সুশীলীয় গিন্নী , কেষ্টা বেটা এবং জামায়াত-শিবির
লিখেছেন লিখেছেন অজানা পথিক ২৯ জানুয়ারি, ২০১৪, ১১:৫৮:১৪ রাত
গিন্নী বলেন কেষ্টা বেটাই চোর!!!!!!!!!!
বাংলাদেশের সুশীলীয় গিন্নীরা জামায়াতকে রীতিমতই চোর বানানোর চেষ্টা করছে। আপনিও কি বিভ্রান্ত হচ্ছেন? নিচের লেখাটি পড়ে দেখেনতো জাতীয় চোরদের ধরতে পারেন কিনা!
আমরা অনেক কিছুই দেখেছি
দেখেছি রাজিবের খুন। দোষ সোজা জামাত শিবিরের। তাদের নিষিদ্ধ করা দরকার। কিন্তু তারপর? যখন প্রমাণ হল যে এইটা প্রেমঘটিত সমস্যা, সবাই চুপ।
দেখেছি 'দুর্ধর্ষ শিবির ক্যাডার' বিশ্বজিতের হত্যা। অপরাধীরা কেউই নাকি ছাত্রলীগের কেউ না।
দেখেছি ত্বকীর খুন। সব দোষ শিবিরের। শাহবাগের নারায়নগঞ্জ শাখার মূল উদ্যোক্তা রাফির ছেলে হওয়াতেই নাকি তাকে খুন করা হয়েছে। এরপর? শামীম উসমানের দিকে আঙ্গুল উঠার পর সবাই চুপ।
দেখেছি আহমেদ ইমতিয়াজ বুলবুলের ভাই মেরাজ খুন। এইখানেও আঙ্গুল প্রথমে জামাত শিবিরের দিকে। তারপর? ছিনতাই কারীর হাতে খুন হওয়ার বিষয় জানার পরে, এইখানেও সবাই চুপ।
এইরকম আলোচিত প্রায় সব হত্যাকাণ্ডের দোষ প্রথমে জামাত শিবিরের ঘাড়ে। আসল ঘটনা বের হলে সবাই চুপ। মানবাধিকার ব্যবসায়ীরা বসে থাকেন জামাত শিবিরের ঘাড়ে দোষ চাপানোর জন্য।
এইসব থেকেই প্রমাণিত হয়, আসলে কারা কি করছে। কারো কারো কাছে নাকি তথ্য আছে। কি তথ্য আছে, এই তথ্যের উৎস কি, তা নিয়ে আর কিছু বলতে ইচ্ছে করছে না।
আপনারা কি বলবেন এবার ইচ্ছামত বলেন--
বিষয়: রাজনীতি
১৪২৮ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কতা না কইলে তো খেলা জমবোনা
কথা বললেই তো স্বাধীনতা বিরোধী
বানাইয়া ফেলবে রে।
থাই দেখা যাচ্ছে কোন অঘটন ঘটলেই জামাত শিবিরের নাম যেমন আসছে আবার ওই অঘটনের হোতারা ধরা পড়লেই হাসিনার সোনার ছেলেদের নাম আসছে । তাই তারা ধরা চেয়ে অপবাদের দিকেই বেশী ধাবিত হচ্ছে । আর এজন্যই সবাই চুড় থাকতে বাধ্য হচ্ছে ।এদের মত বিবেকশুন্য আর কে আছে ?? অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন