আন্তর্জাতিক রাজনৈতিক দাবাখেলার নাটেরগুরুদের ঘুম হারাম হয়ে যাচ্ছে।

লিখেছেন লিখেছেন আহমদ মুসা ০৬ জুলাই, ২০১৩, ০৬:৫৫:৪৭ সন্ধ্যা

এই মুহুর্তে মনে পড়ছে তারেক বিন জিয়াদের ঐতিহাসিক ভাষণ। মিশরের পরিস্থিতি আবার নাটকীয়ভাবে মোড় ফিরতে শুরু করেছে। মিশরের ইসলামী আন্দোলনের ভাইদের ঘরে ফিরে যাওয়ার আর কোন সুযোগ নেই। উচিতও হবে না। সামনে এগিয়ে যাওয়ার এখনই সময়। যদি আপনারা আবার ঘরমুখী হোন তবে মনে রাখবেন ফেরাউনের আদর্শিক উত্তরসুরীরা আপনাদেরকে ঘরেও শান্তিতে থাকতে দিবে না। ঘরের দরজা জানালা বন্ধ করে সেখানেও গুলি চালিয়ে ইসলামের রাজনৈতিক উত্থান রুখে দেয়ার সর্বাত্মাক চেষ্টা করবে। সুতরাং পিছনে থাকানোর সুযোগ নেই। মরণ তো একদিন হবেই। ”মৃত্যুর ফায়সালা আসমানে হয়। জমিনে নয়।" তাহলে শহীদি মৃত্যুর সুযোগ হাতচাড়া করা উচিত হবে না। এগিয়ে যাও হে মুসলিম ভাইয়েরা। পৃথিবীর কোটি কোটি মানুষ তোমাদের সাথে সংহতি প্রকাশ করছে।

তুরস্কসহ গোটা মুসলিম বিশ্বে তীব্র অসন্তেুাষ বিরাজ করছে। গোটা বাংলাদেশটাই তো এখন কারাগার। বাংলাদেশটা পুরোটাই জেলখানায় পরিনত করেছে ফেরআউনের এদেশীয় তল্পীবাহকরা। এদেশের প্রতিটি মানুষ আজ যদিও বিপ্লবী চেতনায় উজ্জীবিত তথাপি আমাদের সামান্য ভুলের কারণে ফেরাউনের উত্তরসুরীরা আজ আমাদের হাত-পা বেধেঁ বাংলাদেশ নামক এক জেলখানায় বন্দী করে রেখেছে। যার কারণে আজ আমরা মিশরের ভাইদের সাথে সংহতি প্রকাশ করে রাজপথে গগণবিধারী স্লোগান ধরতে পারছি না। কিন্তু তার পরেও বাংলাদেশের মানুষের অন্তরের বেদনা ও হৃদয় নিংড়ানো ভালবাসা সম্বলিত সংহতি প্রকাশ হয়তো বাইরের দুনিয়া তা খবর পাচ্ছে না। এদেশের মানুষের আন্তরিক সংহতি আজ জেলখানায় হাত-পা বাধাঁ অবস্থায় বন্দী। মিশরের ভাইয়েরা! তোমরা এগিয়ে যাও। আমাদের অক্ষমতাকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখো। এই মুহুর্তে শুধু চোখের পানি ফেলে আল্লাহর কাছে দুআ করাই আমাদের অস্ত্র।

বিষয়: বিবিধ

১৯০৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File