শাহবাগে শিয়ালেরা আবার জড়ো হয়েছে
লিখেছেন লিখেছেন স্বাধীন কন্ঠ ১৫ জুলাই, ২০১৩, ০৬:৩৮:৩৪ সন্ধ্যা
শাহবাগে শিয়ালেরা আবার জড়ো হয়েছে , শুনা যাচ্ছে ভীত কন্ঠের হুক্কা হুয়া ডাক। চারিদিকে পুলিশ প্রহরায় নিরাপদ খাচায় থেকেও যেন তাদের ভয় কাঠেনি। মেধা মূল্যায়ন মঞ্চ যখন ছাত্র-ছাত্রীদের ন্যায্য দাবী নিয়ে শাহবাগে আন্দোলনে নেমেছিল আওয়ামী পুলিশ তাদের হঠিয়ে দিয়েছিল রক্তাক্ত করে তখন কোথায় গাঁজা টানায় ব্যস্ত ছিল প্রজনন মঞ্চের ঐ সব শেয়ালেরা। সরকারকে বলছি , মনে নেই এই শাহবাগীরাই তো আপনাদের নৌকাকে ডুবিয়েছিল। অতল গহবরে হারিয়ে যাবার পূর্বে এইসব মঞ্চ ফঞ্ছ বন্ধ করেন । জামায়াত নেতৃবৃন্দের বিরুদ্ধে প্রহসনের রায় বাতিল করে অভিলম্বে নিঃশর্ত মুক্তি দিন। নতুবা জনতার জোয়ারে স্বাদের নৌকা শাহবাগীদের নিয়ে হারিয়ে যাবে অথই পাতারে। ১০০ বছরের মধ্যে যার হদিস পাওয়া যাবে না।
বিষয়: বিবিধ
১৩১৬ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন