ওয়ান টু থ্রি
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২৬ জুন, ২০১৪, ০৮:১৩:২৯ সকাল
ওয়ান টু থ্রি
সরকার পাইলাম ফ্রি
ফ্রিতে নাই সুখ
পাইলাম মনে দুঃখ
দুঃখে নাই কষ্ট
ভোটটা হুদাই নষ্ট
নষ্টে ধরছে কীড়া
পাইলাম শুকনা চিড়া
চিড়াতে নাই মজা
হুদা হুদাই প্রজা
প্রজা গো নাই পতি
পাইলাম খালি ক্ষতি
ক্ষতিতে নাই লস
পাইলাম আমের কষ
কষে মুখ জ্বলে
জ্বইলা গেল তলে
তলেতে নাই জিনিস
বেবাক জিনিস ফিনিস।
বিষয়: সাহিত্য
৯৩৯ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ছোট বেলায় নিয়া গেলেন।
দারুন ক্রিয়েতিভিতি।
হায়রে সরকার।
রাগ উঠে যাচছে আপনাদের কারবার দেখে।
মন্তব্য করতে লগইন করুন