তুরস্কে ৯০ বছর পর হিজাব বৈধ করলো এরদুগানের দল একেপি এবং বাংলাদেশে হিজাব প্রসঙ্গ

লিখেছেন লিখেছেন মোহাম্মদ ফখরুল ইসলাম ২০ অক্টোবর, ২০১৩, ০১:৩০:৪৭ রাত





সূচনা : শালিনতাবোধ, সম্মান আর সৌন্দর্য এর সব-ই বৃদ্ধি করে হিজাব। ফলে মুসলিম তো বটেই অমুসলিম নারীও আকৃষ্ট হচ্ছেন হিজাবের প্রতি। কারণ প্রতিটা ধর্মের হিজাবের কথা রয়েছে । কিন্তু একমাত্র ইসলাম ধর্মেই মেয়েদের জন্য হিজাব বাধ্যতামূলক ।



মূলত শরীরকে শালীনভাবে ঢাকার নিয়মকেই হিজাব বলা হয় । কিন্তু সাধারণ অর্থে বিশেষ ধরনের কাপড় দিয়ে মাথা, পিঠ, গলা ও বুক ঢাকাকের কাপড়কে হিজাব বলা হয় । এই কাপড়কে দেশ ও স্হান অনুযায়ী বিভিন্ন নামে অভিহিত করা হয় । যেমন : বাংলাদেশে ওড়না , মালয়েশিয়া ও ইন্দোনিশিয়ায় টুডাং, ভারত ও পাকিস্তানে দোপাট্টা, উরনী ও চাদর ইত্যাদি । সাধারণত পশ্চিমা দেশগুলোতে হেড স্কার্ফও বলা হয় ।



তুরস্কে হিজাব নিষিদ্ধ হওয়া ও বৈধতার প্রসঙ্গ :

১৯২৩ সালে তুরস্কের কামাল আতাতুর্কের সেক্যুলার সরকার হিজাবের ওপর নিষেধাজ্ঞা জারি করে। প্রায় ৯০ বছর পরে ২০১৩ সালে এসে হিজাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে দিলেন এরদোগান সরকার। গণতান্ত্রিক মত প্রতিষ্ঠার জন্যেই দেশটির উদারপন্থী সরকার এ সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছে আল জাজিরা।

মঙ্গলবার ( ৮ অক্টোবর ২০১৩ তারিখ )পার্লামেন্টের এক ভাষণে এরদোগান বলেন, “আমরা হিজাবের ওপর নিষেধাজ্ঞার মতো সেকেলে আইনটি দূর করেছি। এটি আমাদের রাষ্ট্রের স্পিরিটের সঙ্গে যায় না। স্বাভাবিক পরিস্থিতির দিকে উত্তরণের শুরু এটি। এখন সময় এসেছে অন্ধকার থেকে আলোর দিকে আসার। হিজাববিহীন নারীদের মতোই হিজাব পরিহিত নারীরাও আমাদের রাষ্ট্রের সদস্য।”

তবে সেক্যুলারপন্থীরা এরদোগান সরকারের এ প্রচেষ্টার কঠোর সমালোচনা করছেন। তারা বলছেন এ সিদ্ধান্ত সেক্যুলার তুরস্কের জন্য অশনি সংকেত।




তুরস্কের শাসক দলের শীর্ষ নেতা রেসিপ তাইপ এরদুগান । ডানে তার স্ত্রী ইমিনি এবং বামে তার মেয়ে ইর্সা ।



বাংলাদেশে হিজাব ও হিজাবের উপর বিধি নিষেধ :

বাংলাদেশে হিজাব পড়ার ক্ষেত্রে বিধি নিষেধ রয়েছে । ঢাকার হলিক্রস কলেজসহ বিভিন্ন খৃষ্টান মিশনারী ও এনজিও নিয়ন্ত্রনাধীন শিক্ষা পতিষ্ঠানসহ প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করা হয়েছে বা কৌশলে হিজাব পড়াকে বাধাগ্রস্হ করা হয় । এক্ষেত্রে ড্রেস কোড ও বাঙ্গালী সংস্কৃতির দোহাই দেওয়া হয় । এব্যাপারে শিক্ষা মন্ত্রনালয়ের প্রজ্ঞাপনও জারী করা হয়েছে ।





বাংলাদেশি মহিলাদের হিজাব পড়ার ধরণ :

বাংলাদেশি মহিলারা বিভিন্নভাবে হিজাব পড়ে থাকেন । প্রায় ৩০ ধরনের স্টাইল অনুযায়ী তারা হিজাব পড়ে থাকেন । ঢিলা শেলোয়ার কামিজ , কোর্তা ও প্যান্ট , সর্ট বোরকা ও জিন্স প্যান্ট , আবআয়া এবং ফতুয়া ও ল্যাগিংসের সাথে অনেকে হিজাব পড়ে থাকেন । অনেক মহিলা শাড়ি ও ফুল হাতা ব্লাউজের সাথে হিজাব পড়ে থাকেন ।



পোষাক পড়ার নতুনত্ব



যা হোক বিভিন্ন স্টাইলে হিজাব পরা যায়। হিজাবের মূল অনুষঙ্গ হলো স্কার্ফ ও ওড়না । সব চেয়ে সহজ উপায়ে হিজাব পরা যায় একটা বড় ওড়না, স্কয়ার অথবা তিন কোনা স্কার্ফ নিয়ে মাথায় পরে, ২ সাইড থেকে কোনা নিয়ে এসে গলার উপরে, থুতনির নিচে পিন দিয়ে আটকিয়ে দেয়া।

যারা স্টাইলিস্ট ভাবে হিজাব পরতে চান তারা কনট্রাস্ট হিজাব পরতে পারেন। কনট্রাস্ট হিজাব পরতে গেলে ২ টা মানানসই রঙের হিজাব নিয়ে একটি মাথায় আরেকটি গলার কাস থেকে বাঁধতে হবে, যাতে করে রঙের লেয়ার বোঝা যায়। ( বিষয়টি এই পোস্ট ব্যাখ্যা করা হলো না । অন্য পোস্টে ব্যাখ্যা করা হবে । )

ড্রেস অথবা শাড়ির সাথে হিজাব এর কালার ম্যাচিং :

অনেকেই হিজাব পড়তে যেয়ে সঠিকভাবে পোষাকের সাথে ম্যাচিং করতে পারেন না । এই বিষয়টি লক্ষ্য রাখার জন্য নিচের টিপসগুলো লক্ষ্য রাখুন -



১. যে রঙের হিজাব সেই রঙের ম্যাচিং স্কার্ফ পরতে পারেন।

২. যারা কনট্রাস্ট পরতে চান, তারা সাদার উপর কালো হিজাব অথবা গোলাপির উপর হলুদ হিজাব। এভাবে কনট্রাস্ট করে পরতে পারেন।

৩. তাছাড়া জুতা, ব্যাগ অথবা পাজামার রঙের সাথে মিলিয়েও হিজাব পরতে পারেন।

৪. দিনের বেলা হালকা রঙের হিজাব পরবেন।

৫. পার্টিতে গেলে এমন হিজাব পরবেন যেটা খুব ভালো ভাবে ম্যানেজ করা যায়। এমন হিজাব পরবেন না যেটা ফুলে থাকে, অথবা ফেসে যায়, অথবা সিনথেটিক।

৬. যদি শাড়ির সাথে হিজাব পরেন, তাহলে ব্লাউজ এর গলা ছোট দিবেন। এমন ভাবে হিজাব পরবেন যাতে করে শুধু গলার নিচ পর্যন্ত ঢাকে। আর বাকিটা শাড়ি এবং ব্লাউজ দিয়ে কভার করবেন।









বিস্তারিত জানতে দেখুন :

https://www.facebook.com/SareeHijab





উপসংহার :



বাংলাদেশে মেয়েদের উপর নির্যাতন - নিপীড়ন ভয়াবহ পর্যায়ে পৌছেছে । মেয়েরা নিজেদের সম্মান ও ইজ্জত রক্ষার জন্য হিজাব ও ইসলামী নীতিমালা মেনে পোষাক পড়তে চায় । কিন্তু এক্ষেত্রে রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিকভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে । এই অবস্হা পরিবর্তন করার জন্য তুরস্কের মেয়েদের মতো বাংলাদেশের মেয়েদেরও দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দিতে হবে ।

কৃতজ্ঞতা স্বীকার :১. https://www.facebook.com/pages/%E0%A6%86%E0%A6%AE%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%80-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%B8%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%A6%E0%A6%97%E0%A7%81%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A4-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%9C-%E0%A6%AA%E0%A7%9C%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%87/1409551792608271?ref=hl

আমরা বাংলাদেশী নারীরা বাংলাদেশের মসজিদগুলোতে নিয়মিত নামাজ পড়তে চাই

২. https://www.facebook.com/pages/Bangladeshi-Women/141698479361216

৩. https://www.facebook.com/SalwarKameezHijab

৪. https://www.facebook.com/SareeHijab



খবরের উৎস :

১. http://www.bbc.co.uk/news/world-europe-24454535

২. http://news.nationalgeographic.com/news/2013/10/131011-hijab-ban-turkey-islamic-headscarf-ataturk/

৩. http://www.loonwatch.com/2013/10/turkey-lifts-90-year-old-ban-on-hijab-for-public-officials/

৪. http://www.islamophobiatoday.com/2013/10/11/turkey-lifts-90-year-old-ban-on-hijab-for-public-officials/

সংবিধিবদ্ধ সতর্কিকরণ : এই পোস্ট শিক্ষামূলক ও ফ্যাসন বিষয়ক পোস্ট । এই পোস্ট যে বা যারা ধর্মীয় ও রাজনৈতিক বিষয় নিয়ে অযাচিত মন্তব্য করবে - তাদের মন্তব্য মুছে দেওয়া হবে ।

বিষয়: বিবিধ

৫৫৯১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File