এটা কোন সন্ত্রাসী হামলা নয় ??
লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ১৮ জুলাই, ২০১৪, ০৫:৫১:৫৩ সকাল
[img]
নেদারল্যান্ডসের আর্মস্টারডম থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুরগামী মালয়েশিয়ান এয়ার লাইন্সের ২৯৮জন যাত্রী ও ক্রুসহ একটি বিমানকে ইউক্রেন সীমান্তের কাছে গুলি করে ভূপাতিত করেছে রুশপন্হি বিদ্রোহী গ্রুপ । যাত্রী-ক্রু সকলেই নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে ।
এতবড় একটি মানবিক বিপর্যয়ের পর খোজা হচ্ছে বিমানটি কিভাবে বিধ্বস্ত হল ! ইতিমধ্যে বিদ্রোহীদের প্রধান এক অডিও বার্তায় দাবী করেছে যে তারা একটি বিমানকে গুলি করে ভূপাতিত করেছে ।তারা এটিকে ইউক্রেনের সামরিক বিমান মনে করে ভূপাতিত করেছে বলে জানিয়েছে ।
কিন্তু বিশ্ব মোড়লরা তদন্ত করছে ! এবং অনেক মুরুব্বি দেশ বলছেন বিদ্রোহীরা বাই মিসটেক এমনটি করেছে । হয়ত কয়েকদিন বাক চালাচালি ! অতঃপর হারিয়ে যাবে ! কারন তারাতো ইচ্ছে করে করেনি !! তাছাড়া তারাতো আল কায়েদা বা মুসলিম কোন জংগী গোষ্টির সদস্য নয় কিংবা তাদের নামতো কোন মুসলিমের নয়!
সুতরাং এ হামলা কিছুতেই সন্ত্রাসী হামলা হতে পারেনা ।
বিষয়: বিবিধ
৮৮৬ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তারপরেও বাড়ি যেতে হলে চড়তে হয় ।
বোকোহারাম বা আলকায়েদা একটি বুলেটও বানানোর ক্ষমতা রাখেনা একথা সবাই জানে । সুতরাং রিমোর্ট কন্ট্রোল কখন কার হাতে থাকে এটি গ্রামের পথে পথে ঘুরলে জানা যাবেনা ।
মন্তব্য করতে লগইন করুন