জনগণের প্রাণের দাবী মানতে হবে
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ২০ অক্টোবর, ২০১৩, ০৬:২২:২৩ সকাল
আজ বাংলাদেশের মানুষের একটাই প্রাণের দাবী তা হোল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন। এটা তাঁদের মৌলিক ভোটাধিকার প্রয়োগের দাবী। এ দাবীর বিপরীতে ক্ষমতা পাকাপোক্ত করার কোন ঘৃণ্য কূটকৌশল ও ষড়যন্ত্র বাংলার মানুষ বরদাশত করবে না। আর দেশের এই সংকটময় দুর্যোগপূর্ণ মুহূর্তে জনগণের প্রাণের দাবীকে উপেক্ষা করে যারা বেঈমানের চরিত্রে অবতীর্ণ হবে বাংলার মুক্তি পাগল সংগ্রামী জনগণ তাদেরকে বিশ্বাস ঘাতক এবং দালাল হিসাবে আজীবন ঘৃণা করবে।
নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন আজ আর কোন একক দলের শ্লোগান বা দাবী নয়, দেশের বিশাল জনগোষ্ঠীর চাওয়া। তাই দেশের এই সন্ধিক্ষণে যারা নিজেদের ক্ষমতার মোহে জনগণের আশা-আকাঙ্ক্ষাকে পদদলিত করে ক্ষমতা ভাগ-বাটোয়ারার প্রতিযোগীতায় লিপ্ত হবে জাতি তাদেরকে কোনদিন ক্ষমা করবে না। সেই সাথে যারা জনগণের ভোটাধিকার কেড়ে নেয়ার জন্য নিত্য নতুন ফন্দি আঁটছে তাদেরকেও এ অপরাধের জন্য একদিন না একদিন জবাবদিহি করতে হবে, জনতার কাঠগড়ায় দাড়াতে হবে এতে কোনই সন্দেহ নেই। বাংলার শান্তিপ্রিয় জনগণ জুলুম-নিপীড়ন বা সংঘাত চায় না, তারা সুখে-স্বাচ্ছন্দে বাঁচতে চায়।
আর এই মরা-বাঁচার লড়াইয়ে দূরদৃষ্টিসম্পন্ন, আপোষহীন,, গ্রহণযোগ্য, সৎ, এবং বিশ্বাসী নেতার কোন বিকল্প নেই। এই কঠিন মুহূর্তে ন্যায়-অন্যায়, হক-বাতিলের দ্বন্দ্বে নিজেদেরকে পরিশোধিত করে যারা পরিক্ষিত খাঁটি নেতা হিসাবে জনগণের পাশে দাঁড়াবে তারাই আগামী দিনের নেতা।
আমার দৃঢ় বিশ্বাস বিগত আন্দোলনের ‘আপোষহীন নেত্রীর’ মুকুট বিজয়ী জননেত্রী বেগম খালেদা জিয়ার বলিষ্ঠ নেতৃত্বে সৎ, নির্ভীক, ন্যায়ের দিশারী, ত্যাগী দেশপ্রেমিক জনগণ সমস্ত বিশ্বাসঘাতকদের বিষদাঁত সমূলে উৎপাটন করে জনগণের প্রাণের দাবী ‘তত্ত্বাবধায়ক সরকার’ এর দাবী ছিনিয়ে আনবে ইনশআল্লাহ। এটা এখন শুধুই সময়ের ব্যাপার মাত্র।
বিষয়: বিবিধ
১১২১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন