টিক টিক করে এগিয়ে চলছে ঘড়ির কাটা !

লিখেছেন লিখেছেন স্বাধীন কন্ঠ ১৭ জুলাই, ২০১৩, ০১:৪২:০৭ রাত

টিক টিক করে এগিয়ে চলছে ঘড়ির কাটা !

ধীরে ধীরে পারিয়ে যাচ্ছে নির্ঘুম রাত।সৃতির মিনারে বার বার উঁকি দিচ্ছে একটি প্রিয় মুখ .

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ।

তিনি ইসলামী আন্দোলনের বীর সেনানী। যার আলোচনা শোনা প্রদীপ্ত হতো কোটি মানুষের অন্তর, যার স্পর্শে অগণিত পথহারা পেয়েছিল সঠিক পথের সন্ধান। তিনি সমাজকল্যান মত্রনালয়ের মাননীয় মন্ত্রী ছিলেন। যার বিরুদ্ধে মাইক্রোস্কোপ লাগিয়েও পাওয়াযায় নি দুর্নীতির কোনো আলামত। একজন সফল মন্ত্রী হিসাবে যাকে রাষ্ট্রীয় সম্মাননা দেয়ার কথা অথচ তার বিরুদ্ধে কাল্পনিক অভিযোগ এনে আজ দেয়া হবে বিতর্কিত ট্রাইব্রুনাল থেকে অবৈধ রায় ,যেখানে প্রতিফলিত হবে সরকারের ইচ্ছার বাস্তবায়ন। আহ! কি বিচিত্র এই দেশ।

বিচারের নামে কোন অবিচার করা হলে জামায়াত - শিবিরের জানবাজ কর্মিরা ঘরে বসে থাকবেনা। আগুন জ্বলে উঠবে আগুন। বাধা দিতে আসলে দাবানলের মতো ছড়িয়ে পড়বে সবখানে। জনতার সমুদ্রে জাগবে উত্তাল ঢেউ ,আঘাত করবে নৌকার মাস্তুলে . যা ভেঙ্গে চুরমার করে দেবে অভিশপ্ত বাকশালী তরী।

বিষয়: বিবিধ

১২৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File