ধোঁয়াশাপূর্ণ ভার্চুয়াল জগতঃ ছেলে-মেয়ে, মেয়ে-ছেলে, অতঃপর ...

লিখেছেন লিখেছেন শারিন সফি অদ্রিতা ১৬ মে, ২০১৪, ০৮:৩৭:১৯ রাত



ফেসবুকে মেসেজটা পেয়ে একটু চমকে উঠল মুমু। ওর এক দ্বীনী বোন খুব আন্তরিকতা নিয়ে ওকে ফেবুতে ক্রস জেন্ডার ইন্টার‍্যাকশনের ব্যাপারে সতর্ক হতে বলেছে। একটা ব্রাদারের সাথে মুমুর ফেসবুক কনভার্সশনের স্ন্যাপশটও তুলে দিয়েছে। তারপর ছোট্ট করে নিচে লিখেছে সামনাসামনি এভাবে কি ঠিক এই কথাগুলোই বলবে ও ওই ভাইয়ের সাথে?

প্রশ্নটা একটা চাবুকের মত যেন এসে ওকে আঘাত করল......হুম! আসলেই তো! সামনাসামনি তো এখন আর এভাবে তো দূরের কথা, অপ্রয়োজনে ভাইদের সাথে কথাই বলে না! হোক সে বয়সে বড় বা ছোট!

ভার্চুয়াল জগতটা আসলেই একটা ধোঁয়াশাপূর্ণ জগত। ঠিক ভুলের নিশ্চিত জ্ঞানগুলোও কেমন যেন বিলুপ্ত হতে বসে!

হঠাৎ করে নুমান আলী খানের একটা ভিডিওর কথা মনে পড়ল মুমুর। কিছুদিন আগে আরেক দ্বীনী বোন ট্যাগ করেছিল, খুব জোর দিয়ে বলেছিল দেখতে। কিন্তু তখন final এক্সাম চলছিল বলে দেখা হয়ে ওঠে নি। এখন দেখল...

দুটো লিটমাস টেস্টের কথা বলেছেন ঊনি ভিডিওটাতে। মাশাল্লাহ, খুবই কার্যকরী টেস্ট!

** প্রথমটা হচ্ছে, কোনো নন মাহরামের সাথে কথা বলার সময় খেয়াল রাখা যে আমার বাবা,ভাই বা স্বামী এমন কেউ সামনে থাকলেও কি এভাবেই কথা বলতাম?

** আর দ্বিতীয়টা হচ্ছে , আমাকে কারো সাথে কথা বলতে দেখে দূর থেকে কেউ যেন এটা ভাবতে না পারে যে আমাদের মাঝে অন্যরকম কোনো সম্পর্ক আছে।

ধুম করে ২টা টিপস মুমু ভার্চুয়াল ওয়ার্ল্ড এ অ্যাপ্লাই করে ফেলল। আসলেই তো! ওর কথা বলার ধরণে নিশ্চয়ই কোনো সমস্যা ছিল যা আয়িশার চোখে লেগেছে, নাহলে তো আর ও এই মেসেজই পাঠাতো না!

এবার থেকে সতর্ক হয়ে যাবে মুমু। আল্লাহর কাছে শোকর যে ওর জীবনে এমন কিছু দ্বীনদার ফ্রেণ্ড পেয়েছে যারা পরস্পর পরস্পরের আয়না হচ্ছে, একজন আরেকজনকে ভুল ধরিয়ে দিচ্ছে। আলহামদুলিল্লাহ।

বিঃদ্রঃ পোস্ট টির মূল লেখিকা আমি নই, একটা পেইজ থেকে সংগ্রহ করা। একটা প্রতি-মন্তব্য দেখে এই পোস্ট টার কথা বার বার মনে হচ্ছিল। তাই শেয়ার করে দিলাম। smile

আল্লাহ্‌ তা'আলা আমাদের সবাই কে হিফাজত করুন সবরকম ফিত্‌না থেকে।

আমীন।

বিষয়: বিবিধ

১২৯৬ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

222351
১৬ মে ২০১৪ রাত ০৯:২৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো
যেকোন মাধ্যমেই কথা বলা বা চ্যাট করার সময় শালিনতার সিমা রক্ষা করা উচিত।
222354
১৬ মে ২০১৪ রাত ০৯:২৯
শিলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
222402
১৬ মে ২০১৪ রাত ১১:২৮
নীল জোছনা লিখেছেন : আসলে তথ্য প্রযুক্তির প্রসারের ফলে আমরা কি যেন হার‌িয়ে ফেলছি যা আমরা আদৌ জানতে চেষ্টা করি না।
222404
১৬ মে ২০১৪ রাত ১১:২৯
মেঘ ভাঙা রোদ লিখেছেন : আল্লাহ্‌ তা'আলা আমাদের সবাই কে হিফাজত করুন সবরকম ফিত্‌না থেকে। আমীন।
222421
১৬ মে ২০১৪ রাত ১১:৫২
বিন হারুন লিখেছেন : Rose Rose
222458
১৭ মে ২০১৪ রাত ০৪:১৫
নিশা৩ লিখেছেন : আমীন। জাযাকাল্লাহু খাইরান চিন্তামূলক পোস্টের জন্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File