আমি না হয় হেরে যাব
লিখেছেন লিখেছেন বাশার ১৬ মে, ২০১৪, ০৮:১১:৩৩ রাত
আমি না হয় হেরে যাব,,
তবুও জিতে যাও তুমি
আমি না হয় কেঁদে যাব,,
তবুও হেসে থাক তুমি
আমি না হয় দুংখে থাকব,,
তবুও সুখে থাকো তুমি
আমি না হয় সাগরে ভাসব,,
তবুও ডাঙায় থাক তুমি
আমি না হয় নিভে যাব,,
তবুও জলে থেকো তুমি
আমি না হয় রোদে পুড়ব,,
তবুও ছায়া থেকো তুমি
আমি না হয় থেমে যাব,,
তবুও হেটে যাও তুমি,,
আমি না হয় গোলাপ ফুটাব,,
যদি ঘ্রাণ নাও তুমি
আমি না হয় নোকা বাইব,,
যদি যাত্রী হও তুমি
বিষয়: সাহিত্য
৯৩৫ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন