এ ছবিকে কিভাবে মুল্যায়ন করবেন

লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ১০ নভেম্বর, ২০১৩, ০৪:৫৭:১৪ বিকাল



এই ছবিকে আপনারা কিভাবে মুল্যায়ন করবেন। নিতান্ত খেটে খাওয়া একজন মানুষ। প্রায় সময়ইতো আমরা এরকম সাহসী কিছু ছবি দেখি। ছবি গুলোতে দেখা যায় পেন্ট সার্ট পরা কোন যুবক রাজনৈতিক ময়দানে পুলিশের বাঁধার মুখে দাড়িয়ে আছে, গড়ে তুলছে প্রতিরোধ।আমরা সবাই বুঝি, এ হচ্ছে ঐ রাজনৈতিক দলের কোন নেতা বা কর্মী। কিন্তু সম্পূর্ণ উদোম গায়ের এ ছবিটি আমাদের কি ম্যাসেজ দিচ্ছে।

তাকে আপনি কোন রাজনৈতিক দলের কর্মী বলে পরিচয় দেবেন। তার উদোম গা আর গায়ের গঠন কি বলে ? সে কি কোন রাজনৈতিক দলের নেতা বা কর্মী? সে কি ভাড়াটে ?(অনেক সময় মিছিলে ভাড়া করে লোক আনা হয় বলে শুনেছি) আপনি যে পরিচয়ই তার দেন না কেন আমার মন বলছে সে নিতান্ত একজন খেটে খাওয়া দিন মজুর মানুষ।তার নেই বড় কোন চাওয়া,নেই ক্ষমতার মোহ,নেই নেতা নেত্রীর পদলেহন করে কোন হুমড়া চুমড়া হয়ে যাওয়ার লোভ কিংবা রাজনৈতিক প্রভাব খাটিয়ে বাড়ি গাড়ির মালিক হওয়ার লোভ।নেই কোন প্রতিহিংসা কিংবা নিজকে জাহির করার প্রবনতা।

তার মাঝে আছে দেশ প্রেম,দেশের জন্য চরম মমতাবোধ।সে হয়তো মিছিলেও ছিলোনা।হয়তো মিছিলের পাশ দিয়ে টেলাগাড়ি নিয়ে যাচ্ছিলো, হয়তো রিক্সা থামিয়ে মিছিল দেখছিলো।হয়তো এক সময় তার মাঝে দেশপ্রেম নাড়া দেয়। সে আর দাড়িয়ে থাকতে পারেনি।পাশ দিয়ে যাওয়া মিছিলে অংশ নেয়।মিছিল ছুটে চলছে সম্মুখপানে, স্বৈরাচার নিপাত যাক-গনতন্ত্র মুক্তি পাক এই শ্লোগান তার মুখে উচ্চারিত হচ্ছে।মিছিল ছুটে চলছে,সেও মিছিলের সাথে শ্লোগান ধরে এগিয়ে চলছে। এই মিছিল স্বৈরাচারের বিরুদ্ধে মিছিল।এই মিছিল গনতন্ত্রের পক্ষের মিছিল।এই মিছিল দেশ বাচানোর মিছিল।এই মিছিল খুনি হাসিনার বিরুদ্ধে মিছিল। এই মিছিল ভারতীয় তাবেদার সরকারের বিরুদ্ধে মিছিল।তাইতো এই মিছিলে শরিক হচ্ছে দেশের আপামর জন সাধারন, খেটে খাওয়া দিন মজুররাও।

এক সময় এই মিছিল বাঁধার সম্মুখিন হয়। খুনি, স্বৈরাচারী সরকারের লেলিয়ে দেয়া পুলিশবাহিনী এক সময় এই মিছিলের বাঁধা হয়ে দাড়ায়।সকল বাঁধা অতিক্রম করে মিছিল সামনে এগুতে চায়, শুরু হয় পুলিশের সাথে সংঘর্ষ।আর শত শত পুলিশের সামনে একজন খেটে খাওয়া মানুষ দাড়িয়ে যায় প্রতিরোদ যুদ্ধা হয়ে।কোন্ মোহে সে এভাবে দাড়িয়ে গেলো পুলিশের সামনে? কোন্ আকর্ষনে সে তার বোক পেতে দিলো পুলিশের গুলির সামনে ?

যে সময়ে শুধু মাত্র জেলের ভয়ে একটা রাজনৈতিক দলের বাঘা বাঘা নেতারা সব আত্বগোপনে, কর্মীরা নেই ময়দানে, সেই সময়ে একজন সাধারন মানুষ এভাবে পুলিশের সামনে বোক পেতে দাড়িয়ে থাকে এটাকে আপনি কিভাবে মুল্যায়ন করবেন।

চট্টগ্রাম নগরীতে আজ ১৮ দল কর্মীদের মিছিলে পুলিশ বাধা দিলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সেখানেই এভাবে পুলিশের সামনে দাড়িয়ে যান এই দেশপ্রেমি মানুষটি।

বিষয়: রাজনীতি

২৬৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File