বিএনপির জন্যই নীরব হেফাজত?
লিখেছেন লিখেছেন মোস্তফা মোঘল ০৪ সেপ্টেম্বর, ২০১৩, ০৪:১৬:৪৩ বিকাল
শানিত ঈমানের ধারালো অস্ত্র নিয়ে রাজপথে তুমুল লড়াইয়ে বাতিলকে পরাজিত করার মুষ্টিবদ্ধ শপথ নিয়ে আন্দোলনে নামা হেফাজতে ইসলাম এখন আর আগের অবস্থায় নেই। কথায় কথায় সরকারকে ক্ষমতা থেকে টেনে নামানো কিম্বা ‘১৩ দফা মেনেই ক্ষমতায় থাকতে হবে আবার ১৩ দফা মেনেই ক্ষমতায় আসতে হবে’ এমন গরম গরম ভাষনও শোনা যায়না হেফাজত নেতাদের মুখ থেকে। ৫ মে রাতে সরকারের গণহত্যা হেফাজতে ইসলামের ঈমানের মশালও নিভিয়ে দিয়েছে নাকি কৌশলগত কারনে তারা নীরবতা পালন করছে এমন নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারন মানুষের মনে।
কওমি মাদরাসায় জন্ম নেয়া হেফাজতে ইসলাম ধুমকেতু’র বেগে আবির্ভুত হয়ে দেশের রাজনীতিকে টালমাটাল করে দেয়ার পর ৪ মাস পেরিয়ে গেছে। বলা হয়- হেফাজতের ওপর গণহত্যার পরিনতি হিসেবে সরকার সিটি কর্পোরেশন নির্বাচনে শোচনীয় ভাবে হেরেছে। জনসমর্থন তলানিতে ঠেকেছে। ৫ মে’র কারনেই জীবনে প্রথমবারের মত কওমি মাদরাসার শিক্ষক-ছাত্ররা জেলখানায় যাওার সুযোগ পেয়েছেন। গ্রেফতার আতঙ্কে বাড়ীঘর ছেড়ে নিরাপদ স্থানে অবস্থান করছেন কেউ কেউ।
শত শত আলেমের রক্তে শাপলা চত্বর লাল হলো অথচ হেফাজতে ইসলাম তার নেতাকর্মির রক্তের ওপর দাঁড়িয়ে নাক ডেকে ঘুমাচ্ছে এটা মেনে নেয়া সত্যিই কঠিন। কিন্তু হেফাজতের এই নীরবতা তাদের দূর্বলতা নয় এটা জোর গলায় বলছেন হেফাজত সংশ্লিষ্টরা। হেফাজতের একাধিক নেতার সাথে কথা বলে যে ধারনা পাওয়া গেছে তার সারমর্ম হলো- হেফাজতে ইসলাম ১৩ দফা দাবি নিয়ে মাঠে নামার পর দেশের রাজনীতিতে বিরাট পরিবর্তন এসেছে। ভোটের রাজনীতিতে ষ্পষ্ট প্রভাব ফেলেছে হেফাজত। সারাজীবন জামায়াত-বিএনপি বিরোধী অবস্থানে থাকা কওমি হুজুররা প্রকাশ্যে আওয়ামীলীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। অথচ বিএনপি হেফাজতকে সেভাবে মূল্যায়ন করছেনা! বরং হেফাজতকে তারা ক্ষমতায় যাওার সিঁড়ি হিসেবে ব্যবহারের চেষ্টা করছে। হেফাজত কর্মিদের রক্ত বিএনপি নেতাদের মুখে হাসি ফোটালেও হেফাজতের ১৩ দফার প্রতি তারা কতটা আন্তরিক তা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। ইতোমধ্যেই বিএনপির ব্যাপারে হেফাজতের একটা অংশ আল্লামা আহমদ শফি’র কানভারি করতে শুরু করেছেন। বিএনপি সতর্ক না হলে হেফাজতের অর্জন এবং কওমি হুজুররা আবারও অবস্থান পরিবর্তন করতে পারেন (?)
বিষয়: বিবিধ
১৪৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন