কাহিনী কী?
লিখেছেন লিখেছেন মোহাম্মদ শাব্বির হোসাইন ০৯ আগস্ট, ২০১৪, ০৪:৫৬:২৭ বিকাল
এই ব্লগে পেজ ভিউ বাড়ানোর জন্য বিশেষ কোনো কেরামতি আছে নাকি? ঠিক বুঝে উঠতে পারছি না। কেননা ইদানিং কিছু কিছু ব্লগারের লেখা দেখলে তেমনই মনে হচ্ছে। পঠিত সংখ্যা ও মন্তব্য বিশ্লেষণ করলেই এটা সন্দেহ হয়। যেমন ঃ বর্তমানে সর্বাধিক পঠিত তালিকায় প্রথম ৬টি লেখাই কাহাফ নামে একজন ব্লগারের লেখা। দেখুন -
১। বন্দ্বুত্ব.... ৩২২৬ বার পঠিত | ৫ টি মন্তব্য
২। মা......... ২৫৪৯ বার পঠিত | ৭ টি মন্তব্য
৩। অনুভূতি.... ২৪৯০ বার পঠিত | ৬ টি মন্তব্য
৪। সুখ-দুঃখ... ২৪৮৬ বার পঠিত | ৬ টি মন্তব্য
৫। কবিতাংশ.... ২৪৫৩ বার পঠিত | ৮ টি মন্তব্য
৬। জীবন.... ২৪৫২ বার পঠিত | ৮ টি মন্তব্য
প্রশ্ন হলো এতবার পঠিত হলে মাত্র এ কয়টি মন্তব্য কেন? আমার নিজের লেখায় মন্তব্য এবং আরো অন্যান্য রেগুলার ব্লগারের লেখার মন্তব্য নিয়ে চিন্তা করলেই এ বিষয়টি স্পষ্ট হয়।
আমি একরকম নিশ্চিতভাবেই বলতে পারি, এ ব্লগে যাঁরা আমার কাছে প্রিয় ব্লগার (যেমন ঃ ভিশু, গ্যাঞ্জাম খানের খোলা চিঠি, আফরা, রিদওয়ান কবির সবুজ, আহ জীবন, প্যারিস থেকে বলছি, মাহবুবা সুলতানা লায়লা, চিরবিদ্রোহী, ফখরুল, পবিত্র, ফাতিমা মারিয়াম, কথার_খই, সন্ধাতারা, দিশারি, আওণ রাহবারসহ আরো অনেকে) তাঁদের কোনো লেখা যদি এতবার পঠিত হতো তবে মন্তব্য নিশ্চয়ই ২০০ পেরিয়ে যেত।
কাজেই যদি ব্লগার কাহাফ ভাই তাঁর লেখাকে অন্যান্য ব্লগাররা একটু বেশি গুরুত্ব দেবেন এই মনে করেই কোনো কেরামতি করে থাকেন যে তাঁর লেখা এত বেশি জনে পড়েছেন বলে তাঁকে আলাদা একটা সম্মানের চোখে দেখবেন তাহলে প্রশ্ন জাগে সেই কেরামতি করতে গিয়ে ব্লগার কাহাফ ভাই নিজের লেখার দৈন্যতাকেই কী প্রকাশ করলেন না? অর্থাৎ তাঁর লেখা এতজনে পড়েছেন ঠিকই কিন্তু লেখাটা মানসম্মত হয়নি কিংবা এতটা বেশি অরুচিকর ছিল যে কেউ মন্তব্য করতেই চাননি। তবে লেখার বিষয়বন্তু নিয়ে চিন্তা করলে কিন্তু আবার অরুচিকর বলে মনে হয় না, কারণ আমি তাঁর কোনো লেখা এখনও পড়িনি।
কাজেই আমি একরকম নিশ্চিতভাবেই বলতে পারি, ব্লগার কাহাফ ভাই সহ আরো এমন কিছু ব্লগার তাঁদের লেখার গুরুত্ব বুঝানোর জন্য এমন কোনো কেরামতির আশ্রয় নিচ্ছেন। আমি তাঁদের এ মানসিকতাকে ধিক্কার জানাই।
আমি সকল ব্লগার এবং পাঠকের কাছে অনুরোধ জানাই, আপনারা যে কোনো টপিকস্ নিয়ে মানসম্মতই শুধু নয় রুচি সম্মত লেখা লিখুন, ব্লগের পরিবেশকে সুস্থ রাখুন, নিজের মননশীলতাকে শাণিত করুন, জাতিকে কিছু উপহার দিন।
বিষয়: বিবিধ
১৫১৬ বার পঠিত, ৬৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যেমন খুশী তেমন ইচ্ছা,
লুঙ্গি পড়ে আমাগো এক প্রতিবেশী জনবহুল এলাকাতে মনের খুশীতে লুঙ্গি ড্যান্সের গানের সুর তুলে ঘুরাঘুরি করতেছিল। অতিরিক্ত শারিরিক কচরৎ আর নাচানাচির কারণে পিচনের উরুর উপর নিজের লুঙ্গিটা কখন যে সামান্য ছিড়ে গেছে তার জানা আছিল না। ছেড়া অংশ দিয়ে বেরসিক দর্শকদের নজর আটকে যাচ্ছে। একজন তারে পরামর্শ দিলো- ভাই আপনার ড্যান্স চাই না, দয়া করে ফাঁড়া লুঙ্গিটা সামলান। হেতের চাপ জবাব-
যেমন খুশী তেমন ইচ্ছা মাফিক নাচুম! তাতে তোমার কি? যান এখান থেইক্যা! গ্যাঞ্জাম লাগাতে আইছেন কিল্লাই আপনে!!!!
এরকম আরেক জন। কাজী সাকিব ভাই।
কি ব্যাপার কে জানে।
বিঃদ্রঃ আমার এই মন্তব্য অবশ্যই কোন বিশেষ ব্যক্তিকে লক্ষ্য করে নয়, এটা আম মন্তব্য।
জাযাকাল্লাহ খইর
কাহাফ নামের ব্লগারের লেখার মানও আমার বিবেচনায় খারাপ না!!
যদিও বেশি পড়িত হবার কারণে বিতর্ক আছে...
ওনার লেখার চেয়ে অনেক মান সম্পন্ন লেখাও ২০০ বার পড়িত হয়না অনেক সময়। যেহেতু বিতর্ক এসেছে ব্লগার কাহাফের উচিত বিষয়টি পরিস্কার করা।
এখনে চলচাতুরি করা মোটেও ঠিক হবেনা।
সবাইকে ধন্যবাদ।
পোস্টে মাইনাস দেবোনা প্লাস ও দিবোনা ।মাঝামাঝি ইন্টু(X) দিলাম।
ধন্যবাদ আপনি প্লাস-মাইনাস না দিয়ে ইন্টু দিয়েেছেন। মানে অনেক গুণ বাড়িয়ে দিয়েছেন।
হ্যা মুসা ভাই, সেটাও দেখেছি; মনে হয়েছে ভুলে ঐটা লিখে ফেলছেন;
@কাহাফ ভাই সংশোধনী দেন, বলেন – সবার সামনে আপনি কান ধইরা মাফ চাইলেন, আর করবেন না
ব্লগের মাধ্যমে যে - এমন করে তথ্যানুসন্ধান করে - প্রকৃত অপরাধীকে চিহ্নিত করে - শাস্তি নিশ্চিত সহ - কারেকশান করে - সমাজে পুনরায় আবাদ করা যায় - এ প্রথম দেখলাম, জানলাম এবং অনুভব করলাম।
ভাবছি আমাদের দেশের বিচার ব্যবস্থা ও আইন প্রয়োগকারী সংস্থা সমূহ কি এর থেকে কোন শিক্ষাই পেতে পারে না?
আমরা এ ব্লগের পরিবেশ সুন্দর রাখতে অঙ্গীকারাবদ্ধ। চলুন, আমরা নিজেরা উদাহরণ তৈরি করি অন্যদের জন্য।
বিরক্ত হয়ে থাকলে দুঃখিত।
লিখেছেন :
এইভাবে সকল
ব্লগারদের
সামনে একজন
সহব্লগারকে হেনস্থা
করা উচিত্ হয়নি।
পোস্টে মাইনাস
দেবোনা প্লাস ও
দিবোনা ।
মাঝামাঝি ইন্টু(X)
দিলাম।
|
মন্তব্য করতে লগইন করুন