একটি বর্ষণমূখর সন্ধ্যা এবং আমার মধুময় স্মৃতির পাখীরা

লিখেছেন লিখেছেন সন্ধাতারা ০৯ আগস্ট, ২০১৪, ০৫:১২:০০ বিকাল



একদিন প্রবল বর্ষণমূখর সন্ধ্যায় আমি যখন আমার ভাইবোনদের নিয়ে ঈদের পরিকল্পনায় ব্যস্ত ঠিক তখনই কানে ভেসে আসলো এক দরাজ গলার মিষ্টি মধুর অতি পরিচিত কণ্ঠস্বর। মনের অজান্তেই অবিশ্বাস্যকরভাবে সেই সুরের ভাবাবেগ আমার হৃদয়তন্ত্রীকে নাড়িয়ে দিল। কৌতূহল নিয়ে তাকিয়ে দেখি এযে সত্যিই বাস্তব কল্পনা নয়। আমার প্রথম স্কুল জীবনের অতি শ্রদ্ধেয় প্রধান শিক্ষক “হানিফ স্যার” তখন আমার সামনে দাঁড়িয়ে। যিনি জ্ঞানে-গুণে, চিন্তা-চেতনায়, মন-মননে, সৎসাহসে, ন্যায়বোধে এবং পাহাড়সম নীতি-আদর্শের এক দ্বীপ্তিময় আলোকিত শিক্ষকের প্রতীক। আমি আনন্দে বিস্ময়ে তখন কিংকর্তব্যবিমূঢ়। বিশাল ব্যক্তিত্বের অধিকারী এই মানুষটি মুষলধার বৃষ্টিকে উপেক্ষা করে ছাতা মাথায় দিয়ে আজ আমাকে দেখতে এসেছে বহু বছর পর। লজ্জায় অপমানে কষ্টে নিজেকে ধিকৃত করলাম।

আমি তখন ঢাকায় থাকতাম। প্রায়ই মা’কে জিজ্ঞাসা করতাম আমার শিক্ষকদের ব্যাপারে। যাদের চরম আত্মত্যাগ, অপরিসীম দায়িত্ববোধ আর অনুপম স্নেহশীল সুদৃষ্টিভঙ্গির কারণে আজকের এই আমি। আমার জীবনের যেটুকু প্রাপ্তি বা অর্জন সম্ভব হয়েছে সেটা মূলতঃ পরিবারের পাশাপাশি এই গুরুজনদের অতুলনীয় অনুগ্রহ, সন্তুষ্টি, আনুকল্য, ও দূরদৃষ্টির কারণে। তাই মাঝে মাঝেই কিছু একটা করার অনেক চিন্তা মাথায় আসতো আমার প্রিয়ভাজন শিক্ষদেরকে নিয়ে। কিন্তু অলঙ্ঘনীয় বাস্তবতা তা হতে দেয়নি কখনও। তাই সে ঈদে দায়সারাভাবে আমার বেশ কয়েকজন আদর্শ শিক্ষকদের জন্য ক্ষুদ্র কিছু উপহার সামগ্রী কিনেছিলাম। ঈদের ছুটি ছিল কম তাই বাধ্য হয়েই ভাইদের দ্বারা পাঠিয়ে দিয়েছিলাম তাঁদের কাছে। পরে ওনার সহধর্মিণীর কাছে জানতে পেরেছি উনি সেটি পেয়ে আনন্দে কান্নায় ভেঙ্গে পড়েছিলেন। পরের দিন নিজের উপর অর্পিত দায়িত্ব সম্পাদন করে তাই বেলাশেষে তিনি তাঁর হৃদয়ের অনুভূতিটুকু জানাতে এসেছিলেন আমার কাছে।

স্যারকে দেখে মনের অজান্তেই একে একে মনের রংধনুতে ভেসে উঠলো সেইসব মধুময় স্মৃতির পাখীরা। খুব ভোরে কেউ জেগে উঠার আগেই বকুল তলা থেকে তাজা ফুল কুড়িয়ে এনে মালা গেঁথে সাথে রাখা, পাকা আম-জাম কুড়ানো। মক্তবে গিয়ে আরবী শেখা। তারপর নাস্তা সেরে স্কুলের দিকে রওয়ানা দেয়া। সেখানেও কেটেছে ব্যস্ত মায়াময় মুহূর্ত। ক্লাস শুরুর প্রারম্ভে সারিবদ্ধভাবে সকলেই দু’কাতারে দাঁড়িয়ে যেত আর আমরা তিনজন দাঁড়াতাম মাঝখানে “জাতীয় সঙ্গীত” পরিবেশন করার জন্য। কী মনোরম সেই দৃশ্য। তারপর প্যারেড করতে করতে ক্লাস রুমে ঢুকে পড়া। সুন্দর সাম্য-ভ্রাতৃত্ব আর শৃঙ্খলার হৃদয় জুড়ানো দৃশ্য। তারপর ব্রেকে খেলাধুলা এবং বিনোদনমূলক আয়োজন। সাথে থাকতো মাসিক, ত্রয়মাসিক বাৎসরিক প্রতিযোগিতা।

খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনে ছিল আমার একচ্ছত্র দাপট। খেলাধুলা, গজল, কবিতা আবৃতিতে জুটতো একসাথে অনেক অনেক পুরুস্কার। একবার দেশের বাহিরেও অংশগ্রহণ করে ছয়টি প্রথম পুরুস্কার পেয়েছিলাম। এর পাশাপাশি পড়াশুনায় নিয়মিত ভাল ফলাফলের কারণে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা হতো আমার খালা সম্পর্কীয় সমবয়সী এক ক্লাসমেট ও আরেকজনের সাথে। সে এক বিশাল মধুর স্মৃতি। সেটা না হয় সময় হলে আরেকদিন শুনিয়ে দিব।

এসব ভাবতে ভাবতে মুহূর্তেই স্যারের কথায় সম্বিৎ ফিরে এলো সাথে হতাশা, আশঙ্কা, অনিশ্চয়তা আর অন্ধকারের গ্লানি। মনটা বেদনাহত হল ভীষণভাবে। এ কি শুনছি আমার প্রিয় স্কুলটির ব্যাপারে। স্যার এখন অবসরপ্রাপ্ত। তাই কষ্ট বয়ে বেড়ানো ছাড়া তাঁর আর কোন গত্যান্তর নেই। বড় অসহায় সে আজ বয়সের কাছে। তবুও ভিতরে প্রতিবাদের আগ্নেয়গিরির দাবানল। যার সংগ্রামী চেতনা, আত্মসন্মান ও ব্যক্তিত্ববোধ দৃঢ় হিমাচলসম। তাই চারিদিকে অধিকাংশ শিক্ষকদের চারিত্রিক ও নৈতিক অধঃপতনের বীভৎস অরুচিকর দৃশ্য তাঁকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল। পাশে বসে ওনার হৃদয়ের আর্তনাদ কিছুটা হলেও আঁচ করতে পাচ্ছিলাম। সত্যিই জাতি আজ ধ্বংসের কিনারায়। পরিকল্পিতভাবে শিক্ষার নামে চলছে ধর্ষণবাজী, চাঁদাবাজি, জুলুমবাজি আর অপশিক্ষার মহড়া।

যারা মানুষকে জিম্মি করে মিথ্যার ঘোরে জীবিকা আহরণের পেশা বানিয়ে নিয়েছে। এসব স্বঘোষিত মাস্তানদের অনেক ক্ষমতা! তাদের সামনে প্রতিবাদ জানালেই জোটে লাশের মিছিল!! জাতি হিসাবে আজ আমরা কোথায়? করনীয় কি কিছুই নেই?!!! আমরা কি এভাবেই চেয়ে চেয়ে দেখবো?!!! নিজেকে নিজেই প্রশ্ন করলাম আমি। তাঁর নিজ হাতে গড়া শিক্ষা প্রতিষ্ঠানটিতে যারা ঐক্যের বদলে দলাদলি ভাঙ্গন, সহমর্মিতার পরিবর্তে অপমান, শান্তির বিপরীতে প্রতিহিংসার প্রতিযোগিতায় মত্ত তাদের কথা স্মরণে রেখে শান্তিপ্রিয় মানুষগুলোর মন আজ ছিন্ন ভিন্ন অজানা এক অনিশ্চয়তা ও আতঙ্কে। আমার প্রিয় স্যার সেদিন অনেক কষ্ট পেয়ে কাঁদলেন এবং কাঁদালেন অতীতের কিছু সুখ দুঃখময় স্মৃতি রোমন্থন করে।

স্কুল প্রাঙ্গন জুড়ে ছিল অনেক চিত্তাকর্ষক শিক্ষণীয় লিখা। যেমন ‘Knowledge is Power’ ‘ Man is Mortal’ ইত্যাদি। মনে হল সৃষ্টির সেরা জীব হিসাবে আমাদের মূল্যায়ন কেমন হওয়া উচিৎ? আমাদেরকে মরতে হবে এই সত্যটি আজ আমরা বেমালুম ভুলে গেছি। তাইতো নিশ্চিন্তে ডুবে আছি মহাপাপের অতল সমুদ্রে। “মানুষ মরণশীল” আমরা এই চির সত্য কথাটি কীভাবে ভুলে যাই?! মহান রাব্বুল আলামীন পবিত্র কোরআনে বলেছেন, “যখন মানুষের প্রাণ কণ্ঠনালীতে এসে পৌঁছায় তখন তারা অসহায়ের মতো তাকিয়ে থাকে”। (সূরা বাকারাঃ ৮৪)

কিছুদিন পর মায়ের কাছে জানতে পেলাম সমস্ত কষ্ট যন্ত্রণা নিয়ে প্রতিবাদের আগুন ঝরানো মানুষটি অতি নীরবে নিভৃতে এক বুক অভিমান নিয়ে চলে গেছেন না ফেরার দেশে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। রেখে গেছেন সন্তানের মমতা দিয়ে নিজের হাতে তৈরি করা অগণিত সুযোগ্য স্নেহধন্য সুযোগ্য শিক্ষার্থী। যারা আজ নিজ নিজ ভূবণে আলো ছড়াচ্ছেন। সুপ্রিয় পাঠক আপনাদের কাছে বিনীত প্রার্থনা আপনারা সকলেই আমার শ্রদ্ধেয় এই প্রধান শিক্ষকের জন্য প্রাণভরে দোয়া করবেন। আল্লাহ্‌ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন। আমীন।



বিষয়: বিবিধ

১৬৬৩ বার পঠিত, ৫৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

252588
০৯ আগস্ট ২০১৪ বিকাল ০৫:২৪
দিশারি লিখেছেন : এ ধরনের একটি লেখা মনে হয় আগেও পড়েছি আপু।
০৯ আগস্ট ২০১৪ বিকাল ০৫:২৮
196679
সন্ধাতারা লিখেছেন : আসসালামুয়ালাইকুম আপুজ্বি। লিখাটি এইমাত্র লিখলাম। সুতরাং আগে যে পড়েননি তা একশত ভাগ নিশ্চিত সত্যিই। প্রথম মন্তব্যের জন্য অনেক অনেক দোয়া ও শুভেচ্ছা। জাজাকাল্লাহু খাইর।Good Luck Good Luck Good Luck
০৯ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৪১
196683
দিশারি লিখেছেন : আবার সেই আপু!!!Surprised Surprised Surprised
বারবার একই ভুল...Frustrated Frustrated Frustrated
০৯ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:০১
196689
সন্ধাতারা লিখেছেন : অনেক অনেক স্যরি ভাইয়া। এজন্য যে শাস্তি দেন সুখ চিত্তে বরণ করে নেবো!Winking) Winking) Winking)
১১ আগস্ট ২০১৪ দুপুর ১২:৪৫
197278
দিশারি লিখেছেন : হ, টুডে ব্লগ কর্তৃপক্ষরে কইয়াম...
তাইনেরা জেনো ব্লগার গো নামের পাশে একখান সাইনবোর্ড লাগাইয়া দেন যে- ইহা হইতাসেন গিয়া পুরুষ, আর ইহা হইলেন ললনা।। <:-P <:-P Clown
১১ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৩২
197306
সন্ধাতারা লিখেছেন : Is it?
১১ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৫২
197342
দিশারি লিখেছেন : হুমTongue Tongue Tongue
১২ আগস্ট ২০১৪ দুপুর ০৩:১৩
197539
সন্ধাতারা লিখেছেন : It is better for me though!
252590
০৯ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৩৫
আহ জীবন লিখেছেন : স্যার এর হাতের মাইর খাওয়ার কথা মনে করাইয়া দিলেন।
০৯ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:০৩
196690
সন্ধাতারা লিখেছেন : আসসালামুয়ালাইকুম প্রিয় ভাইয়া। তার মানে ছোট্ট বেলায় অনেক দুষ্টু ছিলেন বুঝি??Crying Crying Crying
০৯ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:৪১
196701
আহ জীবন লিখেছেন : দুষ্ট ছিলাম তবে বেশি না, না বুঝেই দুস্তমি করতাম।
০৯ আগস্ট ২০১৪ রাত ০৯:২৪
196779
সন্ধাতারা লিখেছেন : তাই বুঝি?Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
০৯ আগস্ট ২০১৪ রাত ১০:৪৩
196837
আহ জীবন লিখেছেন : হ।
১০ আগস্ট ২০১৪ রাত ০১:০৬
196890
সন্ধাতারা লিখেছেন : হাসলাম ভাইয়া।Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
252594
০৯ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৫৭
বুড়া মিয়া লিখেছেন : কিছু সরকারী শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া বাকী সব এখন ত্যন্ত লাভজনক ব্যবসা প্রতিষ্ঠান, এতে করে সরকারী স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগুলোও না পারতে ব্যবসায় জড়িয়ে যাচ্ছ। আর চারিত্রিক বিষয়গুলো তো সমাজের বন্ধ্রে রন্ধ্রে – কি হবে কে জানে।

দোয়া রইলো ভালো সব গত শিক্ষকদের জন্য ...
০৯ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:০৯
196696
সন্ধাতারা লিখেছেন : আসসালামুয়ালাইকুম। আপনার মূল্যবান মতামতটি অনেক চিন্তার খোরাক বহন করে। আমার ছেলে আওন তো আপনাকে ডাডু ডাকে তাই চিন্তা করতেছি আপনাকে কী বলে সম্বোধন করা যায়??!!! দোয়া করবেন আমার জন্য।Happy Happy Happy
০৯ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:২৮
196699
বুড়া মিয়া লিখেছেন : আওণ ছাড়াও এখন মাঝে মাঝে অন্যদেরও দেখি আমাকে দাদা/দাদু ডাকে; আপনার ছেলে যেহেতু দাদু ডাকে - তবে তো আমাকে শ্বশুর-আব্বু ডাকতে হবে!

দোয়া রইলো আপনার জন্যও।
০৯ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৩৯
196724
সন্ধাতারা লিখেছেন : শুকরিয়া। আজ থেকে আপনি আমার শ্রদ্ধেয় শ্বশুরআব্বা। Happy Happy Happy
252604
০৯ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:২৫
আতিক খান লিখেছেন : স্কুল জীবনের অনেক শিক্ষকের কথা মনে করিয়ে দিলেন। ভালো লাগলো লেখাটা। আল্লাহ উনাকে জান্নাতবাসী করুন। Good Luck Good Luck
০৯ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৪৫
196728
সন্ধাতারা লিখেছেন : আসসালামুয়ালাইকুম ভাইয়া। স্কুল জীবনের এতো সুন্দর নির্মল স্মৃতি লিখতে বসে কেবলি মনে হচ্ছিল কোনটি রেখে কোনটি লিখি। আপনার ভালোলাগা ও আমার প্রিয় স্যারের জন্য দোয়া করায় জাযাকাল্লাহ। ভালো থাকুন খুব ভালো। Good Luck Happy Good Luck
০৯ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৪৯
196733
আতিক খান লিখেছেন : ওয়া সালাম। জাযাকাল্লাহ খাইর। Good Luck Good Luck
১০ আগস্ট ২০১৪ রাত ১২:৩৮
196881
সন্ধাতারা লিখেছেন : শুকরান।Good Luck Good Luck Good Luck
252614
০৯ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:০২
শিশির ভেজা ভোর লিখেছেন : আহ জীবন লিখেছেন : স্যার এর হাতের মাইর খাওয়ার কথা মনে করাইয়া দিলেন। Big Grin Big Grin Thumbs Up Thumbs Up
০৯ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৪৬
196731
সন্ধাতারা লিখেছেন : আসসালামুয়ালাইকুম ভাইয়া। আপনার স্কুল জীবনের অভিজ্ঞতা কি বললেন নাতো?Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
252618
০৯ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:১৯
সজল আহমেদ লিখেছেন : আপু ভাষা শৈলী দেখে মুগ্ধ হয়েছি।লেখার সময় আপনি কি অতি মনোযোগ সহকারে লিখে থাকেন ?
০৯ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৫৩
196736
সন্ধাতারা লিখেছেন : আসসালামুয়ালাইকুম ভাইয়া। আপনার বিমুগ্ধতার কথা জেনে খুশী লাগছে বটে কিন্তু আমি লিখে কখনই তৃপ্ত বা স্বাচ্ছন্দ্যবোধ করি না। নিজের দৈন্যতার কথা ভেবে। দোয়া করবেন আমার জন্য। আর হ্যাঁ আপনার আম্মা মানে আমার খালামনি এখন ক্যামন আছেন?
252626
০৯ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৩৬
মোহাম্মদ লোকমান লিখেছেন : আপনার লেখাটি পড়ে আমার প্রাইমারী স্কুলের প্রিয় হেড স্যার নুর আমদ মীর্যা সাহেবের কথা মনে পড়ে গেলো। আজকাল এমন নিবেদিত প্রাণ শিক্ষক খুঁজে পাওয়া ভাগ্যের ব্যাপার।
ছাত্র জীবনে তাঁর এক ছেলে ছিল আমার ক্লাস মেট। তার সাথে স্যারের বাসায় গিয়ে তাদের গরিবী হালত দেখে অবাক হয়েছিলাম। তারপরও তিনি ছাত্রদেরকে অতিরিক্ত সময় পড়িয়ে কোন টাকা দাবী করতেন না। আজকাল বেশীরভাগ শিক্ষক শিক্ষক নামের কলংক। তারা টাকা ছাড়া কিছুই বুঝেন না। নিজেদের নিকট প্রাইভেট পড়তে বাধ্য করার জন্য ক্লাসে সঠিকভাবে পাঠদান করেন
০৯ আগস্ট ২০১৪ রাত ০৮:০৫
196745
সন্ধাতারা লিখেছেন : আসসালামুয়ালাইকুম লোকমান ভাইয়া। আপনার মন্তব্যটি পড়ে আমার আরেক প্রিয় স্যারের কথা মনে পড়লো যিনি আমাকে বাড়ীতে এসে প্রাইভেট পড়িয়েছেন কিন্তু বাবার সাথে ঘনিষ্ঠতার কারণে একটি টাকাও নেননি। এনাদের মহানুভবতার কথা আজকের দিনে কল্পনাও করা যায় না। আমার হেড স্যারেরও একই রকম আর্থিক অনটন ছিল। কিন্তু টাকার বিনিময়ে পড়াতে উনি অনেক লজ্জাবোধ করতেন। তাই স্কুলের সুনাম বজায় রাখার জন্য উনি প্রায়ই অতিরিক্ত ক্লাস নিতেন। আপনি ঠিকই বলেছেন আজকের দিনে শিক্ষকদের যে ভয়াবহ নৈতিক অবক্ষয় তা দেখলে রীতিমত গা শিউরে উঠে। আপনার অভিজ্ঞতালব্ধ মূল্যবান মতামতের জন্য অনেক অনেক দোয়া ও শুভেচ্ছা। জাজাকাল্লাহু খাইর।Good Luck Good Luck Good Luck
০৯ আগস্ট ২০১৪ রাত ০৮:১৪
196750
মোহাম্মদ লোকমান লিখেছেন : না।
০৯ আগস্ট ২০১৪ রাত ০৮:১৫
196752
মোহাম্মদ লোকমান লিখেছেন : ৭নং মন্তব্যের শেষে করেন না। পড়তে হবে। ধন্যবদা।
১০ আগস্ট ২০১৪ রাত ১২:৪২
196882
সন্ধাতারা লিখেছেন : জ্বী ভাইয়া পড়েই বুঝতে পেরেছি ওটা টাইপিং মিস্টেক। তারপরও সংশোধনের করে দেয়ার জন্য জাযাকাল্লাহ।

Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
252641
০৯ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৫৬
সজল আহমেদ লিখেছেন : আলহামদুলিল্লাহ্ আল্লাহ্ আপনাদের দুআয় সুস্থ্য রেখেছেন ।
০৯ আগস্ট ২০১৪ রাত ০৮:০৯
196748
সন্ধাতারা লিখেছেন : আলহামদুলিল্লাহ্‌ খালাম্নি সুস্থ্য আছেন জেনে খুবই ভালো।Happy Happy Happy
252643
০৯ আগস্ট ২০১৪ রাত ০৮:০০
প্রবাসী মজুমদার লিখেছেন : সত্যি কথা বলতে কি। পিতা সম স্নেহের শিক্ষকগুলো বাস্তব জীবনে এসে যেন আরও শ্রদ্ধাশীল হয়ে উঠে। এদের জন্য হৃদয়ে থেকে এমনিতেই কেন জানি মন ভরে দোয়া করতে ইচ্ছে করে। আপনার প্রিয় শিক্ষককে আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করুন। ধন্যবাদ প্রিয় শিক্ষককে নিয়ে স্মৃতি চারণ করাতে। নিক দেথে বুঝার সাধ্য নেই কে আপু, কে ভাইয়া।
০৯ আগস্ট ২০১৪ রাত ০৮:১৮
196753
সন্ধাতারা লিখেছেন : আসসালামুয়ালাইকুম প্রবাসী মজুমদার ভাইয়া। একবারে প্রাণের কথাটি বলেছেন। আমার শিক্ষা জীবনে এতো ভালো ভালো শিক্ষকের সান্নিধ্য পেয়েছি যে বাবার পরেই ওনাদের স্থান। তাইতো আজ এতগুলো বছর পেরিয়ে গেলেও কেন জানি স্মৃতিগুলো এখনো জীবন্ত আমার কাছে। কেবলি মনে হয় ওনারা আমাকে অনেক অনেক ঋণী করে রেখেছেন। যদিও আপু বা ভাইয়া বিষয়টা আমার কাছে মুখ্য নয় তারপরও আপনি যেহেতু আমার একজন শ্রদ্ধেয় ভাইয়া তাই বলছি আমি কিন্তু আপু।Good Luck Good Luck Good Luck
১০
252676
০৯ আগস্ট ২০১৪ রাত ০৯:৩৩
স্বপ্নের ফেরিওয়ালা লিখেছেন : আমার প্রয় শিক্ষকের তালিকা খুব ছোট, সত্যি বাড়িয়ে বলছিনা- ওনারা আমার কাছ থেকে যোজন যোজন দূরে হলেও সবপ্নে এসে আমার খোজ নেন। আমি খুব লাজুক, তাই ওনাদের খোজ নিজে নিতে ইতস্তত করি। বন্ধুদের মাধ্যমেই ওনাদের খবর রাখি। কারন আমি ওনাদের দেশ থেকে অনেক অনেক দুরে।

আপনার শিক্ষকের জন্য দোয়া রইলো।
১০ আগস্ট ২০১৪ রাত ১২:৫২
196883
সন্ধাতারা লিখেছেন : আসসালামুয়ালাইকুম। আমি এদিক থেকে খুবই ভাগ্যবতী বলতে পারেন। আমার শিক্ষা জীবনে অনেক অনেক জ্ঞানী, আল্লাহভীরু, রুচিশীল, মার্জিত, ন্যায়-নীতি সম্পন্ন আদর্শবান শিক্ষকের সংস্পর্শ পেয়েছি। তা না হলে হয়তোবা আমার জীবনে লেখাপড়া করা সম্ভবপর হতো না। আমিও আপনার মতো প্রবাসে থাকি তারপরও দেশে গেলে আমি আমার প্রিয় শিক্ষককে খুঁজে খুঁজে বের করে দেখা করে আসি। আপনার মন্তব্য ও আমার প্রিয় শিক্ষকের দোয়ার জন্য অনেক অনেক শুকরিয়া। জাজাকাল্লাহু খাইর।
১১
252681
০৯ আগস্ট ২০১৪ রাত ০৯:৪৬
আফরা লিখেছেন : অনেক ভাল লাগল । আল্লাহ উনাকে জান্নাত নসীব করোন ।আমীন ।
১০ আগস্ট ২০১৪ রাত ১২:৫৪
196884
সন্ধাতারা লিখেছেন : আসসালামুয়ালাইকুম আফ্রাম্নি। তোমার ভাললাগা আমার সাথে রইলো। মন্তব্য ও দোয়ার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো। Good Luck Good Luck Good Luck
১২
252683
০৯ আগস্ট ২০১৪ রাত ০৯:৪৭
চিরবিদ্রোহী লিখেছেন : অনেক ভাল লাগলো। জাযাকাল্লাহ খইর।
১০ আগস্ট ২০১৪ রাত ১২:৫৬
196885
সন্ধাতারা লিখেছেন : আসসালামুয়ালাইকুম ভাইয়া। আপনার ভাললাগায় আমিও আনন্দিত। বারাকাল্লাহু ফিক।Happy Happy Happy
১৩
252724
০৯ আগস্ট ২০১৪ রাত ১১:৩৯
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অনেক কিছুই মনে পরে গেল আপনার এই লিখা পড়ে। সত্যি শৈশব আর কিশোর এই দুটি সময় অনেক মধুর।
শিক্ষকের জন্য দোয়া রইলো
১০ আগস্ট ২০১৪ রাত ০১:০১
196888
সন্ধাতারা লিখেছেন : আসসালামুয়ালাইকুম ভাইয়া। ঠিকই বলেছেন মধুর স্মৃতির মায়াজালে আটকানো শৈশব ও কিশোরের দিনগুলোকে কিছুতেই ভোলা যায় না। আপনার মন্তব্য ও আমার প্রিয় শিক্ষকের দোয়ার জন্য অনেক অনেক শুকরিয়া। জাজাকাল্লাহু খাইর।Good Luck Good Luck Good Luck
১৪
252735
১০ আগস্ট ২০১৪ রাত ১২:৩৩
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : সৃতিগুলো মনে নাড়া দিয়ে উটে....
যখনই এই ধরনের লেখা ব্লগে পড়ি ভালো লাগলো ধন্যবাদ।
১০ আগস্ট ২০১৪ রাত ০১:০৩
196889
সন্ধাতারা লিখেছেন : আসসালামুয়ালাইকুম ভাইয়া ভাবী। ঠিকই বলেছেন মধুর স্মৃতির মায়াজালে আটকানো শৈশব ও কিশোরের দিনগুলোকে কিছুতেই ভোলা যায় না। আপনাদের ভালোলাগার অনুভূতি মিশ্রিত মন্তব্যের জন্য অনেক অনেক শুকরিয়া। জাজাকাল্লাহু খাইর।Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১৫
252869
১০ আগস্ট ২০১৪ দুপুর ০২:৩৫
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : আজকে অনেকদিন পর আপনি আমাকে কাঁদালেন আপু। আমি যেন কিছু সময়ের জন্য হারিয়ে গিয়েছিলাম আমার অতীতে। আমার সে সকল শিক্ষক-শিক্ষয়িত্রীর স্মৃতি মনে পড়ছিল। কত মাইর আর আদর। উফ্, এসব স্মৃতি ভুলা যায়? বিশ্ববিদ্যালয় জীবন পর্যন্ত শত শত শিক্ষক পেয়েছি। কিন্তু সেরা শিক্ষকের কথা মনে করতে গেলে মনে পড়ে সেই প্রাইমারী স্কুলের শিক্ষকের কথা। তাঁদের ভালোবাসার কথা ভুলতে পারব না কোনোদিন।

তাঁদের বেশিরভাগই আজ পৃথিবীতে নেই। আমি তাঁদের সকলের মাগফিরাতের জন্য আল্লাহ তায়ালার দরবারে ফরিয়াদ জানাই। আর যাঁরা জীবিত আছেন তাঁদের সার্বিক সুস্থতা এবং ঈমানী মৃত্যুর জন্য দোয়া করছি।
২২ আগস্ট ২০১৪ রাত ১১:২২
200925
সন্ধাতারা লিখেছেন : Salam vhaiya. I am very sorry to make you cry but it is true what we have got in our childhood from our ideal teachers it is simply unbelievable. We can not eraise from our memory. Thanks a lot for your touchy comment and valuable dua. Amin in your dua.
Good Luck Good Luck Good Luck
১৬
253245
১১ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৫৬
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আপনার প্রিয় শিক্ষকের স্মৃতিচারণ আমাকেও মনে করিয়ে দিলো শিক্ষা জীবনের স্মৃতি! আপনার শিক্ষককে মহান আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসীব করুন! আমিন!
১২ আগস্ট ২০১৪ দুপুর ০২:৫৭
197537
সন্ধাতারা লিখেছেন : I am very happy to see your comment apuji. It is nice to remind your beautiful memories. Is not it? Jajakallahu khair for your nice dua. Many thanks to you.
১৭
253280
১১ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৫৪
ভিশু লিখেছেন : আপনার স্যার এবং আমাদেরও ঐ শিক্ষকের জন্য রইলো অনেক দোয়া! মহান আল্লাহ তাঁকে জান্নাত নসীব করুন! আমারও এর্কোম একজন স্যার ছিলেন... Sad Whew! Day Dreaming খুব সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ!
১২ আগস্ট ২০১৪ দুপুর ০৩:১১
197538
সন্ধাতারা লিখেছেন : It is a great pleasure for me to remind your happiest childhood memories. Jajakallahu khair for your nice dua for my respected and beloved head teacher. Best wishes for you vhaiya.
১৮
255407
১৮ আগস্ট ২০১৪ সকাল ০৮:২০
আওণ রাহ'বার লিখেছেন : হানিফ স্যার এর জন্য রইলো অনেক দোয়া।
আমার এক বন্ধুর নাম হলো হানিফ।
খুব ভালো লাগলো খাম্মুনি অন্নেক শুকরিয়া।
১৮ আগস্ট ২০১৪ সকাল ০৮:৫৪
199121
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Day Dreaming Day Dreaming Chatterbox Chatterbox Big Hug Big Hug
১৮ আগস্ট ২০১৪ দুপুর ০২:৪৬
199187
সন্ধাতারা লিখেছেন : Hi my Aonmoni. Jajakallah my lovely son for your nice dua. I am glad to hear that your friend's name also Hanif. It is good for me to see you. How are you my beloved son?Good Luck Good Luck Good Luck
১৯
256620
২১ আগস্ট ২০১৪ সকাল ১০:১২
বৃত্তের বাইরে লিখেছেন : আপনার লেখা পড়ে আমার এক শ্রদ্ধেয় শিক্ষকের কথা মনে পড়ে গেল। এমন শিক্ষক আজকাল দেখা যায়না। আল্লাহ্‌ উনাকে জান্নাত নসীব করুন। খুব ভাল লাগলো আপু লেখাটা Good Luck Rose Good Luck
২১ আগস্ট ২০১৪ সকাল ১১:৫৭
200267
সন্ধাতারা লিখেছেন : Salam apuji, thanks a lot for your beautiful comment and dua. I do agree with that now a days we can not see this kinds of nobel teachers. Jajakallahu khair.
২০
258863
২৭ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৫১
মামুন লিখেছেন : আল্লাহপাক আপনার শ্রদ্ধেয় সেই সাদা মনের মানূষটিকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আর একজন আদর্শ ছাত্র হিসাবে আপনি ওনার স্মৃতিচারণ করলেন, তার জন্য দোয়ার দরখাস্ত করলেন, আপনাকেও আল্লাহ পাক উত্তম যাযা দান করুন। লেখাটি মনের কোথায় যেন একটু চিনচিনে অনুভূতি জাগিয়ে গেলো। শুভেচ্ছা আপনার জন্য। Rose Good Luck
২১
258896
২৭ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:২৩
সন্ধাতারা লিখেছেন : Chalam mamun vaiya for your dua for my beloved teacher and me. I do pray for you as well. Thanks for your beautiful feelings. Jajakallahu khair.
২২
284322
১৫ নভেম্বর ২০১৪ রাত ০৩:২৫
নাছির আলী লিখেছেন : আসলে আপনার ভাষা শৈলী দেখে মুগ্ব্দ হয়েছি।আবার কখনো ভাষা হারাই ফেলি।আপনার শ্রদ্ব্দেয় স্যার কে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করুন । আপনার স্যারের ন্যয় যত আদর্শমান স্যার আছেন সকল কে জান্নাতু ফেরদাউস দান করুন ।শৈশবের স্মৃতিচারণ করে সুন্দর উত্তম সকলের কাছে গ্রহন যোগ্য ভাল লেখা পোস্ট করার জন্য ধন্যবাদ মুবআরকবাদ। যাযাকুমুল্লাহু খাইরান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File