এই প্রথম নিজের কম্পিউটারে এবং নিজ ঘরে বসে ইন্টারনেট ব্যবহার করছি।
লিখেছেন লিখেছেন আহমদ মুসা ৩০ জানুয়ারি, ২০১৪, ১২:৫০:২৪ রাত
আসসলামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ
কেমন আছেন আপনারা? ভাল আছেন তো সবাই?
আমি একটি কম্পিউটার কিনলাম। আজ রাত বারটার পরে অনেক্ষণ চেষ্টার পর ইন্টারনেট সংযোগ সচল করতে পেরেছি। ইনশায়াল্লাহ আজ থেকে রাত্রেও অনলাইনে কিছূ না কিছু পড়াশুণা এবং টুকটাক লেখালেখি করার আশা করছি।
আজকের প্রথম লেখা হিসেবে নতুন কোন বিষয়ে কিছু লেখার আগ্রহ থাকলেও রাত অনেক গভীর হয়েছে এবং কালকে যথা সময়ে কর্মস্থলে উপস্থিত থাকার আশায় বেশিক্ষণ রাত জেগে থাকা ঠিক হবে না ভাবছি। এছাড়া কম্পিউটারের কী বোর্ডের কয়েকটি কী ভালভাবে রেসপন্স করছে না। তবে অন্যন্যা পার্টসগুলো মোটামোটি ভালই মনে হচ্ছে।
বাংলায় আমি বিজয় ফরমেটে টাইপ করতে অভ্যস্থ। কিন্তু এই কম্পিউটারে বিজয়ের ইউনিকোড সাপোর্টেবল ভার্ষণ ইন্স্টল করা নেই। তাই টাইপ করতে কিছুটা অস্থায়ী ঝামেলা অনুভব করছি।
ঘরে কম্পিউটার আনার পর থেকে আমার মেয়েগুলো দারুণ আনন্দিত। সারাদিন কম্পিউটার চালানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছে কখন আমি অফিস থেকে ফিরছি। কিন্তু আমি অফিস থেকে বাড়ীতে ফিরতে রাত নয়টা বেজে যায়। এরিমধ্যে আমার মেয়েরা ঘুমিয়ে পড়েছে। হয়তো কাল সকালেও কম্পিউটার চালানোর সুযোগ পাবে না। কারণ সকালে মাদ্রাসায় যাওয়ার তাগেদা এবং সময় সল্পতা প্রধান কারণ। ইনশায়াল্লাহ আগামী কাল সন্ধ্যার পূর্বেই বাড়ীতে ফেরার ইচ্ছা করছি।
তখন পরিবারের সবাইকে নিয়ে কম্পিউটার চালাবো। আমার আম্মাজান বিভিন্ন আলেম ওলামা ও ইসলামী ব্যক্তিত্বদের ওয়াজ নসীহত শুনতে আগ্রহী। দেখা যাক আম্মার সেই আগ্রহটাও পূরণ করা যায় কিনা।
বিষয়: বিবিধ
১৬৮৭ বার পঠিত, ৬৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ তায়ালা সেই তাওফীক দান করুন।
মহান আল্লাহ আপনাদের আমাদের নেক বাসনাগুলো পূরণ করুন! আমীন!!
কোথা থেকে কিনলেন? ভাবি নিশ্চই খুব খুশি হয়েছেন কারন এখন থেকে তারাতারি বাড়ি ফিরবেন। নেট কানেকশন সমস্যা কেন? নতুন কি-বোর্ড এর কি গুলি অনেক সময় একটু শক্ত থাকে। তবে প্রত্যোকটা তি ২০-২৫ বার চাপার পরও যদি সহজ না হয় তা হলে সমস্যা থাকতে পারে।
এই যন্ত্রটিকে ঘিরে বাসার সবার আশা আকাংক্ষা পূরণ হোক, এটি দীর্ঘকাল সবাইকে সার্ভিস দিক।
শুভেচ্ছা রইল
দোয়া করবেন কম্পিউটারটি যেন ভাল কাজে ব্যবহার করতে পারি। পাপের কাজে নয়, বরং পূন্যের কাজে ব্যবহার করার দাওফীক যেন দেয় মহান আল্লাহ তায়ালা।
শিক্ষা ব্যবস্থা নিয়ে একটি ব্লগ লিখেছিলাম। সম্ভব হলে আমার সেই ব্লগ পাতায় একবার ঘুরে আসার আমন্ত্রণ রইল মেডামের প্রতি।
আপনাকে অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য। দোয়া করবেন কম্পিউটারটি যেন ভাল কাজে ব্যবহার করতে পারি। পাপের কাজে নয়, বরং পূন্যের কাজে ব্যবহার করার দাওফীক যেন দেয় মহান আল্লাহ তায়ালা।
আমারটা নষ্ট হয়ে গেছে
আপনার পিসি নষ্ট! তাহলে এখন নিশ্চয়ই লেপ্টপ ব্যবহার করছেন?
যেমান, সকালে উঠে আপনি যাবেন অফিসে সকাল ধরলাম ৮ টা থেকে আপনার অফিস। আপনি বললেন আপনার বাসায় ফিরতে সময় হয় রাত ৯ টা। এর অর্থ ১৩ ঘন্টা অফিস। আর বাকী ১১ ঘন্টা। রাত ৯ টায় বাসায় গিয়ে নিজের কিছু কাজ, খাবার খাওয়া, সবার সাথে কথাবলা,তার পরে ঘুমানো সব মিলিয়ে পাবেন সর্বচ্চ ৩ ঘন্টা।
এখন কম্পিউটারকে সময় দিবেন যখন তখন আপনার পরিবার আপনার থেকে যে সময় পাওয়ার হকদার তার কিছুটা ঘাটতি হবে।
(যেমনটা আমারো হয়)
অবশ্যই এর উপকারও আছে। তবে একটু সাবধান থাকবেন।
আপনার জন্য শুভকামনা।
আসতে না আসতেই ভয় দেখাচ্ছেন ২টা দিন যাক নারে ভাই।
আপনার পরামর্শ অবশ্যই আমি মনে রাখবো। দোয়া করবেন কম্পিউটারটি যেন ভাল কাজে ব্যবহার করতে পারি। পাপের কাজে নয়, বরং পূন্যের কাজে ব্যবহার করার দাওফীক যেন দেয় মহান আল্লাহ তায়ালা।
ভাই..
প্রথমত: তুমি যদি দেখো আমার লেখার শেষে তাহলে দেখবে আমি লিখেছি "আপনার জন্য শুভকামনা"
দ্বীতিয়ত: আমি যে সমস্যার কথা বলেছি তা বোঝার বা অনুধাবন করার মত সময় তোমার এখন আসে নাই। ইনশাআল্লাহ একদিন আসবে তখন নিশ্চই আমার কথা স্বরন পরবে আশাকরি।
তৃতিয়ত: তুমি লিখেছ "মিয়া আপনার কোন কাম নাই" এরখম ভাষা ব্যাবহারের দারা স্বভাবত বোঝা যায় তুমি আমার উপর রেগে আছো। আমার নাম ধরে ডাকলেই খুশি হবো।
আর আমি ইলিয়াসি তাবলীগ জামাতের বিভিন্ন বিষয় নিয়ে লিখি সেই জন্য যাদি তোমার রাগ থাকে তাহলে আমার কিছু করার নাই।
তবে মুসলিম ভাই হিসেবে রাগ থাকলে আমি আমার অজানা ভুলের জন্য তোমার কাছে ভুল শিকার করছি।
আমি তোমাকে মুসলিম ভাই হিসেবে পছন্দ করি/ভালোবাসি। আমি তোমাকে কেন, তাবলীগ জামাতের কাউকে ঘৃনা করি না। তবে তাদের যে সকল কাজ কোরআন ও সুন্নার বহিভূত সেই কাজের বিরধীতা করি।
আশাকরি আমার ভিউ তোমার কাছে স্পস্ট।
আল্লাহ তোমার মঙ্গল করুন। আমিন।
১/ আমি যে মাঝে মাঝে তুমাকে "দাদা" ডাকি, তা কি তুমি মাইন্ড করো?
২/ তোমার (রাহ'বার এর উদ্দেশ্যে করা)প্রতিমন্তব্য দেখে মনে হচ্ছে তুমি নিজেই রেগে আছো আমার কাজিনের উপর।
৩/ নাকি আমিও রেগে আছি তোমাদের দু'জনের উপ্রে এরকম সবার সামনে বক বক করতেছো যে এজন্য?
৪/ আসলে আমি কিছ্ছুই বুঝতেছি না তোমরা এসব কী শুরু করছো, ঝগড়া তগড়া
১. না
২. না
৩. হ্যা
৪. না
মুসলিম সবাই ভাই ভাই,
ইখতিলাফ থাকবে তাই,
কোরআন সহিহ হাদিস মেনে ভাই,
মতো পার্থক্য ভুলে যাই।
নোরাগ নোমনখারাপ জাস্ট
একজন মু’মিন আরেকজন মু’মিনের কাছ থেকে উত্তম দোয়াই প্রত্যাশা করে। আমি শুধু প্রত্যাশা নয় বরং তা দাবীই করছি আপনার কাছ থেকে।
আর হ্যাঁ আপনার পরামর্শ অবশ্যই আমি খেয়াল রাখবো।
আপনার আনন্দের সাথে আমিও আনন্দিত।
আগামী কয়েক দিনেরে মধ্যে দেশে আসছি, দেখা হবে ইনশা আল্লাহ।
Can you pls suggest with the same amount which service is best.
jazakallah.
পিএইচডি করার পর আবার অনার্সে ঢোকা
বিস্তারিত জানতে আগ্রহ থাকলে নিচের ব্লগ দুটিতে ঘুরে আসার আমন্ত্রণ রইল।
আমার তৃতীয় মেয়ে
এখানে প্রথম ও দ্বিতীয় মেয়ের কথা লিখা আছে।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার ব্লগ পাতায় আগমনের জন্য।
মন্তব্য করতে লগইন করুন