স্ত্রীর সঙ্গে অভিমান, গাছে উঠে স্বামীর অনশন
লিখেছেন লিখেছেন গেঁও বাংলাদেশী ১৬ মে, ২০১৪, ০৮:২৭:৩২ রাত
বান্দরবানের বাইশারীতে স্ত্রী নূরছাবা বেগমের (৩৫) সঙ্গে অভিমান করে গাছের উপরে উঠে সারাদিন অনশন করেছে স্বামী কামাল উদ্দিন (৪০)। গত বুধবার জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের রাজঘাট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে বাইশারী গ্রামের বাসিন্দা তিন সন্তানের বাবা কামাল উদ্দিনের সঙ্গে স্ত্রী নূরছাবা বেগমের পারিবারিক কলহ চলে আসছিল। স্ত্রীর সঙ্গে ঝগড়া করে গত মাসেও স্বামী কামাল উদ্দিন বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছিল।
গত বুধবার সকালে নূরছাবা বেগম স্বামীকে তালাক দেয়ার কথা বলে। এ ঘটনায় স্ত্রীর সঙ্গে অভিমান করে প্রচণ্ড রোদে পাতাবিহীন উঁচু কড়ই গাছের উপরে উঠে ডালে বসে থেকে দিনভর অনশন পালন করেছে স্বামী। স্থানীয় লোকজন একাধিকবার চেষ্টা করেও তাকে গাছ থেকে নামাতে পারেনি। পরে বিকালে স্ত্রীর অনুরোধে গাছ থেকে নেমে আসে সে।
বাইশারী ইউপি চেয়ারম্যান মনিরুল হক জানান, স্ত্রীর সঙ্গে অভিমান করে গাছে উঠে স্বামীর অনশন পালনের ঘটনা বিরল। ঘটনাটিতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সারাদিন তাকে গাছ থেকে নামানোর অনেক চেষ্টা করেও কেউ নামাতে পারেনি। বিষয়টি অনেক মজার হলেও গাছ থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করতে পারে এমন আতঙ্কে ছিল সবাই। শেষ পর্যন্ত বিকালে স্ত্রীর অনুরোধে অনশন ভেঙে গাছ থেকে নামে সে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাইশারী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, অদ্ভুত এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে অনুরোধ করেও পুলিশ তাকে গাছ থেকে নামাতে পারেনি। পরে স্ত্রীর অনুরোধেই অনশন ভেঙে গাছ থেকে নামে সে।
এদিকে গাছের চূড়া থেকে স্বামী কামাল উদ্দিন নেমে স্ত্রীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে।
বান্দরবানের বাইশারীতে স্ত্রী নূরছাবা বেগমের (৩৫) সঙ্গে অভিমান করে গাছের উপরে উঠে সারাদিন অনশন করেছে স্বামী কামাল উদ্দিন (৪০)। গত বুধবার জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের রাজঘাট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে বাইশারী গ্রামের বাসিন্দা তিন সন্তানের বাবা কামাল উদ্দিনের সঙ্গে স্ত্রী নূরছাবা বেগমের পারিবারিক কলহ চলে আসছিল। স্ত্রীর সঙ্গে ঝগড়া করে গত মাসেও স্বামী কামাল উদ্দিন বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছিল।
গত বুধবার সকালে নূরছাবা বেগম স্বামীকে তালাক দেয়ার কথা বলে। এ ঘটনায় স্ত্রীর সঙ্গে অভিমান করে প্রচণ্ড রোদে পাতাবিহীন উঁচু কড়ই গাছের উপরে উঠে ডালে বসে থেকে দিনভর অনশন পালন করেছে স্বামী। স্থানীয় লোকজন একাধিকবার চেষ্টা করেও তাকে গাছ থেকে নামাতে পারেনি। পরে বিকালে স্ত্রীর অনুরোধে গাছ থেকে নেমে আসে সে।
বাইশারী ইউপি চেয়ারম্যান মনিরুল হক জানান, স্ত্রীর সঙ্গে অভিমান করে গাছে উঠে স্বামীর অনশন পালনের ঘটনা বিরল। ঘটনাটিতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সারাদিন তাকে গাছ থেকে নামানোর অনেক চেষ্টা করেও কেউ নামাতে পারেনি। বিষয়টি অনেক মজার হলেও গাছ থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করতে পারে এমন আতঙ্কে ছিল সবাই। শেষ পর্যন্ত বিকালে স্ত্রীর অনুরোধে অনশন ভেঙে গাছ থেকে নামে সে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাইশারী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, অদ্ভুত এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে অনুরোধ করেও পুলিশ তাকে গাছ থেকে নামাতে পারেনি। পরে স্ত্রীর অনুরোধেই অনশন ভেঙে গাছ থেকে নামে সে।
এদিকে গাছের চূড়া থেকে স্বামী কামাল উদ্দিন নেমে স্ত্রীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে।
বিষয়: বিবিধ
১১৪৯ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন