অন্ধকারে দেশ

লিখেছেন লিখেছেন সন্ধাতারা ১২ অক্টোবর, ২০১৩, ০১:১৬:২৬ দুপুর

সংবিধানের দোহাই দিয়ে মরণ ফাঁদ পেতে হায়;

জনগণের সম্বল ভোটাধিকার কেড়ে নিতে চায়।

রক্ষক হয়ে ভক্ষক সেজে মারে হুংক্কার;

চারিদিকে লাশের স্তূপ আহাজারি হাহাকার।

টুপি পরলে সন্ত্রাসী আর মৌলবাদী হয়;

সত্যবাদীর জেল-জুলুম মিথ্যাবাদীর জয়।

পাখির মত গুলি করে জাজরা করে প্রাণ;

রক্তের হোলি খেলে, অসহায় জনগণ।

অপহরণ, গুম, হত্যা নিত্য দিনের সাথী;

উদ্বেগ হতাশায় ঘুমহীন আতঙ্কিত জাতি।

গভীর অন্ধকারে অনিশ্চয়তায় ডুবে আছে দেশ;

অথচ নেতারা বলে এরই নাম উন্নয়ন আহা বেশ বেশ!

বিষয়: বিবিধ

৯১৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File