বেডরুমের খাটের নিচে মরা ইদুঁরের পচাঁ দুর্গন্ধ ছড়াচ্ছে তীব্রভাবে। আর সহ্য করা যাচ্ছে না।
লিখেছেন লিখেছেন আহমদ মুসা ১০ নভেম্বর, ২০১৩, ০৪:৫৮:১১ বিকাল
গতকাল ব্লগার প্রবাসী মজুমদার ভাইয়ের একটি পোস্টে আমি একটি কমেন্ট করেছিলাম। ফেবুতে এক বন্ধু অনুরোধ করলো মন্তব্যেটি পোস্ট আকারে দেয়ার জন্য। তাই এখানে তা পোস্টাকারে দিলাম।
বেডরুমের খাটের নিচে মরা ইদুঁরের পচাঁ দুর্গন্ধ ছড়াচ্ছে তীব্রভাবে। এহেন পরিস্থিতিতে ঘরের প্রধান কর্তা শুধু দু'হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে হে আল্লাহ! তুমি আমাদেরকে এই পচাঁ ইদুঁরের দুর্গন্ধ থেকে বাচাঁও। আর সহ্য করতে পারছি না পচাঁ ইদুঁরের ঝাঁঝালো দুর্গন্ধের তীব্রতা ওগো মোর খোদা! আমাদেরকে রক্ষা কর পচাঁ ইদুঁরের দুর্গন্ধের অত্যচার থেকে হে দয়াময় রহমান ও রহীম! আমাদের করুণ চেহারার প্রতি একবার সুনজরে থাকাও কি কষ্টে আছি!
কিন্তু এই গাফেল অলস আল্লাহর বান্দাটি একবারও চিন্তা করছে না কেন নাকে তুলো দিয়ে কোমরের কাপড় চোপড় শক্তভাবে বেধে খাটের নিচে পড়ে থাকা পচাঁ ইদুরটাকে ডাস্টবিনে ফেলে দিয়ে বেডরুমটাকে ভালভাবে পরিস্কার করছে না। অথচ তার রব তাকে শক্তি দিয়েছেন বাহুতে, মাথায় বুদ্ধি দিয়েছেন সমস্যা সমাধানের। কিন্তু সে তার শক্তি ও বুদ্ধি খরচ না করে অলসের চেয়েও নিকৃষ্ট কায়দায় দু'হাত তুলে ফরিয়াদ করছে তার রবের কাছে! আচ্চা বলুন তো এ অবস্থায় তার রব কি তার প্রতি দয়া করবে নাকি তার নেয়ামতের (শক্তি ও বুদ্ধির) সদ্ধ্যবহার না করার কারণে বান্দার উপর অসন্তুষ্ট হবে?
আজ বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছে তারাও পচাঁ ইদুঁরের দুর্গন্ধের চেয়ে নিকৃষ্টভাবে ভয়াবহ দুর্গন্ধ ছড়িয়ে গোটা দেশের অবস্থা নাকানি চুবানী খাওয়ার পরিস্থিতি সৃষ্টি করেছে। অথচ আমরা যারা দেশের সাধারণ জনগণ তারা শুধু আল্লাহর দরবারে ফরিয়াদ করছি এই অত্যাচারী আওয়ামী জালেম জাহেল শাসকদের নির্যাতন থেকে রক্ষা পাওয়ার জন্য। কিন্তু কোন কার্যকরী প্রতিরোধ গড়ে তুলছি না।
এখানে শুধু প্রতিরোধ করতে দেখা যাচ্ছে যারা বাড়ীর পাহারাদারের (জামাত-শিবির) ভূমিকা রয়েছে তারাই রাজপথে সোচ্চার ও সরব উপস্থিতি। কিন্তু ঘরের ভিতরে যারা আরাম আয়েশে থেকেও ইদুরেঁর গন্ধে দিশেহারা, যারা ক্ষমতার পালাবদলের আশায় ক্ষমতার মাখন ভোগের স্বপ্ন দেখছেন (বিএনপি) তারা শুধু হা হুতাশ করছেন ইদুঁরের দুর্গন্ধের অত্যাচারে। কিন্তু কোন প্রতিরোধের উদ্যেগ নিচ্ছেন না।
বিষয়: বিবিধ
১৫৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন