ফেসবুক ব্যবহার বন্ধ ৯৯ দিন!

লিখেছেন লিখেছেন বি.এম আরিফ ১৮ জুলাই, ২০১৪, ০৫:১৫:৫৯ সকাল

টানা ৯৯ দিন করা যাবে না হবে! এই ৯৯ দিনে এক মুহূর্তের জন্যও লগইন

করা যাবে না ফেসবুকে। এটা একটা চ্যালেঞ্জ। আর এ চ্যালেঞ্জ বাস্তবায়নে ‘৯৯ ডেইজ অব ফ্রিডম’ স্লোগানে বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কর্মসূচিটি চালু করেছে নেদারল্যান্ডসের লাইডেনের জাস্ট নামের একটি ক্রিয়েটিভ অ্যাজেন্সি।

পিসি ম্যাগাজিনের খবরে বলা হয়েছে, বিশ্বব্যাপী যে কোনো ফেসবুক ব্যবহারকারী চাইলে এই কর্মসূচিতে অংশ নিতে পারবেন। ফেসবুকবিহীন ৯৯ দিনের এই চ্যালেঞ্জে অংশগ্রহণ করা যাবে http://99daysoffreedom.com এই ওয়েবসাইটটির মাধ্যমে।

অনুমতি ছাড়া ব্যবহারকারীদের তথ্য ব্যবহার করে বিতর্কিত মুড পরীক্ষার কারণে সাম্প্রতিক সময়ে ফেসবুক বেশ সমালোচনার মধ্যে রয়েছে। ব্যবহারকারীদের না জানিয়ে তাদের তথ্য নিয়ে ফেসবুকের আবেগ নিয়ন্ত্রণ-সংক্রান্ত গবেষণার জন্য ক্ষুদ্ধ অনেকেই। ফলে ফেসবুককে নিয়েও পরীক্ষার জন্য পাল্টা পদক্ষেপ হিসেবে এই কর্মসূচি হাতে নিয়েছে জাস্ট।

জাস্টের ‘৯৯ ডেইজ অব ফ্রিডম’ নামের পরীক্ষার উদ্দেশ্য হচ্ছে ফেসবুক ছাড়া মানুষ সুখী হতে পারে কি না, তা পরীক্ষা করে দেখা।

জাস্ট কর্তৃপক্ষ দাবি করেছে, এই গবেষণায় অংশ নিলে ফেসবুক ব্যবহারকারী ৯৯ দিনে গড়ে ২৮ ঘণ্টা সময় বাঁচাতে পারবেন। এছাড়া ব্যবহারকারীদের ইতিবাচক ব্যক্তিগত অভিজ্ঞতা হবে। এছাড়া ৯৯ দিন পর এই গবেষণার ফলও জানা যাবে।

অনেকেই বলে থাকেন, ফেসবুক ছাড়া কোনো ব্যাপার না। আসলেই সেটা কতখানি সত্যি, সেটাও এই গবেষণায় অংশ নিলে জানা যাবে।

বিষয়: বিবিধ

১৪৬১ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

245656
১৮ জুলাই ২০১৪ সকাল ০৫:৪২
বি.এম আরিফ লিখেছেন : ভয় পাইছিলেন নাকি টাইটেলটা দেখে?
245679
১৮ জুলাই ২০১৪ সকাল ০৮:২৪
হতভাগা লিখেছেন : ফেসবুক ব্যবহার করি না , তাই ৯৯ দিন কেন, ৯৯৯ দিন বন্ধ হলেও কোন সমস্যা হবে না ইনশা আল্লাহ ।
245761
১৮ জুলাই ২০১৪ দুপুর ০৩:০২
বি.এম আরিফ লিখেছেন : আপনি যে ফেসবুক ব্যবহার করেন না,এটা বিশ্বাস করতে পারছি না @হতভাগা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File