রমযানে শয়তান বন্ধি থাকার পরেও মানুষ গুনাহ করে কেন? ??
লিখেছেন লিখেছেন হানিফ খান ২৬ জুন, ২০১৪, ০৯:৩১:১৮ সকাল
হাদীস শরীফে উল্লেখ্য যে,
পবিত্র রমযান মাস আসলে শয়তান
কে জিঞ্জিরায় আবদ্ধ করা হয়।।
এখন প্রশ্ন হলো, যদি এমনই হয় তাহল
রমযানেও মানুষ কেন গুনাহের কাজ
করে???
তার ১নং জবাব:::
একটা গাড়ি যদি খুব
জৌরসে চালিয়ে আসে তখন হঠাত
করে গাড়িটি ব্রেক করা যায় না,,
যদিও ব্রেক করা হয়
তবে এক্সিডেন্ট হওয়ার
সম্ভাবনা ১০০%। আবার ব্রেক
করলেও অনেক সময়
চাকা ঘসে কিছুদূর চলে যায়।। ঠিক
তেমনিও
যারা এগারো মাসে আল্লাহর
নাফরমানি করেছে বিভিন্য
প্রকারের গুনাহ করেছে তারা ১ম
দুই একদিন ভালো দেখা গেলেও
পরে আবার আগের মত হয়ে যায়। আর
এটি হলো সেই এগার মাসের
অপকর্মের ধাক্কায়।।।
২য় নং জবাব::
কিছু কিছু
ওলামায়ে কেরাবলেছেন,
রমযানে শুধু বড় শয়তান গুলকেই আটক
করা হয়, কিন্তু ছোট শয়তান
গুলা তো থেকেই যায়।।
৩ নং জবাব::
সকল শয়তান কে খাচায়
বন্ধি করা হয় ঠিক, তবে মানুষ
রমযানে যে সমস্ত গুনাহ
করে সেটা "নফসে আম্মারা "
বা নফসে শয়তানের কুমন্ত্রণায়য়
করে। ।।
বন্ধুরা::
এই তিন টি জবাবের মধ্যে ১ম টিই বহু
ওলামায়ে কেরামের
কাছে গ্রহন্যোগ্য।।।।
বিষয়: বিবিধ
১০৮৫ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দেখা যায় এই এক মাসে মানুষ আগের চেয়েও বেশী গালাগাল করে ।
লোক দেখানো শরিয়তী কাজ এ মাসেই বেশী হয় ।
আর খাবারের ব্যাপারে লাক্সারী তো এই এক মাস বাকী ১১ মাসকেও ছাড়িয়ে যায় ।
'' বড় বাপের পোলারা খায় '' '' বড় লোকের মায়েরা খায় ''
--- নামক বিশেষ খাবারগুলো শুধু এই মাসেই পাওয়া যায় ।
খাওয়া দাওয়া , কেনা কাটার বিলাসিতা এই একমাসে এত বেশী হয় যা রোজার মূল নীতিটাকেই ব্যাহত করে ।
রোজা হচ্ছে সংযমের মাস । কিন্তু আমাদের আচরনই বলে দেয় এ মাসকে আমরা বেছে নেই কে কত খেতে পারি , টাকা ওড়াতে পারি এবং ব্যবসায়িক লাভ করতে পারি।
মন্তব্য করতে লগইন করুন