কথা দিচ্ছি আমাদের সাধ্যমত সাহায্যের হাত পৃথিবীর যে কোন প্রান্তে পোঁছে যাবে ইন-শা আল্লাহ।
লিখেছেন লিখেছেন ওরিয়ন ১ ০৯ সেপ্টেম্বর, ২০১৪, ০৭:০৭:৪৯ সকাল
আজকাল ব্লগে, ফেসবুক, ইমেইল আর নেট এ প্রচুর উদ্দীপনা মূলক লিখা পাই। সবাই শুধু লিখে যায়। একে অন্যকে আদেশ,উপদেশ, নসিহত। এই করা উচিত, ঐ করা উচিত, এভাবে হয় না, ঐভাবে যায় না, মুসলমানদের ইতিহাস ঐতিহ্য, সাহাবা চরিত আরো কত কি!
চারিপার্শ্বে খুবই কম মানুষই দেখি নিজেকে ইনিসিয়েটিভ নিতে। মাসে না হউক অন্তত বছরে একবার হলেও অনলাইনে যেসব ওয়াজ নসিহত করছেন, সে সবের সাথে নিজেকে সম্পৃক্ত করুন।
আমাদের মনে রাখতে হবে, সাহাবা চরিত সাহাবা ( রাঃ) এর জীবনের কল্পকাহীনী নয়, সাহাবাদের জীবনের অমূল্য কর্মটাই উনাদের জীবনীতে উঠে এসেছে। আর তাই কি করা উচিত, কি করা উচিত নয়, আমি কি মনে করি, উনি কি মনে করেন এসব না লিখে, আমি কি করলাম, কিভাবে করলাম, নিজের এক্সপেরিয়েন্স শেয়ার করুন,অন্যরা উদ্দীপনা পাবে। আমার দেখাদেখি অন্যজন শুরু করবে।
আলহাদুলিল্লাহ, আমরা শুরু করছি সিডনীতে,
https://www.facebook.com/DawahPeopleAustralia?ref=hl
এবার আপনার পালা। কথা দিচ্ছি আমাদের সাধ্যমত সাহায্যের হাত পৃথিবীর যে কোন প্রান্তে পোঁছে যাবে ইন-শা আল্লাহ।
বিষয়: বিবিধ
১০৫৪ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন