্রদ্ধায় তাঁরা পাঠকের মনের মণিকোঠায় স্থান করে নিয়েছেন। তাঁদের অনুপস্থিতি বিডি পরিবার ভীষণভাবে অনুভব করে, মনোকষ্ট পায়।
আমাদের গুণী, চিন্তাশীল ও মেধাবী ব্লগার ভিশুজ্বি, ইমরানজ্বিসহ অন্যান্য সকলের মধ্যে (দু একজন ব্যতিরেকে) বিডি পরিবারের ঐক্য, শান্তি, শৃঙ্খলা ও সর্বোপরি পরিচ্ছন্ন বিনোদন আনায়নে এক চমকপ্রদ গুরুত্বপূর্ণ ভূমিকা সবসময়ই বিদ্যমান ছিল এবং আজো আছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য তাঁদের ভিতরে অনেক অব্যক্ত মনোকষ্ট ও বেদনাময় অভিজ্ঞতা আছে। যা কারোরই কাঙ্ক্ষিত নয়। এহেন পরিস্থিতিতে সবার প্রতি আমার বিনীত অনুরোধ সকল কালিমালিপ্ত বিষয়কে দূরে রেখে সমাজ, দেশ এবং জাতিকে বাঁচাতে সর্বোপরি আল্লাহ্র সন্তুষ্টির কথা বিবেচনায় রেখে বিডি পরিবারকে স্বাচ্ছন্দ্যময় শান্তিপূর্ণ পরিবেশ উপহার দিতে সকলেই দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করুণ। ব্লগ ছেড়ে চলে যাওয়া কোন সমস্যার সমাধান নয়। আমরা যেন একে অন্যের প্রতি উদার, মার্জিত, নম্র, সহিষ্ণু ও হৃদয়বান হই। কোন অবস্থাতেই যেন বেদনাহত জীবন্ত প্রবালের ধাক্কায় আমাদের স্বপ্নের দ্বীপগুলো ভেঙ্গে চুরমার না হয়ে যায়।
মহান আল্লাহ্র সন্তুষ্টি ও তাঁর হুকুম আহকাম সাধ্যানুযায়ী সুচারুরূপে সম্পন্ন করার অভিপ্রায়ে আমরা যেন সর্বদা আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখি আগামী দিনের আলোকোজ্জ্বল সম্ভাবনাময় পৃথিবীর প্রত্যাশায়। আগামী প্রজন্মের জন্য শান্তিময় বাসযোগ্য গড়ার মানসে এই দায়িত্বের গুরুভার আমরা যেন স্বতঃস্ফূর্তভাবে নিজেদের কাঁধে তুলে নেই। মহান রাব্বুল আলামীনের সন্তুষ্টির কথা বিবেচনায় রেখে কারও দেয়া কটূক্তি, অন্যায় অপবাদ, অপমান আমাদের সৃজনশীলতা, খোদাভীরুতা, আত্মবিশ্বাস, দৃঢ়তা ও চলার গতিপথকে যেন কোন অবস্থাতেই বাধাগ্রস্থ ও কণ্টকাকীর্ণ করতে না পারে। সব পরিকল্পিত পাহাড়সম বাধার প্রাচীর ডিঙ্গিয়ে আমরা একসাথে পথ চলবো ইনশাল্লাহ। ব্লগ পরিবারের সকলের সুস্থতা, সার্বিক মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করে ভিশু, ইমরান ভাইয়া, আফ্রজাপু, মারিয়াম আপু, বৃত্তাপু, সাদিয়াপু, হ্যারি ও আওনসহ অন্যান্য সকলের শৈশব স্মৃতির অপেক্ষায়......।
বিষয়: বিবিধ
১৭৯৫ বার পঠিত, ৫২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহপাক সব দেখছেন।
ধন্যবাদ আপনাকে হৃদয় ছোঁয়া লেখাটির জন্য।
জাজাকাল্লাহু খাইর।
ধন্যবাদ।
সবার শৈশবের দিনগুলোর কথা পড়তে সত্যি ভাল লাগছে। ভিশু ভাইকে ধন্যবাদ এমন আয়োজনের জন্য। ধন্যবাদ আপু আপনাকে
আসলে খারেজিদের নিয়ে কিছু পড়ালেখা করলাম আর দেখলাম আমার ভিতরেও কিছু থাকতে পারে সেই ভয়ে একটু মর্মাহত ছিলাম।
সেজন্য একটু দুরে যাবার চেষ্টার করছিলাম।
===
আমরা শৈশবের কথা মনে নাই কি যে করছিলুম ভুলেই গেছি মাথার হার্ড ডিস্কে ব্যাড সেক্টর হইছে মনে হচ্ছে
তবে খেয়াল আছে একদিন হেডসার বাংলা ২য় পার্টের কিছু পড়া দিছিলো সেই পড়া কম্পি্লট করতে না পেড়ে স্যারের মাইরের আগেই কেন্দে দিছিলুম
এখন সারের কাছে গেলে সার হাসিমুখে কথা বলে আর আমার মাইরের কথা স্বরন হয়
জাজাকাল্লাহু খায়রান।
অভিজ্ঞতা শেয়ার করার জন্য অন্নেক ধন্যবাদ।জাজাকাল্লাহু খাইর।
এত্তোকিছু, কত্তোকিছু লিক্সেন...
আমি কি বলবো! ভীষণ লজ্জা পাচ্ছি! আমি কিছুই বলতে পারছিনাহ... অনেক অন্নেক কৃতজ্ঞতা জানবেন শ্রদ্ধেয়া আপুজ্বি...
মাথায় গোবর ছাড়া কিছুই নাই তবু আপনাদের দেখাদেখি দু চার লাইন লিখার চেষ্টা করি। তাই অনুরোধ কোথাও যাবেন না। আমাদের ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
মন্তব্য করতে লগইন করুন