মধ্যপ্রাচ্যে প্রবাসীদের সম্পর্কে একজন নাট্যভিনেতার অবমানকর উক্তি

লিখেছেন লিখেছেন আহমদ মুসা ১৬ মে, ২০১৪, ০৮:৪৬:২৯ রাত

আমি সংগত কারনেই তার নাম নিচ্ছি না। একজন জনপ্রিয় নাট্যভিনেতাকে দিয়ে একটি নাটকের মাধ্যমে সৌদি প্রবাসীদের উদ্দেশ্য একটি চরম অবমাননাকর উক্তি নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। কথিত নাটকটিতে প্রবাসীদের, বিশেষ করে মধ্যপ্রাচ্যের আরব জাহানে অবস্থানরত বাংলাদেশী প্রবাসীদের লক্ষ্য করে এক চরম অবমাননাকর উক্তি (“ফকিন্নীর ফুত।”) কথিত জনপ্রিয় অভিনেতার মুখ দিয়ে আউড়ানো হয়েছে। সামাজিক যোগাযোগের মিডিয়াগুলোতে তার এ উক্তির প্রতিবাদ করা হচ্ছে বিভিন্ন মহল থেকে।

আসলে সমাজের দর্পন হিসেবে নট-নর্তকীদের ফোকাস করে হাইলাইট করার কারণেই মূলতঃ আজকের এ অবস্থা। এক সময়ে এসব নট-নর্তকীদের অত্যন্ত ঘৃণার চোখে দেখা হতো। তাদেরকে গেটুপুত্র এবং বাঈজী হিসেবেই বিবেচনা করা হতো। তারা সভ্য সমাজে মানুষ হিসেবে গণ্য হওয়ার উপযুক্তই ছিল না। কালক্রমে সিনেমা-নাটকে ভাল মানুষদের অনুপস্থিতির কারণেই এসব ফালতু গার্বেজগুলো হয়ে উঠে হিরো-হিরোইন। নামও পাল্টিয়ে বনে যায় নায়ক-নায়িকা। আদায় করে নেয় সমাজের উচু তলার বাসিন্দার তকমা। কিন্তু কয়লা ধুলেই যে ময়লা যায়না তারই প্রমাণ দিলেন কথিত নাট্যভিনেতা ও তার সাঙ্গপাঙ্গ নির্মাতা, কলা কৌশলীসহ সংশ্লিষ্ট নাটক নির্মাণের সাথে জড়িতরা।

আসল হিরো-হিরোইন বা নায়ক নায়িকা তো তারাই যারা দেশ ও জাতি গঠনে পরিবার পরিজন, তথা আপনজনদের মায়া মমতা ত্যাগ করে, জন্মভূমির মাতৃত্বের আকর্ষণ বুকের ভিতর হজম করে প্রবাসে গিয়ে রক্তঝড়া পরিশ্রম করে দেশের জন্য রেমিটেন্স পাঠায়। পরিবারে আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত রাখতে সীমাহীন ত্যাগ স্বীকার করছেন। আমি হাজারো স্যলিউট জানাচ্ছি সে সব প্রবাসী ভাই-বোনদেরকে। অন্তর থেকে শ্রদ্ধা জানাই হে আমার প্রবাসী ভাই-বোন তোমাদের প্রতি।

বিষয়: বিবিধ

২০৩১ বার পঠিত, ৩১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

222344
১৬ মে ২০১৪ রাত ০৯:০১
বিন হারুন লিখেছেন : Rose Rose Rose
১৭ মে ২০১৪ রাত ০১:২৮
169794
আহমদ মুসা লিখেছেন : ধন্যবাদ প্রথম মন্তব্যকারী হিসেবে আপনাকেই পাওয়া গেলো।
222347
১৬ মে ২০১৪ রাত ০৯:১৯
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : এটা দুঃখজনক। তার নাট্যকারের কোনমতেই উচিত হয়নি এমন একটি ফালতু নাটকে অভিনয় করা। তাকে অন্তত এইবারের মত ক্ষমা করে দেয়া উচিত।
১৭ মে ২০১৪ রাত ০১:৩৫
169796
আহমদ মুসা লিখেছেন : আপনাকে ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য। আমি আসলে কোন ব্যক্তি বিশেষের চরিত্র হহনের উদ্দেশ্য এই পোস্ট শেয়ার করিনি। আমি বুঝাতে চেয়েছি নাট্য জগতের যেসব অথর্ব দেশীয় কৃষ্টি কালচারের লালন-পালন ও তার ইউটিলাইজের পরিবর্তে প্রতিবেশী মুর্তি পুজারীদের ন্যাংটো কালচারের বিষবাষ্প ছড়ানোর টিকাদারী নিয়েছে তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাড়ানো। কোন ব্যক্তি বিশেষ আমার তার্গেট নয়।
222348
১৬ মে ২০১৪ রাত ০৯:২২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : শুধু নাট্য অভিনেতাকে দোষ দিলেই হবেনা। এই নাটকের লেখক,পরিচালক এবং চ্যানেল কর্তৃপক্ষ সকলেই দায়ি। প্রবাসিরা কষ্ট করে টাকা ইনকাম করে আর এই নটিরা শুটিং এর নামে সেই টাকা থাইলেন্ড এ গিয়ে উড়ায়।
১৭ মে ২০১৪ সকাল ১০:৪৮
169842
আহমদ মুসা লিখেছেন : আপনি ঠিক কথাই বলেছেন। দোষ শুধু অভিনেতাদের একার নয়। স্ক্রিপ্টের লেখক, প্রচারকারী মিডিয়া, পরিচালক, কলাকৌশলী সবাই কমবেশী রেস্পন্সিবল এর জন্য। তাদের উচিত জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়া। আমাদের প্রবাসী বন্ধুরা রক্তঝড়া পরিশ্রম করে দেশে টাকা পাটায়। আর তথাকথিত রুপালী জগতের এসব অথর্ব অপদার্থগুলো জাতিকে দিক নির্দেশনামূল কিছু দেয়ার পরিবর্তে নতুন প্রজন্মের চরিত্র নষ্ঠ করার জন্য নানান ধরনের নাঠক সিনেমা প্রচার ও প্রসারের মাধ্যমে অর্থের অপচয় করে দেশ বিদেশে আমোদ ফুর্তি করে বেড়ায়।
222352
১৬ মে ২০১৪ রাত ০৯:২৯
নোমান২৯ লিখেছেন : বাংলাদেশের নাট্যজগত-চলচ্চিত্রজগতে এক প্রথা চালু হয়ে গেছে । যে , ইন্ডিয়ার কৃষ্টি-কালচার-সভ্যতা অনুকরণ এবং সৌদি কৃষ্টি-কালচার-সভ্যতাকে হেয়করণ । মাইক নাটক নিয়ে হইচই হলেও প্রায় সব নাটকে সৌদি কৃষ্টি-কালচার-সভ্যতাকে হেয় করা হয় । সেন্সরবোর্ডের উচিত এই ধরণের নাটক প্রচারের অনুমতি না দেওয়া । এই নাটকের সাথে সংশ্লিষ্ট সকলের শাস্তি দাবি করছি । এবং প্রবাসিদের ভালবেসে একটি কবিতা পড়ার আহবান জানাচ্ছি ।
প্রবাসীর ছেলে
১৭ মে ২০১৪ সকাল ১১:০৫
169856
আহমদ মুসা লিখেছেন : এটা খুবই আফসোসের বিষয় যে, মিডিয়া জগতে এক সময়ে ভাল মানুষ না ঢুকার কারণে ওখানে নাস্তিক আর নাফরমানরাই শেকড় গেড়ে আছে। এসব নীতি নৈতিকতাহীন শয়তানগুলো সব সময় ভাড়াটিয়া হিসেবেই খাটে। তারা স্বজাতির কৃষ্টি কালচারের প্রচার ও প্রসারের দায়িত্ব না নিয়ে ভিন্ন জাতির, ভিন্ন কালচারের অপসংস্কৃতির জোয়ার সৃষ্টির পেচনে ভূমিকা রাখছে। এসব নাফরমানীগুলোর মোকাবিলায় দেশপ্রেমিক ঈমানদারদের এগিয়ে আসতে হবে মিডিয়া জগতে। তবেই দেশ ও জাতির শত্রুদের করাল গ্রাস থেকে আমাদের সাংস্কৃতি, আমাদের তাহজিব, আমাদের নিজস্ব ইতিহাস জানানোর সুযোগ হবে নতুন প্রজন্মকে।
মন্তব্য করা এবং লিংক দেয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার লিংকেও ভিজিট করেছি। চেক করে দেখুন।
১৭ মে ২০১৪ সকাল ১১:৩০
169868
নোমান২৯ লিখেছেন : দেখেছি ভাইয়া । এবং অনেক খুশি হয়েছি ভাইয়া । Rose Rose Rose
222358
১৬ মে ২০১৪ রাত ০৯:৩৩
দ্য স্লেভ লিখেছেন : হারাম, খোর এসব ফকিন্নির পুতেরা পয়সা না পাঠালে তোর চেতনার বাপেদের ফকিন্নি হিসেবে ভিক্ষা করতে হত !!! পয়সা ছাড়াই তখন স্বভাবের খাতিরে বাটপারি করতিস
১৭ মে ২০১৪ সকাল ১১:১০
169857
আহমদ মুসা লিখেছেন : ফকিন্নীর পুতদের পাটানো রেমিটেন্স না পাটালে এসব অপদার্থ চ্যাতনাবাজ আবালগুলোর আমোদ ফুর্তির বারোটা বাজতো।
মিডিয়া জগতে ভাল মানুষগুলো না ঢুকার কারণে আজ নাস্তিক, আধা নাস্তিক সেকিউলার, আত্মবিকৃত বিশ্বাসঘাতক, চরিত্রহীন লম্পট, চরিত্র হননকারী ধূর্ত কালপ্রিট শয়তানগুলোই আজ মিডিয়া জগতে একচ্চত্র দখলে রেখেছে। এসব নীতি নৈতিকতাহীন শয়তানগুলো সব সময় ভাড়াটিয়া হিসেবেই খাটে। তারা স্বজাতির কৃষ্টি কালচারের প্রচার ও প্রসারের দায়িত্ব না নিয়ে ভিন্ন জাতির, ভিন্ন কালচারের অপসংস্কৃতির জোয়ার সৃষ্টির পেচনে ভূমিকা রাখছে। এসব নাফরমানীগুলোর মোকাবিলায় দেশপ্রেমিক ঈমানদারদের এগিয়ে আসতে হবে মিডিয়া জগতে। তবেই দেশ ও জাতির শত্রুদের করাল গ্রাস থেকে আমাদের সাংস্কৃতি, আমাদের তাহজিব, আমাদের নিজস্ব ইতিহাস জানানোর সুযোগ হবে নতুন প্রজন্মকে।
222359
১৬ মে ২০১৪ রাত ০৯:৩৯
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : প্রবাসীদের নিয়ে কুরুচিপূর্ণ সংলাপের সকল নাটকের তীব্র প্রতিবাদ জানিয়েছে আমিরাত অনলাইন অ্যাক্টিভিস্ট

বাংলাদেশ সরকারকে আরো সচেতন হতে হবে সংস্কৃতি মন্ত্রনালয়কে সজাগ থাকতে হবে যাতে করে প্রবাসীদের কেউ কটাক্ষ না করে। বাংলাদেশ সরকারকে মাথায় রাখতে হবে এই মধ্যপ্রাচ্যের প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে দেশ এখনো সচল রয়েছে ।
সংযুক্ত আরব আমিরাতের শারজাতে অনলাইন অ্যাক্টিভিস্ট আব্দুর রহমানের সঞ্চালনায় মধ্যপ্রাচ্যের প্রবাসীদের নিয়ে নাটকে কটুক্তির প্রতিবাদে প্রতবাদসভা অনুষ্টিত হয়েছে।
অনলাইন অ্যাক্টিভিস্ট ব্লগার প্রবাসী আব্দুল্লাহ শাহীন (আব্দুল্লাহ আল শাহীন )তার বক্তব্যে বলেন বিভিন্ন সময়ে বিভিন্ন নাটকে মধ্যপ্রাচ্যের প্রবাসীদের নিয়ে কটূক্তি করা হয় যা একটি মানহানি কর কর্মকান্ড। এই হীন কর্মকান্ডের মাধ্যমে প্রবাসীদের সাথে তামাশা মেনে নেওয়া যাবে না। আমরা আমাদের রক্তের বিনিময়ে হালাল উপার্জন করি যা আমাদের কে অনেক তৃপ্তি দেয়। প্রবাসীদের সাথে এমন আচরণ মূলক নাটক বা ফিল্ম কি করে সরকার প্রচারের অনুমতি দেয় সেটা ও দেখার বিষয়। সৌদি আরবে ফকিরনির পোলা যায় বলে যে সংলাপ ব্যাবহার করা হয়েছে মাইক নাটকে আমরা সেই নাটকের তীব্র নিন্দা জানাচ্ছি এবং অভিনেতা মোশাররফ করিমসহ সংশ্লিষ্টদের শাস্তির দাবি জানাচ্ছি। প্রায়শই টেলিভিশনে দেখা যায় মধ্যপ্রাচের পোশাক নিয়ে ফাজলামি করা হয় কাজ নিয়ে কটুক্তি করা হয় , ‘মাইক’, ‘নজরবিহীন নজির আলী’, ‘সিকান্দার বক্স’, ‘সিরিজ’সহ আরো অনেক নাটকে প্রবাসীদের নিয়ে কটুক্তি করা হয়েছেআমরা এসবের তীব্র নিন্দা জানাচ্ছি এবং দেশের ফিল্ম সেক্টরকে বিষয়টি দেখার অনুরুধ জানাচ্ছি।
উক্ত সভায় বক্তারা দেশের কাছ থেকে এরকম কুরুচিপূর্ণ ব্যাবহার আশা করনে না বলে তাদের বক্তব্যে বলেন। দেশের প্রতি প্রবাসীদের ভালবাসা অনেক ঊর্ধ্বে দাবি করে প্রবাসীরা দেশের কাছ থেকে ও ভালবাসা দাবি করেন।
১৭ মে ২০১৪ সকাল ১১:১৭
169859
আহমদ মুসা লিখেছেন : ধন্যবাদ লম্বা মন্তব্য রেফারেন্স করার জন্য। আমি এই মন্তব্যের নিউজটি পড়েছিলাম। এখানেও শেয়ার করার জন্য আপনার প্রতি শুকরিয়া জানাচ্ছি।
দূঃখের বিষয় হচ্ছে বাংলাদেশের সরকারে যারা আছেন তারা এসব বিষয়ে তেমন আগ্রহী না। তারা প্রতিবেশী ল্যান্ডিয়ানদের স্বার্থ রক্ষায় গোলামের মত হুকুমের অপেক্ষায় প্রস্তুত থাকে। ল্যান্ডিয়ানরা কোন কুহুম করলেই তারা সাথে সাথে সেই এসাইনমেন্ট নিয়ে দেশের মানুষের উপর অত্যাচার করতে ঝাপিয়ে পড়ে ইন্ডিয়ান এজেন্ডা বাস্তবায়নের জন্য।
আমাদের নিজেদেরও যার যার সাধ্যনুযায়ী এসব অপকর্মের প্রতিবাদ করতে হবে।
আপনাকে ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
১৭ মে ২০১৪ বিকাল ০৫:৪৫
169981
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : http://www.banglanews24.com/beta/fullnews/bn/290542.html
222365
১৬ মে ২০১৪ রাত ০৯:৪৯
থার্ড আই লিখেছেন : নিন্দা জানাই
১৭ মে ২০১৪ রাত ০১:২৬
169793
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : শুধু নিন্দা কেন? এসব আবালদের মুখোশ খুলে তাদের অন্ধকার জগতের বিষাক্ত নোংরামী নিয়ে আলোচনা করা উচিত সমাজে সচেতনতা সৃষ্টির জন্য। সম্ভব হলে এব্যাপারে কিছু লিখুন।
১৭ মে ২০১৪ সকাল ১১:১৮
169860
আহমদ মুসা লিখেছেন : ধন্যবাদ মন্তব্যের জন্য।
222399
১৬ মে ২০১৪ রাত ১১:২৫
মেঘ ভাঙা রোদ লিখেছেন : থার্ড আই লিখেছেন : নিন্দা জানাই
১৭ মে ২০১৪ সকাল ১১:১৯
169861
আহমদ মুসা লিখেছেন : আমিও থার্ড আইয়ের মত আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি মন্তব্য রেখে যাওয়ার জন্য।
222400
১৬ মে ২০১৪ রাত ১১:২৬
নীল জোছনা লিখেছেন : ধিক্কার জানাই এসব ভণ্ডদের যারা দেশের মানুষকে হেয় করে।
১৭ মে ২০১৪ সকাল ১১:২০
169863
আহমদ মুসা লিখেছেন : স্ক্রিপ্টের লেখক, প্রচারকারী মিডিয়া, পরিচালক, কলাকৌশলী সবাই কমবেশী রেস্পন্সিবল এর জন্য। তাদের উচিত জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়া। আমাদের প্রবাসী বন্ধুরা রক্তঝড়া পরিশ্রম করে দেশে টাকা পাটায়। আর তথাকথিত রুপালী জগতের এসব অথর্ব অপদার্থগুলো জাতিকে দিক নির্দেশনামূল কিছু দেয়ার পরিবর্তে নতুন প্রজন্মের চরিত্র নষ্ঠ করার জন্য নানান ধরনের নাঠক সিনেমা প্রচার ও প্রসারের মাধ্যমে অর্থের অপচয় করে দেশ বিদেশে আমোদ ফুর্তি করে বেড়ায়।
১০
222460
১৭ মে ২০১৪ রাত ০৪:৩৬
শেখের পোলা লিখেছেন : সহমত! রতনে রতন চেনে, তবে এ রতনরা ভুল করেছে চিনতে৷
১৭ মে ২০১৪ সকাল ১১:২৩
169864
আহমদ মুসা লিখেছেন : ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য। তবে এসব নাটকের স্ক্রিপ্টের লেখক, প্রচারকারী মিডিয়া, পরিচালক, কলাকৌশলী সবাই কমবেশী রেস্পন্সিবল এর জন্য। তাদের উচিত জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়া। আমাদের প্রবাসী বন্ধুরা রক্তঝড়া পরিশ্রম করে দেশে টাকা পাঠায়। আর তথাকথিত রুপালী জগতের এসব অথর্ব অপদার্থগুলো জাতিকে দিক নির্দেশনামূল কিছু দেয়ার পরিবর্তে নতুন প্রজন্মের চরিত্র নষ্ঠ করার জন্য নানান ধরনের নাঠক সিনেমা প্রচার ও প্রসারের মাধ্যমে অর্থের অপচয় করে দেশ বিদেশে আমোদ ফুর্তি করে বেড়ায়।
এসব ফালতু গার্বেজগুলোর মুখোশ খুলে দেয়া উচিত যার যার অবস্থান থেকে।
১১
222539
১৭ মে ২০১৪ দুপুর ১২:১৬
সান বাংলা লিখেছেন : শুধু মাইক নাটক না ইদানিং তার সবগুলো নাটকের কমন ডায়লগ-ই হচ্ছে ফকিন্নি-ছকিন্নি ক্যারে-ম্যারে ইত্যাদি।বড়দের কথা বাদই দেন কম-বেশ ছোট বাচ্চারাওতো নাটক দেখে তাই না!কি শিখবে আমাদের নেক্সট জেনারেশন?মোশারফ করিমকে আমি একজন উচ্চ মানের (অভিনেতা)নাট্যশিল্পি-ই মনে করতাম।
শুধু মাইক নাটক না ইদানিং তার সবগুলো নাটকের কমন ডায়লগ-ই হচ্ছে ফকিন্নি-ছকিন্নি ক্যারে-ম্যারে ইত্যাদি।
যা নাকি যাত্রা পালার নিন্ম মানের লোকেরাও এমন ভাষা ব্যাবহার করে না!
পরিচালক নাটক বা ছবি হিট করার জন্য কত ভাল খারাপ চরিত্র-ই এড্ করতে পাড়ে তাই বলে অভিনেতা বা অভিনেত্রীকে কি নিজের ক্যারিয়ারের কথা ভুলে গেলে হবে?
এখন এই মোশারফ করিমের নাটক দেখলে আমার মনে প্রশ্ন জাগে সে কত অভদ্র এবং কতটুকু নিন্ম ফ্যামিলীর ছেলে!
২৫ মে ২০১৪ বিকাল ০৫:২৫
173057
আহমদ মুসা লিখেছেন : কিছু কিছু শিক্ষিত মূর্খ এবং আর কিছু অশিক্ষিত ধূর্তদের কব্জায় চলে গেছে আমাদের সাংস্কৃতিক অঙ্গন। এসব মাথা বিকৃত শয়তানের চ্যালাদের সাথে যোগ হয়েছে তথাকথিত রুপালী জগতের শিল্পী নামের আধুনিক যুগের কমার্শিয়াল সেক্স ওয়ার্কার। এর ফলে আজকাল সিনেমা নাটকে যা কিছু দেখানো হচ্ছে তা নতুন প্রজন্মের সুস্থ্য মননশীলতার পরিবর্তে মারাত্মকভাবে রুচিবোধের বিকৃতি ঘটাচ্ছে। অথচ সিনেমা-নাটক, লিখিত উপন্যাস-সাহিত্য দিয়ে ইলেক্ট্রনিক্স মিডিয়াগুলোকে জাতি গঠনের কাজে লাগানোর যেত যা অত্যন্ত কার্যকরভাবেই ফলদায়ক হতো। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এসব বিষয়গুলো ঠিকই ক্রিয়াশীল কিন্তু তা বিপরীতভাবে সমাজের পচশীলতাকেই তরান্বিত করার কাছে নিয়োজিত।
১২
223519
১৯ মে ২০১৪ রাত ১০:০১
সায়িদ মাহমুদ লিখেছেন : ব্যাপারটা আসলেই দুঃখজনক।
২৫ মে ২০১৪ বিকাল ০৫:২৭
173058
আহমদ মুসা লিখেছেন : ধন্যবাদ কষ্ঠ করে গরীবের ব্লগে এসে মন্তব্য রেখে যাওয়ার জন্য। আসলেই ব্যাপারটা শুধু দুঃখজনকই নয় বরং এসব বিষয়ে যতদিন আমরা সৌচ্চার না হবো ততদিন শয়তানগুলোর শয়তানি বন্ধ হবে না।
১৩
233798
১১ জুন ২০১৪ বিকাল ০৫:৪৫
বিদ্রোহী নজরুল লিখেছেন : ঐ অভিনেতার জন্য।
১১ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:০৮
180414
আহমদ মুসা লিখেছেন : হা হা হা,
ভাই এদেরকে এসব দিয়ে শায়েস্তা করা যাবে না। আমাদের উদ্যেগ নিতে হবে এসব টাউট বাপটারদের জায়গাগুলোতে আমাদের মনমাসকিতা সম্পন্ন ঈমানদার দেশপ্রেমিক সাংস্কৃতিক কর্মী তৈরী করে সেখানে সেট করার ব্যবস্থা করতে হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ব্লগে ভিজিট করে মন্তব্য রেখে যাওয়ার জন্য।
১৫ জুন ২০১৪ বিকাল ০৪:১৯
181710
বিদ্রোহী নজরুল লিখেছেন : <:-P <:-P <:-P অনেক ধন্যবাদ |
১৪
333155
০২ আগস্ট ২০১৫ দুপুর ০২:৪৫
এম আবদুল্লাহ ভূঁইয়া লিখেছেন : জাযাকাল্লাহ , চালিয়ে যান
প্রবসীরাই এই দেশের দ্বিতীয় বৃহত্তম চালীকাশক্তি, কিন্তু সেই প্রবাসীদের নিয়ে এমন মনতব্য খুবই দুঃখ জনক

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File