প্রধান দুই দলের নেতাদের ইফতারের দোয়া।

লিখেছেন লিখেছেন হানিফ খান ১৮ জুলাই, ২০১৪, ০৫:১৯:০২ সকাল

ইফতারের

আগে বিএনপি নেতাদের দোয়া >

ঈদের পরে সরকার পতন আন্দোলন

হবে, ।

ইফতারের আগে আওয়ামীলীগ

নেতাদের দোয়া> আন্দোলনের

নামে নৈরাজ্য কঠোর হাতে দমন

করা হবে।।।।

অথচ আল্লাহর রাসুলের

শিক্ষা হলো, ইফতারের

আগে বিশেষ দোয়া, ইয়া-

ওয়াসিয়াল ফাযলি ইগফিরলী, সহ

অন্যান্য আমল।

তবে হ্যা, ইফতারের আগে আল্লাহর

কাছে দুই হাত তুলে এই

দোয়া করা প্রয়োজন যে,

হে আল্লাহ,

সারা পৃথিবিতে তুমি স্বান্তির

হাওয়া চালু করে দাও। বিশেষ

করে বাংলাদেশে একটি ধার্মিক

খাটি বিশ্বাষী ন্যায় ও

নিস্ষ্ঠাবান সরকারের

ব্যাবস্থা করে দাও,

যারা আমাদে সোনার

বাংলাকে সুন্দরভাবে পরিচালনা করবে।।।

কিন্তু আমাদের প্রধান দুই দলের

নেতা নেত্রীরা এ কেমন

ইফতারের দোয়া পাঠ

করে প্রতিদিন? ???

আল্লাহ সবাইকে হেদায়েত দান

করুক

বিষয়: বিবিধ

১০৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File