চার সিটি কর্পোরেশন নির্বাচনঃ রাজনীতিকদের জন্য শিক্ষা

লিখেছেন লিখেছেন নির্বোধ১২৩ ১৬ জুন, ২০১৩, ১১:২৯:১২ সকাল



সদ্য সমাপ্ত সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী প্রার্থীদের অভিনন্দন। সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ একটি নির্বাচন উপহার দেয়ার জন্য ক্ষমতাশীন দলের শাসক প্রশাসকদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

যদিও স্থানীয় সরকার নির্বাচনের কোন রাজনৈতিক পরিচয় নেই। কিন্তু আমাদের দেশে কোন নির্বাচনই রাজনৈতিক পরিচয় ও প্রভাবমুক্ত থাকতে পারে না। নেহায়েত স্কুল কমিটি থেকে বাজার কামিটি সহ অন্যন্য সকল ফোরামের নির্বাচনেই থাকে দলীয় প্রভাব ও রাজনৈতিক প্যানেল। সদ্য সমাপ্ত সিটি কর্পোরেশন নির্বাচনও তার ব্যতিক্রম কিছু নয়। আমাদের দেশের মানুষ গনতন্ত্র ও রাজনীতি বুঝুক বা না বুঝুক বড় বেশী রাজনীতি ঘেষা। বলা যায় – সকল ক্ষেত্রেই মানুষ একটা রাজনৈতিক আচ্ছাদন চায়। সদ্য সমাপ্ত সিটি কর্পোরেশন নির্বাচনেও তা ই হয়েছে। ক্ষমতাশীন দলের আচরণ সমসাময়িক ঘটনা প্রবাহ ও সমাজে প্রচলিত ধারণাকে ভ্রান্ত প্রমান করে এই নির্বাচনের ফলাফল এক যুগান্তকারী চমক হিসাবে আবির্ভূত হয়েছে! এমন ফলাফল যেমন ক্ষমতাশীন ১৪ দলীয় জোট আশা করে নি তেমনি বিজয়ী ১৮ দলীয় জোটও এমন নিরঙ্কুশ বিজয় প্রত্যাশা করে নি। এই যেন এক অভাবিত ঘটনা, যেমনটি ঘটেছিল ২০০৯ এর জাতীয় নির্বাচনে।

কিন্তু ২০০৯ এর জাতীয় নির্বাচনে অবিশ্বাস্য বিজয় নিয়ে ১৪ দলীয় জোট ক্ষমতায় আসীন হয়েই ‘ধরাকে সরা জ্ঞান’ করতে শুরু করল। তারা অপরাপর দলগুলোকে বড় বেশী তূচ্ছ-তাচ্ছিল্য করা সহ নিজেদের মহিমার ঝান্ডাকে বেশী বেশী উঁচুতে তুলে ধরতে এতটাই অন্ধ হয়ে পড়ল যে সে উল্লাসে নিজেরাই হিতাহীত জ্ঞান হারিয়ে বসল। তাদের পায়ের চাপে পিষ্ঠ হয়ে যে সাধারণ মানুষের জীবন ও সম্পদ বিনষ্ট হচ্ছে তা কিছুতেই তাদের উপলব্ধিতে আসছিল না। তারা ছিল বড় বেশী ‘আপনাতে আপনি মগ্ন’। এটা কেবল বর্তমান ক্ষমতাশীল দলের ধর্ম নয় – যখন যে দল ক্ষমতায় আসীন হয় প্রায় সকলেই এমনটিই অন্ধ হয়ে পড়ে। তাই তাদের মেয়াদকাল শেষ হতে হতে তাদের বিরুদ্ধে এত বেশী জনক্ষোভ তৈরী হয় যা উপযুক্ত পরিবেশে নির্বাচন হলেই তা প্রকাশ পেয়ে যায়। সে কারণেই ক্ষমতাশীন দল সব সময়ই নির্বাচনে কারুকাজ করতে চায়, নিজেরা ক্ষমতায় থেকে প্র্রশাসনকে প্রভাবিত করে নির্বাচন করতে চায়। এই প্রবনতা বর্তমান শাসক গোষ্ঠীর মধ্যে যেমন আছে, পূর্বেকার সব শাসক দলের মধ্যেও ছিল।

বর্তমান ১৪ দলীয় সরকারের কেবিনেটের একজন রিজনেবল ও ভারসাম্য রক্ষাকারী মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের যথার্থই বলেছেন – “সিটি নির্বাচনের ফল ক্ষমতাসীনদের জন্য সতর্ক সংকেত”। তিনি যথার্থই বাস্তবতা উপলব্ধি করতে পেরেছেন, তাঁর দল ও নীতি নির্ধারকরা তা পেরেছেন কি? পারলে তাঁর দল ও জাতির জন্য তা হবে মঙ্গজনক। মনে রাখতে হবে; প্রকৃত অর্থে এ বিজয় বিএনপি বা ১৮ দলের কোন কৃতিত্ব নয় -এ বিজয় আওয়ামী ও বাম অপশাসনের বিরুদ্ধে জনগনের জবাব। জনগন যখন আবার তাদের প্রতি বিরাগ হবে তার জবাব ও এভাবেই দিবে। বিষয়টি মাথায় রেখে যারা জনগনকে তুষ্ট রাখতে পারবেন জনগন বার বার তাদেরই ক্ষমতায় ফিরিয়ে আনবে। তার জন্য যেমন লাগবে না কোন নির্বাচনী কুরু-কাজ, লাগবে না পেশী শক্তি বা প্রশাসনেরও প্রভাব। আমাদের রাজনীতিকেরা আবারো এখান থেকে শিক্ষা নিলে তা দল জাতি ও দেশের জন্যই কল্যানকর হবে।

বিষয়: রাজনীতি

১১৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File