তারুণ্যের বাধ ভাঙ্গা উচ্ছাসের ঢেউয়ে গা ভাসিয়ে কেউ কেউ বিকারগ্রস্থ হচ্ছে নাতো?
লিখেছেন লিখেছেন আহমদ মুসা ১৬ জুন, ২০১৩, ১১:৩৫:৪৭ সকাল
ফেইসবুকের বিভিন্ন পোস্ট পড়ে এবং স্বচিত্র ছবি দেখে আমাদের চিন্তার জগৎকে আরো প্রশস্ত করতে পারি। অনেক ফেইসবুক ব্যবহারকারী ভাল ভাল শিক্ষনীয় পোস্ট দেন। এতে আমরা অনেক আইডিয়া সংগ্রহ করতে পারি।
কিন্তু আমাদের দেশের তথ্য প্রযুক্তির বেশির ভাগ ব্যবহারকারী নবীন প্রজন্ম। তাদের মধ্যে তারুণ্যের বাধঁ বাঙ্গা উচ্ছাসের মধ্যে ভেজাল যে জিনিসগুলো সব চেয়ে বেশি কার্যকরভাবে নেতিবাচক প্রভাব বিস্তার করছে তার মধ্যে অন্যতম হলো প্রযুক্তির অপব্যবহার। সামাজিক যোগাযোগের অন্যতম প্রধান জনপ্রিয় মাধ্যম হচ্ছে তরুণ উদ্ভাবক মার্ক জুকারবার্গের বর্তমানের ফেইসবুক। এর ফলে তরুণ মানসে যে অনৈতিকতার ভাইরাস বিস্তার ঘটছে তার প্রতিষেধকের উপায় ও পন্থা নির্ধারণের জন্য সমাজের সুস্থ্য রুচির চিন্তাশীলদের এ ব্যাপারে এগিয়ে আসা উচিত।
আমাদের এখন ভাবনার সময় এসেছে ঘুণে ধরা এই সমাজ ব্যবস্থাকে কিভাবে পরিবর্তন করে সুস্থ ধারায় নিয়ে আসা যায়। বর্তমানে মিডিয়ার উপর কর্তৃত্ব যাদের বেশী তারাই সবচেয়ে শক্তিশালী। তারাই ক্ষমতাবান। সমাজের অধিকাংশ ক্ষমতাবানরা হচ্ছে দুনিয়ার নিকৃষ্ট খারাপ মানুষদের সম্প্রদায়ভুক্ত। এরা মানুষরূপী শয়তান। তাগুতের প্রতিনিধিত্ব নিয়ে সমাজ ও সামাজিক অবস্থা আজ তাদের হাতে ক্ষত-বিক্ষত। এরা ধ্বংস করে দিচ্ছে সামাজিক মূল্যবোধ, পারিবারিক বন্ধন, দেশের অর্থনীতি, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা, রাজনৈতিক শিষ্টাচার, সামাজিক দায়বদ্ধতা। এদের কারণে আজ আমাদের নতুন প্রজন্মের এক বিশাল অংশ মানবিকতা হারিয়ে বিকারগ্রস্থ। তারা রুচিবোধ না শিখে বল্গাহীন এক কৃত্রিম হতাশাজনক জীবনাচারের দিকে ঝুকে পড়ছে। সাথে যোগ হয়েছে আধুনিক যোগাযোগের মাধ্যম মোবাইল প্রযুক্তিসহ ডিজিটাল ভাওতাবাজীর ক্ষতিকর উপাদানগুলো। আমাদের নতুন প্রজন্ম আজ এই শয়তানদের ফাদেঁ পড়ে ভবিষ্যত সমাজ-রাষ্ট্র ব্যবস্থা কি ধরনের পরিণতির দিকে নিয়ে যাবে তা চিন্তা করে আজ দেশের সচেতন চিন্থাশীল ব্যক্তিরা হতাশ। ইন্টারনেটে ভাল কিছুর আশায় চার্জ দিলে অনেক রঙ-বেরঙ্গের পোষাকে বিভিন্ন অঙ্গ-ভঙ্গিতে নিজের শরীর জাহিরকারী অনেক বিপদগ্রস্থ বা শয়তানের ফাদেঁ পড়া মেয়েদের ছবি দেখা যায়। কারো ইচ্ছা থাকলে সহজেই নিজের নফসের চাহিদা মিটানো যেতে পারে। তবে তা কোন অবস্থাতেই ফেইসবুক বন্ধুদের জন্য শেয়ার করা উচিত নয়।
বিষয়: বিবিধ
১৩৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন