আমি না হয় হেরে যাব

লিখেছেন লিখেছেন বাশার ১৬ মে, ২০১৪, ০৮:১১:৩৩ রাত

আমি না হয় হেরে যাব,,

তবুও জিতে যাও তুমি

আমি না হয় কেঁদে যাব,,

তবুও হেসে থাক তুমি

আমি না হয় দুংখে থাকব,,

তবুও সুখে থাকো তুমি

আমি না হয় সাগরে ভাসব,,

তবুও ডাঙায় থাক তুমি

আমি না হয় নিভে যাব,,

তবুও জলে থেকো তুমি

আমি না হয় রোদে পুড়ব,,

তবুও ছায়া থেকো তুমি

আমি না হয় থেমে যাব,,

তবুও হেটে যাও তুমি,,

আমি না হয় গোলাপ ফুটাব,,

যদি ঘ্রাণ নাও তুমি

আমি না হয় নোকা বাইব,,

যদি যাত্রী হও তুমি

বিষয়: সাহিত্য

৯৩৫ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

222349
১৬ মে ২০১৪ রাত ০৯:২২
ছিঁচকে চোর লিখেছেন : অনেক সুন্দর লিখেছেন.... পিলাচ
222355
১৬ মে ২০১৪ রাত ০৯:৩০
শিলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
222373
১৬ মে ২০১৪ রাত ১০:১৯
মেঘ ভাঙা রোদ লিখেছেন : মাশাল্লাহ বেশ ভালো লাগলো অনেক ধন্যবাদ
222376
১৬ মে ২০১৪ রাত ১০:৩২
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : অনেক সুন্দর হয়েছে ... অপূর্ব, চমৎকার
222393
১৬ মে ২০১৪ রাত ১১:১৮
আব্দুল গাফফার লিখেছেন : সব কিছু দিয়ে দিয়েত ফুতুর হয়ে গেলেন । বানানের দিকে আরেকটু নজর দিন । অনেক ধন্যবাদ
222405
১৬ মে ২০১৪ রাত ১১:৩০
নীল জোছনা লিখেছেন : জাজাকাল্লা খায়রান. অনেক ভালো লাগলো পড়ে, আরো বেশী বেশী লিখুন
222423
১৬ মে ২০১৪ রাত ১১:৫৪
বিন হারুন লিখেছেন : Rose

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File