জামায়াতের হরতাল নিয়ে মিডিয়ার অহেতুক বিতর্ক
লিখেছেন লিখেছেন মোস্তফা মোঘল ১৪ আগস্ট, ২০১৩, ১২:২৩:৩৯ দুপুর
জামায়াতে ইসলামীর ডাকে টানা ৪৮ ঘন্টা কমানোর গুজবকে কেন্দ্র করে মিডিয়ায় ঝড় উঠেছে। ই-মেইলে পাঠানো জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খানের বিবৃতির একটি অংশের সামান্য ভুলের সূত্র ধরে জামায়াত বিদ্বেষি মিডিয়াগুলো বিভ্রান্তি ছড়িয়েছে। জামায়াত বিদ্বেষি মিডিয়ায় বলা হচ্ছে জামায়াতের হরতাল ১২ ঘন্টা কমিয়ে ৩৬ ঘন্টা করা হয়েছে। আবার জামায়াতের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে জামায়াত তাদের হরতাল কমায়নি। ১৫ আগষ্ট ভোর ৬টা পর্যন্ত হরতাল চলবে।
অনুসন্ধানে জানাযায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খানের বরাত দিয়ে একটি বিবৃতি ই-মেইলে বিভিন্ন মিডিয়ায় পাঠানো হয়। ওই বিবৃতিতে হরতালের প্রথম দিনের সার্বিক পরিস্থিতির মূল্যায়ন এবং বুধবারের হরতাল পালনের আহ্বান জানানো হয়। বিবৃতির শেষাংশে ভুল বশতঃ ১৫ আগষ্ট ভোর ৬টার পরিবর্তে ১৪ আগষ্ট সন্ধ্যা ৬টা পর্যন্ত ৪৮ ঘন্টার হরতাল পালনের কথা লেখা হয়েছে। জামায়াত বিদ্বেষি মিডিয়াগুলো এই ভুলকে পূঁজি করে বিভ্রান্তি ছড়িয়েছে। গোটা বিবৃতির কোথাও হরতাল কমানোর কথা বলা না হলেও সামান্য ভূলের সূত্র ধরে প্রথমে বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং পরে অনলাইন নিউজ পেপার এবং সবশেষ প্রিন্ট মিডিয়ায় হরতাল কমানোর কথা লেখা হয়। বিষয়টি জানার পরপরই জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান আরেকটি বিবৃতি দিয়ে বিভ্রান্তি নিরসন করেন। তিনি পরিস্কার জানিয়ে দেন, হরতাল কমানো হয়নি। ১৫ আগষ্ট ভোর ৬টা পর্যন্ত হরতাল চলবে। এই বিবৃতি পাওয়ার পর জামায়াত বিদ্বেষি মিডিয়াগুলো নতুন করে বিতর্ক তৈরি করেছে। কেউ এটাকে জামায়াতের সাংগঠনিক দূর্বলতা, কেউবা জামায়াতের ভেতরের সমন্বয়হীনতা বলে উল্লেখ করেছেন। সামান্য একটা মুদ্রন জনিত ভূলকে কেন্দ্র মিডিয়ার অতিমাত্রায় লাফালাফি প্রমান করেছে দেশের বেশিরভাগ মিডিয়াই জামায়াতকে সহ্য করতে পারেনা। অথচ এই সাংবাদিক সমাজ জামায়াতের নেতাকর্মিদের কাছ থেকে যে সম্মান পান অন্যকোন রাজনৈতিক দলের পক্ষ থেকে সেটা কল্পনাও করেন না। কে জানে? হয়তো অতি ভালো আচরণই সাংবাদিকদের কাছে জামায়াতকে দূর্বল হিসেবে উপস্তাপন করেছে!
বিষয়: বিবিধ
১৬২৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন