ডাক্তার শাব্বির আহসানের কবিতা
লিখেছেন লিখেছেন আহমদ মুসা ০৪ সেপ্টেম্বর, ২০১৩, ০৪:২৪:৪১ বিকাল
আমি কবিতা লিখতে পারি না। কিন্তু আমার এক অনলাইন ডাক্তার বন্ধুর লিখিত একটি কবিতা আমার ভাল লেগেছে। তাই এখানে শেয়ার করছি পাঠকের জন্য।
----------------------------
মুসলিম মোরা, শ্রেষ্ঠ জাতি
ধরণীতে দূত আল্লাহ্র,
মোদের এক হাতে দিশা আল কোরআন
আরেক হাতে তলোয়ার।
করেছি জয়, মৃত্যুর ভয়
মোরা সেই মুসলিম,
ধূলায় মিশিয়ে জালিমের দুর্গ
তাদের রক্ত করেছি হিম।
হাসিমুখে পিয়ে শহীদি পেয়ালা
পেয়েছি শাহাদাতের স্বাদ,
হয়েছি বিজয়ী করেছি অবনত
কিসরার রাজপ্রাসাদ।
মৃত্যুর মুখে উন্নত শিরে
করেছি বজ্র আহ্বান,
শহীদি মৃত্যু আর জান্নাতের মাঝে
নেই কোন ব্যাবধান।
শামসির হাতে করেছি মন্থন
বিশ্বকে করেছি নীড়,
প্রেরণা মোদের খালিদ-তারিক
হামজার মতো বীর।
আল্লাহকে ছাড়া কাওকে কভূ
করিনিকো মোরা ভয়,
জান ও মালের বিনিময়ে মোরা
জান্নাত করেছি ক্রয়।
সেই আজ তারা নিজেকে ভুলে
ঘুমিয়ে আছে বেঘোরে,
আর নয় ওঠো, বিজয় কেতন
ওড়াও ঐ দুর্গ শিখরে।
বিষয়: বিবিধ
১৬৮২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন