গাজীপুরে ১৮ দলের ভোট বিপ্লব। বেসরকারী ফলে বিজয়ী মান্নান। তাকে অভিনন্দন।

লিখেছেন লিখেছেন এম এম ওবায়দুর রহমান ০৬ জুলাই, ২০১৩, ০৬:৩২:০২ সন্ধ্যা



গাজীপুর নির্বাচন : কেন্দ্র-৩৯২, আজমত-৩,০০,০১২, মান্নান-৪,৬৮,০০০



১৮ দলের সকল নেতাকর্মী এবং হেফাজতসহ সকল ভোটারদের শুভেচ্ছা । একটি ইতিহাস গড়ার পথে তাদের এই অবদান বাংলাদেশি জাতিয়তাবাদ কে প্রতিষ্ঠিত করলো।

গণমাধ্যোম এর উপর সরকারের দমণ নীতি । প্রিয় ধর্ম ইসলামের ব্যাপারে তাদের বৈরী মনোভাব এবং সরকারের সকল পর্যায়ের দুর্নীতি কে প্রশয় দেওয়া, এছাড়া বিচার বিভাগকে দলীয় করণ করার অভিযোগ।

মোট কথা সরকারের সাড়ে চার বছরের অপশাসনের একটা জবাব যেন দিতে চেয়েছে সবাই।

তাই দেড় লক্ষ ভোট বেশি পেয়েছে ১৮ দল।

নবগঠিত গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) প্রথম নগরপিতা হতে চলেছেন বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট সমর্থিত প্রাথী অধ্যাপক এমএ মান্নান। সম্পতি চার সিটিতে জয়ের পর এই প্রার্থীর মাধ্যমে বিরোধী জোট আবারো চমক দেখালো।

৫-০ শূন্যতে এগিয়ে গেল বিরোধী দল।

আশা করছি মান্নান সাহেব তার এলাকার উন্নায়নে জান বাজি রেখে কাজ করবেন। ভোটারদের এই ভালোবাসার জবাব দিবেন।

শুভ কামনা রইল

বিষয়: বিবিধ

২০৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File